আমাদের স্কুল

সেটিং

বহুনির্বাচনি প্রশ্নের দেখানোর অপশনঃ
শুধুমাত্র উত্তর 2 অপশন
3 অপশন 4 অপশন
বহুনির্বাচনি প্রশ্নের অপশন প্রদর্শনঃ
রো আকারে কলাম আকারে
বহুনির্বাচনি প্রশ্নের উত্তরঃ
লুকান বোল্ড করুন
দেখান দেখান ও বোল্ড করুন
বহুনির্বাচনি প্রশ্নের ব্যাখ্যাঃ
দেখান লুকান নিচে লুকান
থিম নির্বাচন করুনঃ
ফন্ট সাইজঃ
15

১৬ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল পর্যায়)

পরীক্ষারঃ শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন পরীক্ষা

মোট বহুনির্বাচনি প্রশ্নঃ 100

মোট মার্কঃ 60

পরীক্ষার সময়ঃ 01:00:00

প্রকাশের তারিখঃ 30.06.2019

১. বাংলার সর্বপ্রাচীন জনপদের নাম কী?

[ বিসিএস ৪৪তম | ১৬ তম শিক্ষক নিবন্ধন (স্কুল পর্যায়) ]

ক. পুণ্ড্র
খ. তাম্রলিপ্ত
গ. গৌড়
ঘ. হরিকেল
উত্তরঃ পুণ্ড্র
ব্যাখ্যাঃ

সঠিক উত্তর হলো কঃ পুণ্ড্র

বাংলার সর্বপ্রাচীন জনপদের নাম পুণ্ড্র। এর অবস্থান ছিল মূলত উত্তরবঙ্গে।

২. ‘Boot leg’ means to-

[ বিসিএস ১৫তম | ১৬ তম শিক্ষক নিবন্ধন (স্কুল পর্যায়) ]

ক. distribute
খ. export
গ. import
ঘ. smuggle
উত্তরঃ smuggle
ব্যাখ্যাঃ

Boot leg- চোরা কারবার করা, বেআইনিভাবে পণ্য পরিবহন। (ক) distribute- বিতরণ করা; (খ) export- আমদানি করা; (গ) import – রপ্তানি করা; (ঘ) smuggle- চোরা কারবার করা।

৩. IMF-এর সদর দপ্তর কোথায়?

[ 18th ntrca (স্কুল পর্যায়) (15-03-2024) | ১৬ তম শিক্ষক নিবন্ধন (স্কুল পর্যায়) ]

ক. ওয়াশিংটন ডিসি
খ. নিউইয়র্ক
গ. জেনেভা
ঘ. রোম
উত্তরঃ ওয়াশিংটন ডিসি
ব্যাখ্যাঃ

IMF-এর (International Monetary Fund) সদর দপ্তর হলো ওয়াশিংটন ডিসি, মার্কিন যুক্তরাষ্ট্র

৪. বাংলা সাহিত্যে চলিত রীতির প্রবর্তক কে?

[ ১৬ তম শিক্ষক নিবন্ধন (স্কুল পর্যায়) ]

ক. প্রমথ চৌধুরী
খ. রবীন্দ্রনাথ ঠাকুর
গ. মোতাহার হোসেন চৌধুরী
ঘ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
উত্তরঃ প্রমথ চৌধুরী

৫. বাংলা বর্ণমালায় পরাশ্রয়ী বর্ণ কয়টি?

[ ১৬ তম শিক্ষক নিবন্ধন (স্কুল পর্যায়) ]

ক. ৫ টি
খ. ৩টি
গ. ৪ টি
ঘ. ১টি
উত্তরঃ ৩টি

৬. নিচের কোনটি 'ষ-ত্ব' বিধানের নিয়মে শুদ্ধ?

[ ১৬ তম শিক্ষক নিবন্ধন (স্কুল পর্যায়) ]

ক. মাস্টার
খ. পোশাক
গ. জিনিস
ঘ. পোস্ট মাস্টার
উত্তরঃ পোশাক

৭. দ্যুলোক' শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?

[ ১৬ তম শিক্ষক নিবন্ধন (স্কুল পর্যায়) ]

ক. দুঃ + লোক
খ. দুই + লোক
গ. দ্বি + লোক
ঘ. দিক্ + লোক
উত্তরঃ দিক্ + লোক
ক. অগ্রনায়ক
খ. রতন
গ. আপন
ঘ. অনুষ্ঠান
উত্তরঃ অগ্রনায়ক

৯. পুকুরে মাছ আছে'- এখানে 'পুকুর' কোন অধিকরণ কারক?

[ ১৬ তম শিক্ষক নিবন্ধন (স্কুল পর্যায়) ]

ক. বৈষয়িক অধিকরণ
খ. ভাবাধিকরণ
গ. অভিব্যাপক অধিকরণ
ঘ. ঐকদেশিক অধিকরণ
উত্তরঃ ঐকদেশিক অধিকরণ

১০. ক্রিয়া বা ধাতুর পরে যে প্রত্যয় যুক্ত হয় তাকে বলে -

[ ১৬ তম শিক্ষক নিবন্ধন (স্কুল পর্যায়) ]

ক. কৃৎ প্রত্যয়
খ. তদ্ধিত প্রত্যয়
গ. ধাতু প্রত্যয়
ঘ. শব্দ প্রত্যয়
উত্তরঃ কৃৎ প্রত্যয়

১১. ভাবে সপ্তমীর উদাহরণ কোনটি?

[ ১৬ তম শিক্ষক নিবন্ধন (স্কুল পর্যায়) ]

ক. আমাদের সেনারা যুদ্ধে অপরাজেয়
খ. চন্দ্রোদয়ে কুমুদিনি বিকশিত হয়
গ. একদা প্রভাতে ভানুর প্রভাতে ফুটিল কমল কলি
ঘ. প্রভাতে উঠিল রবি লোহিত বরণ
উত্তরঃ চন্দ্রোদয়ে কুমুদিনি বিকশিত হয়
ক. প্রত্যুদগমন
খ. অগ্রগামী
গ. শুভ পদার্পণ
ঘ. স্বাগতম
উত্তরঃ প্রত্যুদগমন

১৩. পেয়ারা' কোন ভাষা থেকে আগত শব্দ?

[ ১৬ তম শিক্ষক নিবন্ধন (স্কুল পর্যায়) ]

ক. বাংলা
খ. পর্তুগীজ
গ. ফারসি
ঘ. হিন্দি
উত্তরঃ পর্তুগীজ
ক. কানা ছেলের নাম পদ্মলোচন
খ. ঘুঘু দেখেছ ফাঁদ দেখনি
গ. অসারের তর্জন-গর্জন সার
ঘ. আসলে মুঘল নেই, ঢেঁকি ঘরে চাঁদোয়া
উত্তরঃ অসারের তর্জন-গর্জন সার

১৫. বিপরীতার্থে 'পরা' উপসর্গ যুক্ত শব্দ কোনটি?

[ ১৬ তম শিক্ষক নিবন্ধন (স্কুল পর্যায়) ]

ক. পরাকাষ্ঠা
খ. পরাক্লান্ত
গ. পরায়ণ
ঘ. পরাভব
উত্তরঃ পরাভব

১৬. তামার বিষ' বাগধারটির অর্থ কী?

[ ১৬ তম শিক্ষক নিবন্ধন (স্কুল পর্যায়) ]

ক. অর্থের কুপ্রভাব
খ. অপচয়
গ. ক্ষণস্থায়ী বস্তু
ঘ. কৃপনের কড়ি
উত্তরঃ অর্থের কুপ্রভাব

১৭. বীণাপাণি' সমস্ত পদটি কোন সমাস?

[ ১৬ তম শিক্ষক নিবন্ধন (স্কুল পর্যায়) ]

ক. ব্যধিকরণ বহুব্রীহি
খ. ব্যতিহার বহুব্রীহি
গ. মধ্যপদলোপী বহুব্রীহি
ঘ. অলুক বহুব্রীহি
উত্তরঃ ব্যধিকরণ বহুব্রীহি

১৮. বাংলা বর্ণমালার উৎস কী?

[ ১৬ তম শিক্ষক নিবন্ধন (স্কুল পর্যায়) ]

ক. তিব্বতি লিপি
খ. ব্রাহ্মী লিপি
গ. খরোষ্ঠী লিপি
ঘ. দেবনাগরি লিপিউ
উত্তরঃ ব্রাহ্মী লিপি

১৯. খ্রিস্টান' কোন জাতীয় মিশ্র শব্দ?

[ ১৬ তম শিক্ষক নিবন্ধন (স্কুল পর্যায়) ]

ক. ইংরেজি + বাংলা
খ. ইংরেজি + আরবি
গ. ইংরেজি + ফারসি
ঘ. ইংরেজি + তৎসম
উত্তরঃ ইংরেজি + তৎসম

২০. Call it a day' - এর যথার্থ অনুবাদ কোনটি?

[ ১৬ তম শিক্ষক নিবন্ধন (স্কুল পর্যায়) ]

ক. পুনরায় শুরু করা
খ. খুবই গুরুত্বপূর্ণ কাজ
গ. কাউকে ডেকে আনা
ঘ. একটি স্বরণীয় দিন
উত্তরঃ পুনরায় শুরু করা
ক. যন্ত্রণা
খ. বিরক্তি
গ. কমা
ঘ. উচ্ছ্বাস
উত্তরঃ উচ্ছ্বাস

২২. সম্বোধন পদের পরে যে চিহ্নটি ব্যবহৃত হয় তার নাম কী?

[ ১৬ তম শিক্ষক নিবন্ধন (স্কুল পর্যায়) ]

ক. দাঁড়ি
খ. কোলন
গ. সেমিকোলন
ঘ. কমা
উত্তরঃ কমা

২৩. Book Post' এর পারিভাষিক রুপ কোনটি?

[ ১৬ তম শিক্ষক নিবন্ধন (স্কুল পর্যায়) ]

ক. ডাকঘর
খ. খোলাডাক
গ. উপবিধি
ঘ. লেখস্বত্ব
উত্তরঃ খোলাডাক

২৪. কোনটি দেশি শব্দের উদাহরণ?

[ ১৬ তম শিক্ষক নিবন্ধন (স্কুল পর্যায়) ]

ক. গঞ্জ
খ. লুঙ্গি
গ. খোকা
ঘ. সম্রাট
উত্তরঃ লুঙ্গি

২৫. কোনটি রুপক কর্মধারয় সমাস?

[ ১৬ তম শিক্ষক নিবন্ধন (স্কুল পর্যায়) ]

ক. করকমল
খ. কালস্রোত
গ. করপল্লব
ঘ. কচুকাটা
উত্তরঃ কালস্রোত

২৬. উষ্ণীয়' এর শব্দার্থ -

[ ১৬ তম শিক্ষক নিবন্ধন (স্কুল পর্যায়) ]

ক. অত্যন্ত উষ্ণ
খ. কুসুম কুসুম উষ্ণ
গ. পাগড়ি
ঘ. শীতের আমেজ
উত্তরঃ পাগড়ি

২৭. নাটিকা' কোন অর্থে স্ত্রীবাচক শব্দ?

[ ১৬ তম শিক্ষক নিবন্ধন (স্কুল পর্যায়) ]

ক. সমার্থে
খ. ক্ষুদ্রার্থে
গ. বৃহদার্থে
ঘ. বিপরীতার্থে
উত্তরঃ ক্ষুদ্রার্থে

২৮. শিরে - সংক্রান্তি' বাগধারটির অর্থ কী?

[ ১৬ তম শিক্ষক নিবন্ধন (স্কুল পর্যায়) ]

ক. আসন্ন-বিপদ
খ. মাথা ব্যথা
গ. মহাবিপদ
ঘ. মাথার বোঝা
উত্তরঃ আসন্ন-বিপদ

২৯. He tried his best. (Negative)

[ ১৬ তম শিক্ষক নিবন্ধন (স্কুল পর্যায়) ]

ক. He did not try a little.
খ. He did not stay unmoved.
গ. He left no stone unturned.
ঘ. He did not turn all stones.
উত্তরঃ He left no stone unturned.

৩০. She was used to --- the poor.

[ ১৬ তম শিক্ষক নিবন্ধন (স্কুল পর্যায়) ]

ক. help
খ. helped
গ. helping
ঘ. to help
উত্তরঃ helping

৩১. Which is the noun of the work 'brief '?

[ ১৬ তম শিক্ষক নিবন্ধন (স্কুল পর্যায়) ]

ক. briefly
খ. brevity
গ. brieve
ঘ. but
উত্তরঃ brevity

৩২. It was high time we ____ our habits.

[ ১৬ তম শিক্ষক নিবন্ধন (স্কুল পর্যায়) ]

ক. changed
খ. change
গ. had changed
ঘ. should change
উত্তরঃ had changed

৩৩. Curd is made ____ milk.

[ ১৬ তম শিক্ষক নিবন্ধন (স্কুল পর্যায়) ]

ক. of
খ. by
গ. in
ঘ. from
উত্তরঃ from

৩৪. The Headmaster and the President of the school ____ present in the last meeting.

[ ১৬ তম শিক্ষক নিবন্ধন (স্কুল পর্যায়) ]

ক. was
খ. were
গ. had been
ঘ. have been
উত্তরঃ were

৩৫. If he ___ a human being, he would not have done this.

[ ১৬ তম শিক্ষক নিবন্ধন (স্কুল পর্যায়) ]

ক. is
খ. was
গ. had been
ঘ. were
উত্তরঃ was

৩৬. The antonym of the word 'benign' is

[ ১৬ তম শিক্ষক নিবন্ধন (স্কুল পর্যায়) ]

ক. tenfold
খ. peaceful
গ. blessed
ঘ. malignant
উত্তরঃ malignant

৩৭. Do not ____ what you can do today.

[ ১৬ তম শিক্ষক নিবন্ধন (স্কুল পর্যায়) ]

ক. put on
খ. put to
গ. put off
ঘ. put left
উত্তরঃ put off

৩৮. They tell us a tale about a tail. The word' tale' is

[ ১৬ তম শিক্ষক নিবন্ধন (স্কুল পর্যায়) ]

ক. noun
খ. verb
গ. adjective
ঘ. adverb
উত্তরঃ noun

৩৯. Move or die. (simple)

[ ১৬ তম শিক্ষক নিবন্ধন (স্কুল পর্যায়) ]

ক. In case of your failure to move, you will die
খ. You move, you will dir
গ. If you move, you will die
ঘ. Move sand die
উত্তরঃ In case of your failure to move, you will die

৪০. Which one is correct?

[ ১৬ তম শিক্ষক নিবন্ধন (স্কুল পর্যায়) ]

ক. Omnious
খ. Extencion
গ. Hesitasion
ঘ. Mischievous
উত্তরঃ Mischievous

৪১. The opposite word of 'sluggish' is -

[ ১৬ তম শিক্ষক নিবন্ধন (স্কুল পর্যায়) ]

ক. animated
খ. dull
গ. heavy
ঘ. slow
উত্তরঃ animated

৪২. I saw him play. (passive)

[ ১৬ তম শিক্ষক নিবন্ধন (স্কুল পর্যায়) ]

ক. He was seen by me play.
খ. Play was seen him by me.
গ. He was seen playing by me.
ঘ. He was seen to play by me.
উত্তরঃ He was seen to play by me.

৪৩. While I (Play) in the field, I saw a dead cow.

[ ১৬ তম শিক্ষক নিবন্ধন (স্কুল পর্যায়) ]

ক. playing
খ. was playing
গ. played
ঘ. were playing
উত্তরঃ was playing

৪৪. But for your help _____

[ ১৬ তম শিক্ষক নিবন্ধন (স্কুল পর্যায়) ]

ক. would have failed
খ. would fail
গ. will fail
ঘ. will have failed
উত্তরঃ would have failed

৪৫. Choose the correct sentence:

[ ১৬ তম শিক্ষক নিবন্ধন (স্কুল পর্যায়) ]

ক. He had been hanged for murder.
খ. He has been hunged for murder.
গ. He was hanged for murder
ঘ. He was hunged for murder.
উত্তরঃ He was hanged for murder

৪৬. I went there to seek a job (Compound)

[ ১৬ তম শিক্ষক নিবন্ধন (স্কুল পর্যায়) ]

ক. I went there and seeked a job
খ. I went there for seeking a job.
গ. I went there so that I could seek a job
ঘ. I went there and sought a job.
উত্তরঃ I went there and sought a job.

৪৭. instead of 'confirm' we can say

[ ১৬ তম শিক্ষক নিবন্ধন (স্কুল পর্যায়) ]

ক. bear out
খ. bear on
গ. bear to
ঘ. bear of
উত্তরঃ bear out

৪৮. what is the antonym of 'abduct'?

[ ১৬ তম শিক্ষক নিবন্ধন (স্কুল পর্যায়) ]

ক. Take away unlawfully
খ. Kidnap
গ. Restore
ঘ. None of them
উত্তরঃ Restore

৪৯. The father with his seven daughters _____ left the house.

[ ১৬ তম শিক্ষক নিবন্ধন (স্কুল পর্যায়) ]

ক. have
খ. are
গ. has
ঘ. was
উত্তরঃ has

৫০. She has no test ___ music.

[ ১৬ তম শিক্ষক নিবন্ধন (স্কুল পর্যায়) ]

ক. of
খ. for
গ. to
ঘ. in
উত্তরঃ for

৫১. কর্তৃপক্ষ তাকে তিরস্কার করল।

[ ১৬ তম শিক্ষক নিবন্ধন (স্কুল পর্যায়) ]

ক. The authority criticised him
খ. The authority took him to task
গ. The authority gave reins to him
ঘ. The authority took him to book
উত্তরঃ The authority took him to task

৫২. সে নদীর কাছে এক কুটিরে বাস করত।

[ ১৬ তম শিক্ষক নিবন্ধন (স্কুল পর্যায়) ]

ক. He lived a hut close with river
খ. He lived in a hut close at the river.
গ. He lived in a hut close to the river.
ঘ. He lived in a hut close by the river.
উত্তরঃ He lived in a hut close to the river.

৫৩. নিচের কোনটি অমূলদ সংখ্যা?

[ ১৬ তম শিক্ষক নিবন্ধন (স্কুল পর্যায়) ]

ক. 1.111....
খ. 1.1010101....
গ. 1.1001001001...
ঘ. 1.1010010001...
উত্তরঃ 1.1010010001...

৫৪. কোন সামান্তরিকের একটি কোণ সমকোণ হলে উহা একটি -

[ ১৬ তম শিক্ষক নিবন্ধন (স্কুল পর্যায়) ]

ক. বর্গ
খ. রম্বস
গ. আয়তক্ষেত্র
ঘ. ট্রাপিজিয়াম
উত্তরঃ আয়তক্ষেত্র
ক. ১৫%
খ. ২০%
গ. ২১%
ঘ. ২৫%
উত্তরঃ ২১%
ক. x > 0 এবং x ≠ 0
খ. x ≥ 0 অথবা x ≠ 1
গ. x > 0 অথবা x ≠ 1
ঘ. x ≥ 0 অথবা x ≠ 0
উত্তরঃ x > 0 অথবা x ≠ 1
ক. ৩৫.১
খ. ৩৫.২
গ. ৩৫.৩
ঘ. ৩৫.৪
উত্তরঃ ৩৫.২
ক. ২
খ. ৩
গ. ৪
ঘ. ৫
উত্তরঃ ৩

৫৯. নিচের কোনটি $x^{3}-6x^{2}+11x-6$ এর উৎপাদক নয়?

[ ১৬ তম শিক্ষক নিবন্ধন (স্কুল পর্যায়) ]

ক. x-1
খ. x-2
গ. x-3
ঘ. x-4
উত্তরঃ x-4

৬০. a ≤ b এবং b ≤ a হলে নিচের কোনটি সত্য?

[ ১৬ তম শিক্ষক নিবন্ধন (স্কুল পর্যায়) ]

ক. a
খ. a > b
গ. a = b
ঘ. a ≠ b
উত্তরঃ a = b
ক. 4.58
খ. 5.38
গ. 3
ঘ. 5
উত্তরঃ 4.58

৬৩. নিচের কোনটি বৃত্তস্থ চতুর্ভুজ হয় না?

[ ১৬ তম শিক্ষক নিবন্ধন (স্কুল পর্যায়) ]

ক. বর্গ
খ. আয়ত
গ. ট্রাপিজিয়াম
ঘ. রম্বস
উত্তরঃ রম্বস

৬৪. $sin(\frac{9\pi}{2}+0)=?$

[ ১৬ তম শিক্ষক নিবন্ধন (স্কুল পর্যায়) ]

ক. $sin \theta$
খ. $-sin \theta$
গ. $cos \theta$
ঘ. $-cos \theta$
উত্তরঃ $cos \theta$
ক. অন্তঃকেন্দ্র
খ. পরিকেন্দ্র
গ. লম্ব কেন্দ্র
ঘ. ভর কেন্দ্র
উত্তরঃ পরিকেন্দ্র

৬৬. $tan \theta =\frac{a}{b}$ হলে নিচের কোনটি সত্য?

[ ১৬ তম শিক্ষক নিবন্ধন (স্কুল পর্যায়) ]

ক. $sin \theta=\frac{b}{a^{2}+b^{2}}$
খ. $cos \theta=\frac{a}{\sqrt{a^{2}+b^{2}}}$
গ. $sec\theta=\frac{a^{2}+b^{2}}{a}$
ঘ. $cos ec\theta=\frac{\sqrt{a^{2}+b^{2}}}{a}$
উত্তরঃ $cos ec\theta=\frac{\sqrt{a^{2}+b^{2}}}{a}$

৬৭. $ax^{2}+b$ এর মান $x=1$ হলে 1 এবং $x=3$ হলে 25 হয়। $x=2$ হলে এর মান কত?

[ ১৬ তম শিক্ষক নিবন্ধন (স্কুল পর্যায়) ]

ক. 5
খ. 10
গ. 15
ঘ. 20
উত্তরঃ 10

৬৮. $Log_{10} (0.001) =$ কত?

[ ১৬ তম শিক্ষক নিবন্ধন (স্কুল পর্যায়) ]

ক. 3
খ. -3
গ. $\frac{1}{3}$
ঘ. $-\frac{1}{3}$
উত্তরঃ -3

৬৯. $a^{2}-3a,a^{3}-9a$ এবং $a^{3}-4a^{2}+3a$ এর গ.সা.গু=?

[ ১৬ তম শিক্ষক নিবন্ধন (স্কুল পর্যায়) ]

ক. $a(a-3)$
খ. a-3
গ. a
ঘ. $a(a+3)$
উত্তরঃ $a(a-3)$
ক. $\frac{\sqrt{2}}{2}$
খ. $\sqrt{2}$
গ. $2\sqrt{2}$
ঘ. 2
উত্তরঃ $2\sqrt{2}$
ক. 90°
খ. 135°
গ. 175°
ঘ. 210°
উত্তরঃ 135°
ক. 25%
খ. 40%
গ. 15%
ঘ. 20%
উত্তরঃ 25%
ক. 411
খ. 111
গ. 211
ঘ. 311
উত্তরঃ 311

৭৪. যদি $x+\frac{1}{x}=-5$ হয়, তবে $\frac{x}{x^{2}+x+1}$ এর মান কত?

[ ১৬ তম শিক্ষক নিবন্ধন (স্কুল পর্যায়) ]

ক. $\frac{1}{4}$
খ. 4
গ. -4
ঘ. $-\frac{1}{4}$
উত্তরঃ $-\frac{1}{4}$

৭৫. 80 এর 75% এর $25\%=কত?$

[ ১৬ তম শিক্ষক নিবন্ধন (স্কুল পর্যায়) ]

ক. 10
খ. 15
গ. 20
ঘ. 25
উত্তরঃ 15
ক. $\frac{2}{7}$
খ. $\frac{1}{8}$
গ. $\frac{3}{8}$
ঘ. $\frac{3}{8}$
উত্তরঃ $\frac{3}{8}$
ক. 4
খ. 9
গ. 16
ঘ. 25
উত্তরঃ 9
ক. দ্রাবিড়
খ. নেগ্রিটো
গ. অস্ট্রিক
ঘ. ভোটচীন
উত্তরঃ অস্ট্রিক
ক. জানুয়ারি মাসে
খ. ফেব্রুয়ারি মাসে
গ. জুলাই মাসে
ঘ. আগস্ট মাসে
উত্তরঃ ফেব্রুয়ারি মাসে

৮০. সংগ্রাম ও প্রত্যাশা' কী?

[ ১৬ তম শিক্ষক নিবন্ধন (স্কুল পর্যায়) ]

ক. ধানের প্রজাতি
খ. পাখির প্রজাতি
গ. বাংলাদেশ নৌবাহিনীর দুটি যুদ্ধ জাহাজ
ঘ. বাংলাদেশ বিমান বাহিনীর দুটি যুদ্ধ বিমান
উত্তরঃ বাংলাদেশ নৌবাহিনীর দুটি যুদ্ধ জাহাজ

৮১. AIDS রোগের জন্য নিচের কোন ভাইরাসটি দায়ী?

[ ১৬ তম শিক্ষক নিবন্ধন (স্কুল পর্যায়) ]

ক. SARS
খ. র‍্যাবিস
গ. HIV
ঘ. ইবোলো
উত্তরঃ HIV

৮২. কোথায় প্রথম বিশ্ব নারী সম্মেলন অনুষ্ঠিত হয়?

[ ১৬ তম শিক্ষক নিবন্ধন (স্কুল পর্যায়) ]

ক. ডেনমার্ক
খ. কেনিয়া
গ. বেইজিং
ঘ. মেক্সিকো
উত্তরঃ মেক্সিকো

৮৩. মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি কে ছিলেন?

[ ১৬ তম শিক্ষক নিবন্ধন (স্কুল পর্যায়) ]

ক. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
খ. খন্দকার মোশতাক আহমেদ
গ. তাজউদ্দিন আহমদ
ঘ. সৈয়দ নজরুল ইসলাম
উত্তরঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
ক. ৩০ তম
খ. ৩২ তম
গ. ৩৩ তম
ঘ. ৩৪ তম
উত্তরঃ ৩০ তম
ক. EU
খ. IDB
গ. ADB
ঘ. IFRC
উত্তরঃ IFRC
ক. ৩৭ তম
খ. ৪৭ তম
গ. ৫৭ তম
ঘ. ৬৭ তম
উত্তরঃ ৫৭ তম

৮৭. ২০২৩ সালের সার্ক সাহিত্য পুরস্কার লাভ করেন কে?

[ ১৬ তম শিক্ষক নিবন্ধন (স্কুল পর্যায়) ]

ক. সেলিনা হোসেন
খ. শামসুর রাহমান
গ. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
ঘ. ফকরুল আলম
উত্তরঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

৮৮. বিশ্ব মানবাধিকার দিবস কবে?

[ ১৬ তম শিক্ষক নিবন্ধন (স্কুল পর্যায়) ]

ক. ৮ মার্চ
খ. ৪৫ অক্টোবর
গ. ১০ ডিসেম্বর
ঘ. ২৪ সেপ্টেম্বর
উত্তরঃ ১০ ডিসেম্বর

৮৯. SMS এর পূর্ণরুপ কী?

[ ১৬ তম শিক্ষক নিবন্ধন (স্কুল পর্যায়) ]

ক. Short Message Service
খ. Short mail service
গ. Simple Message Service
ঘ. Simple Mail Service
উত্তরঃ Short Message Service

৯০. বিগ এ্যাপেল কোন শহরের নাম?

[ ১৬ তম শিক্ষক নিবন্ধন (স্কুল পর্যায়) ]

ক. নতুন দিল্লি
খ. ইসলামাবাদ
গ. নিউইয়র্ক
ঘ. শিকাগো
উত্তরঃ নিউইয়র্ক

৯১. শ্রীলংকার মুদ্রার নাম কী?

[ ১৬ তম শিক্ষক নিবন্ধন (স্কুল পর্যায়) ]

ক. ডলার
খ. পাউন্ড
গ. টাকা
ঘ. রুপী
উত্তরঃ রুপী

৯২. বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কে?

[ ১৬ তম শিক্ষক নিবন্ধন (স্কুল পর্যায়) ]

ক. জয়নুল আবেদীন
খ. কামরুল হাসান
গ. হামিদুর রহমান
ঘ. হাশেম খান
উত্তরঃ কামরুল হাসান
ক. কবি গান
খ. বাউল গান
গ. লালন গীতি
ঘ. ভাওয়াইয়া
উত্তরঃ বাউল গান
ক. হালদা নদী
খ. চলন বিল
গ. পশুর নদী
ঘ. মেঘনা নদী
উত্তরঃ হালদা নদী

৯৫. নাগরিকের প্রধান কর্তব্য হলো -

[ ১৬ তম শিক্ষক নিবন্ধন (স্কুল পর্যায়) ]

ক. রাষ্ট্রের সেবা করা
খ. রাষ্ট্রের আইন মেনে চলা
গ. নিয়মিত কর প্রদান করা
ঘ. রাষ্ট্রের প্রতি অনুগত্য প্রকাশ করা
উত্তরঃ রাষ্ট্রের প্রতি অনুগত্য প্রকাশ করা

৯৬. প্রকৃতিতে সবচেয়ে বেশি পাওয়া যায় কোন ধাতু?

[ ১৬ তম শিক্ষক নিবন্ধন (স্কুল পর্যায়) ]

ক. লোহা
খ. দস্তা
গ. পটাশিয়াম
ঘ. অ্যালুমিনিয়াম
উত্তরঃ অ্যালুমিনিয়াম

৯৭. গাড়ির ব্যাটারীতে ব্যবহৃত এসিড কোনটি?

[ ১৬ তম শিক্ষক নিবন্ধন (স্কুল পর্যায়) ]

ক. $HNO_3$
খ. $HCl$
গ. $H_2SO_4$
ঘ. $H_3PO_4$
উত্তরঃ $H_2SO_4$

৯৮. ফোকেটিং (Folketing) কোন দেশের আইনসভা?

[ ১৬ তম শিক্ষক নিবন্ধন (স্কুল পর্যায়) ]

ক. বেলজিয়াম
খ. নরওয়ে
গ. ফিনল্যান্ড
ঘ. ডেনমার্ক
উত্তরঃ ডেনমার্ক

৯৯. বাণিজ্যিকভাবে মৌমাছি পালনকে কী বলে?

[ ১৬ তম শিক্ষক নিবন্ধন (স্কুল পর্যায়) ]

ক. এপিকালচার
খ. পিসিকালচার
গ. সেরিকালচার
ঘ. হর্টিকালচার
উত্তরঃ এপিকালচার

১০০. কোনটি স্থানীয় সরকার নয়?

[ ১৬ তম শিক্ষক নিবন্ধন (স্কুল পর্যায়) ]

ক. পৌরসভা
খ. পল্লী বিদ্যুৎ
গ. সিটি কর্পোরেশন
ঘ. উপজেলা পরিষদ
উত্তরঃ পল্লী বিদ্যুৎ