JSC পরীক্ষা - 2019
বাংলা ১ম পত্র - 101
শিক্ষা বোর্ডঃ ঢাকা বোর্ড
ক. মালির
খ. মালিনীর
গ. ব্যাধের
ঘ. আসামির
উত্তরঃ ব্যাধের
নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:
রনি স্কুলে যাওয়ার পথে একটি স্বর্ণের আংটি কুড়িয়ে পেল। সে সোজা স্কুলে এসে প্রধান শিক্ষকের কাছে জমা দিল।
ক. অতিথির স্মৃতি
খ. সুখী মানুষ
গ. পড়ে পাওয়া
ঘ. মংডুর পথে
উত্তরঃ পড়ে পাওয়া
প্রশ্নঃ উপর্যুক্ত রচনায় প্রকাশ পেয়েছে— 1. নৈতিক মূল্যবোধ
(ii) মানবিকতাবোধ
(iii) স্বদেশপ্রেম
[ Dha-19 ]
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তরঃ i ও ii
ক. দ্বিধা
খ. যোগ্যতা
গ. প্রশংসা
ঘ. তিরস্কার
উত্তরঃ তিরস্কার
ক. কাপড়ের পুতুল
খ. শীতল পাটি
গ. মাদুর
ঘ. হাসিয়া
উত্তরঃ কাপড়ের পুতুল
ক. আধুনিকতা
খ. সৌখিনতা
গ. প্রাচুর্য
ঘ. উপযোগিতা
উত্তরঃ none
ব্যাখ্যাঃ
সঠিক উত্তর: ক ও খ দুটোই সঠিক
ক. সৎ পথে পরিশ্রমের মাধ্যমে
খ. নীতিহীন পথে
গ. অনৈতিকভাবে
ঘ. বেশি সম্পদ
উত্তরঃ সৎ পথে পরিশ্রমের মাধ্যমে
ক. ১৯৬৫
খ. ১৯৬৬
গ. ১৯৬৭
ঘ. ১৯৬৮
উত্তরঃ ১৯৬৭
ক. বৈদিক
খ. ভাষাতাত্ত্বিক
গ. প্রাবন্ধিক
ঘ. সংস্কৃতবিদ
উত্তরঃ ভাষাতাত্ত্বিক
প্রশ্নঃ "রেখো মা দাসেরে মনে" এ পঙ্ক্তিতে প্রকাশ পেয়েছে মাইকেল মধুসূদন দত্তের-
[ সকল বোর্ড-12 | Dha-19 | Chit-14 ]
ক. স্বদেশপ্রেম
খ. বদান্যতা
গ. প্রকৃতিপ্রীতি
ঘ. স্মৃতিকাতারতা
উত্তরঃ স্বদেশপ্রেম
নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:
পালিয়ে যাবে কেবল তখন হার মেনে সব মানা
তুমি যখন সাহস করে হবে হার না মানা।
তুমি যখন সাহস করে হবে হার না মানা।
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তরঃ i, ii ও iii
প্রশ্নঃ কবিতাংশের কোন ভাবটি "পাছে লোকে কিছু বলে" কবিতায় ব্যক্তিদের ক্ষেত্রে থাকা আবশ্যক?
[ Dha-19 ]
ক. সাহসিকতা
খ. হতাশা
গ. দুর্বলতা
ঘ. ভীরুতা
উত্তরঃ সাহসিকতা
ক. দেহ ও মনে বল
খ. দেহ, হৃদয় ও বল
গ. মনে শক্তি দাও
ঘ. দেহ হৃদয়ের কথা বলে
উত্তরঃ মনে শক্তি দাও
ক. দৌলত খাঁ
খ. সংগ্রাম সিংহ
গ. রণবীর চৌহান
ঘ. ইব্রাহিম লোদি
উত্তরঃ সংগ্রাম সিংহ
ক. ১৯৫২
খ. ১৯৫৩
গ. ১৯৫৪
ঘ. ১৯৫৫
উত্তরঃ ১৯৫৩