ক. শিল্পের
খ. বিদ্রোহের
গ. ব্যবসা-বাণিজ্যের
ঘ. চিত্রকলা
উত্তরঃ ব্যবসা-বাণিজ্যের
ক. ঐক্য
খ. প্রতিবাদ
গ. অসাম্প্রদায়িকতা
ঘ. সাম্যবাদ
উত্তরঃ ঐক্য
ক. বরেন্দ্রভূমে সোনা মসজিদ
খ. পাহাড়পুরের বৌদ্ধ বিহার
গ. সওদাগরের ডিঙার বহর
ঘ. আউল বাউল মাটির দেউল
উত্তরঃ পাহাড়পুরের বৌদ্ধ বিহার
ক. বাংলাদেশ
খ. ভারত
গ. নেপাল
ঘ. শ্রীলংকা
উত্তরঃ নেপাল
ক. সংহতির
খ. সমৃদ্ধির
গ. মুক্তির
ঘ. স্বাধীনতার
উত্তরঃ সংহতির
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তরঃ i, ii ও iii
ক. বাঙালির ঐতিহ্য-গৌরব
খ. বাঙালির সংস্কৃতি-ইতিহাস
গ. বাঙালির মূল প্রেরণা
ঘ. বাঙালির প্রতিবাদী চেতনা
উত্তরঃ বাঙালির মূল প্রেরণা
ক. কপোতাক্ষ নদ
খ. পল্লিজননী
গ. আমার পরিচয়
ঘ. সেইদিন এই মাঠ
উত্তরঃ আমার পরিচয়
নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:
চলো, আমরা এগিয়ে যাই।
আমাদের সাথে যাবে বায়ান্নর শহিদ মিনার
যাবে গণঅভ্যুত্থান, একাত্তর অস্ত্র হাতে সুনিপুণ গেরিলার মত।
আমাদের সাথে যাবে ত্রিশলক্ষ রক্তাক্ত হৃদয়।
আমরা ছিনিয়ে আনব বাংলাদেশের বিজয়।
আমাদের সাথে যাবে বায়ান্নর শহিদ মিনার
যাবে গণঅভ্যুত্থান, একাত্তর অস্ত্র হাতে সুনিপুণ গেরিলার মত।
আমাদের সাথে যাবে ত্রিশলক্ষ রক্তাক্ত হৃদয়।
আমরা ছিনিয়ে আনব বাংলাদেশের বিজয়।
ক. সেইদিন এই মাঠ
খ. আমার পরিচয়
গ. সাহসী জননী বাংলা
ঘ. তোমাকে পাওয়ার জন্য, হে স্বাধীনতা
উত্তরঃ আমার পরিচয়
নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:
বাংলার কাব্য, বাংলার ভাষা
মিটায় আমার প্রাণের পিপাসা।
মিটায় আমার প্রাণের পিপাসা।
ক. এসেছি বাঙালি জয়নুল আর অবন ঠাকুর থেকে
খ. আমি যে এসেছি একাত্তরের মুক্তিযুদ্ধ থেকে
গ. আমি তো এসেছি চর্যাপদের অক্ষরগুলো থেকে
ঘ. আমি যে এসেছি জয় বাংলা বজ্রকন্ঠ থেকে
উত্তরঃ আমি তো এসেছি চর্যাপদের অক্ষরগুলো থেকে
ক. চর্যাপদের
খ. কমলার দিঘির
গ. রাষ্ট্রভাষার
ঘ. মহুয়ার পালার
উত্তরঃ রাষ্ট্রভাষার
নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:
‘বাংলা আমার জীবনানন্দ বাংলা প্রাণের সুর আমি একবার দেখি, বারবার দেখি দেখি বাংলার মুখ’
ক. i
খ. ii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তরঃ i, ii ও iii
ক. নীলফামারী
খ. পঞ্চগড়
গ. লালমনিরহাট
ঘ. কুড়িগ্রাম
উত্তরঃ কুড়িগ্রাম
ব্যাখ্যাঃ
সৈয়দ শামসুল হক ২৭ শে ডিসেম্বর ১৯৩৫ সালে কুড়িগ্রাম শহরে জন্মগ্রহণ করেন।
প্রশ্নঃ ‘আমার পরিচয়’ কবিতায় ‘কমলার দীঘি’ ও ‘মহুয়ার পালা" প্রসঙ্গ এনে কবি কী বুঝিয়েছেন?
[ Jess-15,17 ]
ক. সাহিত্যিক ঐতিহ্য
খ. সাংস্কৃতিক ঐতিহ্য
গ. সংগ্রামী চেতনা
ঘ. অসাম্প্রদায়িক চেতনা
উত্তরঃ সাহিত্যিক ঐতিহ্য
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তরঃ i, ii ও iii
ক. সামনে
খ. রাজপথে
গ. পলি মাটিতে
ঘ. পিছনে
উত্তরঃ পলি মাটিতে
ক. নাটোরে
খ. ঈশ্বরদীতে
গ. সিরাজগঞ্জে
ঘ. চাঁপাইনবাবগঞ্জে
উত্তরঃ চাঁপাইনবাবগঞ্জে
প্রশ্নঃ "আমার পরিচয়" কবিতার শেষ চরণে কবি কিসের ছবি আঁকার প্রতিজ্ঞা করেছেন?
[ Chit-16 | Bari-16 | Syl-16 ]
ক. দেশমাতৃকার
খ. সাম্যের
গ. শান্তির
ঘ. কল্যাণের
উত্তরঃ সাম্যের
নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:
অসহায় জাতি মরিছে ডুবিয়া, জানেনা সন্তরণ কাণ্ডারী! আজ দেখিব তোমার মাতৃমুক্তি পণ । হিন্দু না ওরা মুসলিম? ওই জিজ্ঞাসে কোন জন? কাণ্ডারী! বল, ডুবিছে মানুষ, সন্তান মোর মার।
ক. চলি পলিমাটি কোমলে আমার চলার চিহ্ন ফেলে
খ. এসেছি বাঙালি আউল-বাউল মাটির দেউল থেকে
গ. সব বিভেদের রেখা মুছে দিয়ে সাম্যের ছবি আঁকবই
ঘ. আমি যে এসেছি একাত্তরের মুক্তিযুদ্ধ থেকে
উত্তরঃ সব বিভেদের রেখা মুছে দিয়ে সাম্যের ছবি আঁকবই
ক. শ্রীকৃষ্ণকীর্তন
খ. বৈষ্ণব পদাবলি
গ. অন্নদামঙ্গল কাব্য
ঘ. চর্যাপদ
উত্তরঃ চর্যাপদ
ক. i
খ. iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তরঃ i, ii ও iii
ক. ১৭৫৭
খ. ১৮৫৭
গ. ১৯৪৮
ঘ. ১৯৫২
উত্তরঃ ১৭৫৭
ক. আমি তো এসেছি কৈবর্তের বিদ্রোহী গ্রাম থেকে
খ. আমি তো এসেছি সার্বভৌম বার ভূঁইয়ার থেকে
গ. এসেছি বাঙালি ক্ষুদিরাম আর সূর্য সেনের থেকে
ঘ. আমি যে এসেছি একাত্তরের মুক্তিযুদ্ধ থেকে
উত্তরঃ আমি তো এসেছি কৈবর্তের বিদ্রোহী গ্রাম থেকে
ক. i
খ. i ও ii
গ. iii
ঘ. ii ও iii
উত্তরঃ iii
নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:
‘সার্থক জনম আমার জন্মেছি এই দেশে, সার্থক জনম মাগো তোমায় ভালবেসে।‘
ক. আমি তো এসেছি চর্যাপদের অক্ষরগুলো থেকে
খ. আমি জন্মেছি বাংলায়, আমি বাংলায় কথা বলি
গ. চলি পলিমাটি কোমলে আমার চলার চিহ্ন ফেলে
ঘ. তেরোশত নদী সুধায় আমাকে কোথা থেকে তুমি এলে?
উত্তরঃ আমি জন্মেছি বাংলায়, আমি বাংলায় কথা বলি
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তরঃ i, ii ও iii
ক. মানুষের ইতিহাস
খ. দেবালয়ের ইতিহাস
গ. বাঙালির ইতিহাস
ঘ. কবিতার ইতিহাস
উত্তরঃ বাঙালির ইতিহাস
ক. মন্ত্রের বীজ
খ. মূল প্রেরণা
গ. প্রাণের আকাঙ্ক্ষা
ঘ. মনের আনন্দ
উত্তরঃ মূল প্রেরণা
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তরঃ ii ও iii