আমাদের স্কুল

সেটিং

বহুনির্বাচনি প্রশ্নের দেখানোর অপশনঃ
শুধুমাত্র উত্তর 2 অপশন
3 অপশন 4 অপশন
বহুনির্বাচনি প্রশ্নের অপশন প্রদর্শনঃ
রো আকারে কলাম আকারে
বহুনির্বাচনি প্রশ্নের উত্তরঃ
লুকান বোল্ড করুন
দেখান দেখান ও বোল্ড করুন
বহুনির্বাচনি প্রশ্নের ব্যাখ্যাঃ
দেখান লুকান নিচে লুকান
থিম নির্বাচন করুনঃ
ফন্ট সাইজঃ
15

১৫ তম শিক্ষক নিবন্ধন (স্কুল সমপর্যায়-২)

পরীক্ষারঃ শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন পরীক্ষা

মোট বহুনির্বাচনি প্রশ্নঃ 101

মোট মার্কঃ 60

পরীক্ষার সময়ঃ 01:00:00

প্রকাশের তারিখঃ 19.04.2019

১. কোন যন্ত্রের সাহায্যে যান্ত্রিক শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করা হয়?

[ বিসিএস ৩৬তম | ১৫তম শিক্ষক নিবন্ধন -১৯ (স্কুল সমপর্যায়-২) ]

ক. ট্রান্সফরমার
খ. ডায়নামো
গ. বৈদ্যুতিক মটর
ঘ. হুইল
উত্তরঃ ডায়নামো
ব্যাখ্যাঃ

যে যন্ত্রের সাহায্যে যান্ত্রিক শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করা হয়, তাকে জেনারেটর (Generator) বা ডায়নামো (Dynamo) বলা হয়।

জেনারেটরের মূলনীতি হলো ফ্যারাডের ইলেক্ট্রোম্যাগনেটিক ইন্ডাকশনের সূত্র। এর মাধ্যমে চৌম্বক ক্ষেত্রে একটি কন্ডাক্টরকে ঘোরানোর ফলে তাতে বিদ্যুৎ উৎপন্ন হয়।

২. ‘মনপুরা-৭০’ কি?

[ বিসিএস ২৬তম | ১৫তম শিক্ষক নিবন্ধন -১৯ (স্কুল সমপর্যায়-২) ]

ক. একটি উপজেলা
খ. একটি নদীবন্দর
গ. একটি উপন্যাস
ঘ. একটি চিত্রশিল্প
উত্তরঃ একটি চিত্রশিল্প
ব্যাখ্যাঃ

১৯৭০ সালের ভয়াবহ জলোচ্ছ্বাসের প্রেক্ষাপট নিয়ে শিল্পাচার্য জয়নুল আবেদিনের আঁকা চিত্রকর্ম হলো ‘মনপুরা-৭০’।

৩. জাতিসংঘ দিবস পালিত হয়–

[ বিসিএস ১১তম | ১৫তম শিক্ষক নিবন্ধন -১৯ (স্কুল সমপর্যায়-২) ]

ক. ২৪ অক্টোবর
খ. ২৪ আগস্ট
গ. ২৪ ডিসেম্বর
ঘ. ২৪ নভেম্বর
উত্তরঃ ২৪ অক্টোবর
ব্যাখ্যাঃ

১৯৪১ থেকে ১৯৪৫ সাল পর্যন্ত সময়কাল জাতিসংঘ প্রতিষ্ঠার লক্ষ্যে নানা পদক্ষেপ গৃহীত হয় এবং ১৫ অক্টোবর, ১৯৪৫ সনদ স্বাক্ষরিত হয়। ২৪ অক্টোবর ১৯৪৫ আনুষ্ঠানিকভাবে জাতিসংঘ যাত্রা শুরু করে এবং প্রতি বছর এ দিনটিকে জাতিসংঘ দিবস হিসেবে পালন করা হয়।

৪. 32 এর 2 ভিত্তিক লগারিদম কত?

[ প্রা.বি.স.শি. 22-04-2022 | ১৫তম শিক্ষক নিবন্ধন -১৯ (স্কুল সমপর্যায়-২) ]

ক. 6
খ. 3
গ. 4
ঘ. 5
উত্তরঃ 5
ব্যাখ্যাঃ আমরা জানি, লগারিদমের সংজ্ঞা অনুসারে: \[ \log_2 32 = x \implies 2^x = 32 \] এখন, \(32\) কে \(2\)-এর ঘাত হিসেবে প্রকাশ করি: \[ 32 = 2^5 \] অতএব, \[ 2^x = 2^5 \] ঘাতের সমতা থেকে পাই: \[ x = 5 \] উত্তর: \[ \boxed{5} \]

৫. 32 এর 2 ভিত্তিক লগারিদম কত?

[ প্রা.বি.স.শি. 27-06-2019 | ১৫তম শিক্ষক নিবন্ধন -১৯ (স্কুল সমপর্যায়-২) ]

ক. 4
খ. 5
গ. 6
ঘ. 3
উত্তরঃ 5
ব্যাখ্যাঃ \( \log_2 32 \) এর মান নির্ণয়ের জন্য আমরা দেখি \( 32 \) কে \( 2 \) এর ঘাত রূপে প্রকাশ করা যায়: \[ 32 = 2^5 \] এখন, লগারিদমের নিয়ম অনুযায়ী: \[ \log_2 32 = \log_2 (2^5) \] \[ = 5 \times \log_2 2 \] \[ = 5 \times 1 \] \[ = 5 \] সুতরাং, \( \log_2 32 = 5 \)

৬. কোনটি নিপাতনে সিদ্ধ সন্ধি নয়?

[ ১৫তম শিক্ষক নিবন্ধন -১৯ (স্কুল সমপর্যায়-২) ]

ক. মস্যাধার
খ. মার্তন্ড
গ. কুলটা
ঘ. অন্যান্য
উত্তরঃ মস্যাধার

৭. 'ঠাকুর' শব্দের লিঙ্গান্তর কোনটি?

[ ১৫তম শিক্ষক নিবন্ধন -১৯ (স্কুল সমপর্যায়-২) ]

ক. ঠাকুরানী
খ. ঠাকুরাইন
গ. ঠাকুরণী
ঘ. ঠাকুরণি
উত্তরঃ ঠাকুরানী

৮. নিচের কোনটির পুরুষবাচক শব্দ আছে?

[ ১৫তম শিক্ষক নিবন্ধন -১৯ (স্কুল সমপর্যায়-২) ]

ক. দাই
খ. এয়ো
গ. সারী
ঘ. সধবা
উত্তরঃ সারী

৯. যে মেয়ের বিয়ে হয়নি- এর বাক্য সংকোচন কোনটি?

[ ১৫তম শিক্ষক নিবন্ধন -১৯ (স্কুল সমপর্যায়-২) ]

ক. মৃতবৎসা
খ. কৃতদার
গ. অনুজা
ঘ. অনূঢ়া
উত্তরঃ অনূঢ়া

১০. 'খাতক' শব্দটির বিপরীত শব্দ কোনটি?

[ ১৫তম শিক্ষক নিবন্ধন -১৯ (স্কুল সমপর্যায়-২) ]

ক. প্রসারণ
খ. মহাজন
গ. উত্তমর্ণ
ঘ. চেতন
উত্তরঃ মহাজন

১১. 'অহি' শব্দের সমার্থক শব্দ কোনটি?

[ ১৫তম শিক্ষক নিবন্ধন -১৯ (স্কুল সমপর্যায়-২) ]

ক. অচল
খ. সাপ
গ. চাঁদ
ঘ. দিন
উত্তরঃ সাপ

১২. কোনটি চাঁদের সমার্থক শব্দ?

[ ১৫তম শিক্ষক নিবন্ধন -১৯ (স্কুল সমপর্যায়-২) ]

ক. হিমাংশু
খ. সবিতা
গ. চিকুর
ঘ. শৈল
উত্তরঃ হিমাংশু

১৩. কোন প্রাদি সমাসের উদাহরণ?

[ ১৫তম শিক্ষক নিবন্ধন -১৯ (স্কুল সমপর্যায়-২) ]

ক. গৃহস্থ
খ. ছা-পোষা
গ. শতাব্দী
ঘ. প্রগতি
উত্তরঃ প্রগতি
ক. সমানাধিকরণ বহুব্রীহি
খ. ব্যতিহার বহুব্রীহি
গ. ব্যাধিকরণ বহুব্রীহি
ঘ. মধ্যপদলোপী বহুব্রীহি
উত্তরঃ ব্যতিহার বহুব্রীহি

১৫. বিভক্তি যুক্ত শব্দকে কী বলে?

[ ১৫তম শিক্ষক নিবন্ধন -১৯ (স্কুল সমপর্যায়-২) ]

ক. পদ
খ. প্রাতিপদিক
গ. অক্ষর
ঘ. বাক্য
উত্তরঃ পদ

১৬. হনন করার ইচ্ছা- এর বাক্য সংকোচন কোনটি?

[ ১৫তম শিক্ষক নিবন্ধন -১৯ (স্কুল সমপর্যায়-২) ]

ক. লিপ্সা
খ. জিঘাংসা
গ. কৃতঘ্ন
ঘ. জিতেন্দ্রিয়
উত্তরঃ জিঘাংসা

১৭. অপ্রাণিবাচক শব্দের উত্তর এ বিভক্তি হবে

[ ১৫তম শিক্ষক নিবন্ধন -১৯ (স্কুল সমপর্যায়-২) ]

ক. কে
খ. রে
গ. তে
ঘ. শূন্য
উত্তরঃ শূন্য

১৮. খিলিপান (এর ভিতরে) দিয়ে ওষুধ খাবে - কোন কারক?

[ ১৫তম শিক্ষক নিবন্ধন -১৯ (স্কুল সমপর্যায়-২) ]

ক. অপাদান কারক
খ. কর্ম কারক
গ. অধিকরণ কারক
ঘ. ( কারক কারক
উত্তরঃ অধিকরণ কারক

১৯. প্রকৃত বাংলা ব্যঞ্জনসন্ধি কোন নিয়মে হয়ে থাকে?

[ ১৫তম শিক্ষক নিবন্ধন -১৯ (স্কুল সমপর্যায়-২) ]

ক. সমীভবন
খ. বিষমীভবর
গ. অপিনিহিত
ঘ. অসমীকরণ
উত্তরঃ সমীভবন

২০. সন্ধি ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়?

[ ১৫তম শিক্ষক নিবন্ধন -১৯ (স্কুল সমপর্যায়-২) ]

ক. ধ্বনিতত্ত্বে
খ. রূপতত্ত্বে
গ. বাক্যতত্ত্বে
ঘ. অর্থতত্ত্বে
উত্তরঃ ধ্বনিতত্ত্বে

২১. In the good book অর্থ কী?

[ ১৫তম শিক্ষক নিবন্ধন -১৯ (স্কুল সমপর্যায়-২) ]

ক. সুন্দর দেখতে
খ. সুনজরে
গ. শুভ কামনা
ঘ. ভালো চাই
উত্তরঃ সুনজরে

২২. Man is the architect of his own life- এর সঠিক অনুবাদ কোনটি?

[ ১৫তম শিক্ষক নিবন্ধন -১৯ (স্কুল সমপর্যায়-২) ]

ক. মানুষ জীবনের স্থপতি
খ. মানুষ জীবনের স্থপতি
গ. মানুষ তার নিজ জীবনের স্থপতি
ঘ. মানুষ জীবনের নির্মাতা
উত্তরঃ মানুষ তার নিজ জীবনের স্থপতি

২৩. নিচের কোন বাক্যটি সঠিক?

[ ১৫তম শিক্ষক নিবন্ধন -১৯ (স্কুল সমপর্যায়-২) ]

ক. খানা দুই কম্বল চেয়েছিলাম
খ. দেশ গোটা ছারখার হয়ে গেছে
গ. গোটা সাতেক আম এনো
ঘ. কমলালেবু গোটা দুই আছে
উত্তরঃ গোটা সাতেক আম এনো

২৪. নিচের কোন বানানটি সঠিক?

[ ১৫তম শিক্ষক নিবন্ধন -১৯ (স্কুল সমপর্যায়-২) ]

ক. ভাগিরথি
খ. ভাগিরথী
গ. ভাগীরথি
ঘ. ভাগীরথী
উত্তরঃ ভাগীরথী

২৫. 'হাড়-হাভাতে' - বাগধারাটির অর্থ কী?

[ ১৫তম শিক্ষক নিবন্ধন -১৯ (স্কুল সমপর্যায়-২) ]

ক. হতভাগ্য
খ. নিরেট মূর্খ
গ. টনক নড়া
ঘ. অহংকার
উত্তরঃ হতভাগ্য

২৬. 'তামার বিষ' বাগধারাটির অর্থ কোনটি?

[ ১৫তম শিক্ষক নিবন্ধন -১৯ (স্কুল সমপর্যায়-২) ]

ক. চক্ষুশূল
খ. নিতান্ত অলস
গ. অর্থের কুপ্রভাব
ঘ. ক্ষণস্থায়ী
উত্তরঃ অর্থের কুপ্রভাব

২৭. বিরামচিহ্ন কেন ব্যবহৃত হয়?

[ ১৫তম শিক্ষক নিবন্ধন -১৯ (স্কুল সমপর্যায়-২) ]

ক. বাক্য সংকোচনের জন্য
খ. বাক্যের অর্থ স্পষ্টকরণের জন্য
গ. বাক্যের সৌন্দর্যের জন্য
ঘ. বাক্যকে অলংকৃত করার জন্য
উত্তরঃ বাক্যের অর্থ স্পষ্টকরণের জন্য

২৮. কমা অপেক্ষা বেশি বিরতির প্রয়োজন হলে কোন বিরাম চিহ্ন বসে?

[ ১৫তম শিক্ষক নিবন্ধন -১৯ (স্কুল সমপর্যায়-২) ]

ক. দাঁড়ি
খ. সেমিকোলন
গ. কোলন
ঘ. হাইফেন
উত্তরঃ সেমিকোলন

২৯. কোনটি সাধুভাষার ক্ষেত্রে প্রযোজ্য?

[ ১৫তম শিক্ষক নিবন্ধন -১৯ (স্কুল সমপর্যায়-২) ]

ক. সহজবোধ্য
খ. নাট্য সংলাপে ব্যবহার
গ. তদ্ভব শব্দবহুল
ঘ. তৎসম শব্দবহুল
উত্তরঃ তৎসম শব্দবহুল

৩০. ভাষার মূল উপাদান কোনটি?

[ ১৫তম শিক্ষক নিবন্ধন -১৯ (স্কুল সমপর্যায়-২) ]

ক. বাক্য
খ. অর্থ
গ. ধ্বনি
ঘ. শব্দ
উত্তরঃ ধ্বনি

৩১. Unless you work hard, you will not succeed. (Compound)

[ ১৫তম শিক্ষক নিবন্ধন -১৯ (স্কুল সমপর্যায়-২) ]

ক. Without working hard and you will not succeed
খ. Work hard and you will not succeed
গ. Work hard or you will not succeed
ঘ. You work hard and will succeed
উত্তরঃ Work hard or you will not succeed

৩২. আমি তাকে উপহাস করিনি

[ ১৫তম শিক্ষক নিবন্ধন -১৯ (স্কুল সমপর্যায়-২) ]

ক. I did not laugh at him
খ. I did not laugh with him
গ. did not laugh in him
ঘ. I did not laugh upon him
উত্তরঃ I did not laugh at him

৩৩. The girls water the plants. Here 'water' is

[ ১৫তম শিক্ষক নিবন্ধন -১৯ (স্কুল সমপর্যায়-২) ]

ক. noun
খ. verb
গ. adjective
ঘ. Dadverb
উত্তরঃ verb

৩৪. 'Pros and cons' means-

[ ১৫তম শিক্ষক নিবন্ধন -১৯ (স্কুল সমপর্যায়-২) ]

ক. details
খ. liberate
গ. avoid
ঘ. angry
উত্তরঃ details

৩৫. Noun form of 'guilty' is-

[ ১৫তম শিক্ষক নিবন্ধন -১৯ (স্কুল সমপর্যায়-২) ]

ক. guiltness
খ. guilt
গ. gulting
ঘ. guiltys
উত্তরঃ guilt

৩৬. What an excellent idea (Assertive)

[ ১৫তম শিক্ষক নিবন্ধন -১৯ (স্কুল সমপর্যায়-২) ]

ক. It is a very excellent idea
খ. It is an excellent idea
গ. It is more excellent idea
ঘ. It is a very good idea
উত্তরঃ It is a very excellent idea

৩৭. May Bangladesh prosper-

[ ১৫তম শিক্ষক নিবন্ধন -১৯ (স্কুল সমপর্যায়-২) ]

ক. day to day
খ. day by day
গ. day with day
ঘ. day on day
উত্তরঃ day by day

৩৮. All his hopes were-

[ ১৫তম শিক্ষক নিবন্ধন -১৯ (স্কুল সমপর্যায়-২) ]

ক. null and void
খ. nipped in the bud
গ. out of date
ঘ. now and then
উত্তরঃ nipped in the bud

৩৯. What is the synonym of 'remarkable'?

[ ১৫তম শিক্ষক নিবন্ধন -১৯ (স্কুল সমপর্যায়-২) ]

ক. Noteworthy
খ. Remark
গ. Praiseworthy
ঘ. Memorable
উত্তরঃ Noteworthy

৪০. Academic is similar to-

[ ১৫তম শিক্ষক নিবন্ধন -১৯ (স্কুল সমপর্যায়-২) ]

ক. scholar
খ. scholared
গ. scholastic
ঘ. scholastics
উত্তরঃ scholastic

৪১. Do or die. (Make it simple)

[ ১৫তম শিক্ষক নিবন্ধন -১৯ (স্কুল সমপর্যায়-২) ]

ক. By doing you will die
খ. Without doing you won't die
গ. Without doing you will die
ঘ. By doing you won't die
উত্তরঃ Without doing you will die

৪২. He was one of the worst men in the world. (Make Positive)

[ ১৫তম শিক্ষক নিবন্ধন -১৯ (স্কুল সমপর্যায়-২) ]

ক. Very few men in the world were so bad as he
খ. Very few men in the world was so bad so he
গ. Very few men in the world was so bad as he
ঘ. Very few man in the world were as bad as he
উত্তরঃ Very few men in the world were so bad as he

৪৩. The unfed should be fed. (Active)

[ ১৫তম শিক্ষক নিবন্ধন -১৯ (স্কুল সমপর্যায়-২) ]

ক. Feed the unfed
খ. We should feed the unfed
গ. Please feed the unfed
ঘ. They should be be feeding the unfed
উত্তরঃ We should feed the unfed

৪৪. It is more than honesty. (Make it 'Positive).

[ ১৫তম শিক্ষক নিবন্ধন -১৯ (স্কুল সমপর্যায়-২) ]

ক. Honesty is not as much as it
খ. Honesty are not as much as it
গ. Honesty is as much as it
ঘ. Honesty is less much as it
উত্তরঃ Honesty is not as much as it

৪৫. We should live ___ harmony ___ others.

[ ১৫তম শিক্ষক নিবন্ধন -১৯ (স্কুল সমপর্যায়-২) ]

ক. in, with
খ. with, to
গ. in, include
ঘ. to, with
উত্তরঃ in, with

৪৬. He made me ___ the car.

[ ১৫তম শিক্ষক নিবন্ধন -১৯ (স্কুল সমপর্যায়-২) ]

ক. to drive
খ. driven
গ. drove
ঘ. drive
উত্তরঃ drive

৪৭. The old man was very weak, His health broke ____ under the pressure of work.

[ ১৫তম শিক্ষক নিবন্ধন -১৯ (স্কুল সমপর্যায়-২) ]

ক. down
খ. upon
গ. away
ঘ. through
উত্তরঃ down

৪৮. It is high time we (give up) smoking.

[ ১৫তম শিক্ষক নিবন্ধন -১৯ (স্কুল সমপর্যায়-২) ]

ক. give up
খ. gave up
গ. given up
ঘ. should give up
উত্তরঃ given up

৪৯. Walk fast lest the train (miss).

[ ১৫তম শিক্ষক নিবন্ধন -১৯ (স্কুল সমপর্যায়-২) ]

ক. would miss
খ. would be missed
গ. will me missed
ঘ. will miss
উত্তরঃ would be missed

৫০. Mr Rohan is very friendly. Here friendly' is-

[ ১৫তম শিক্ষক নিবন্ধন -১৯ (স্কুল সমপর্যায়-২) ]

ক. adverb
খ. noun
গ. adjective
ঘ. pronoun
উত্তরঃ adjective

৫১. The noun form of; include' is-

[ ১৫তম শিক্ষক নিবন্ধন -১৯ (স্কুল সমপর্যায়-২) ]

ক. inclusion
খ. includable
গ. inclusive
ঘ. includeness
উত্তরঃ inclusion

৫২. কৃপণ ব্যক্তিরা অর্থ সঞ্চয়ে সময় ব্যয় করে।

[ ১৫তম শিক্ষক নিবন্ধন -১৯ (স্কুল সমপর্যায়-২) ]

ক. The miser spends time to collect money
খ. The miser spend time in hoarding money
গ. The misers spends time collecting money
ঘ. The misers spend his time in hoarding money
উত্তরঃ The misers spends time collecting money

৫৩. 'বাতিটি নিভাও' - translate it.

[ ১৫তম শিক্ষক নিবন্ধন -১৯ (স্কুল সমপর্যায়-২) ]

ক. Put on the lamp
খ. Put out the lamp
গ. Put off the lamp
ঘ. Put up the lamp
উত্তরঃ Put out the lamp

৫৪. We shall start the programme provided-

[ ১৫তম শিক্ষক নিবন্ধন -১৯ (স্কুল সমপর্যায়-২) ]

ক. circumstances favour us
খ. circumstances favoured us
গ. circumstance favoured us
ঘ. circumstances are favouring us
উত্তরঃ circumstances favour us

৫৫. Rina proceeded as though she (know) everything.

[ ১৫তম শিক্ষক নিবন্ধন -১৯ (স্কুল সমপর্যায়-২) ]

ক. knows
খ. had known
গ. knew
ঘ. known
উত্তরঃ had known

৫৬. বাংলাদেশের জাতীয় খেলা-

[ ১৫তম শিক্ষক নিবন্ধন -১৯ (স্কুল সমপর্যায়-২) ]

ক. ফুটবল
খ. ক্রিকেট
গ. কাবাডি
ঘ. ব্যাডমিন্টন
উত্তরঃ কাবাডি

৫৭. ম্যাকমোহন লাইন কোন কোন দেশের সীমানা নির্ধারণ করে?

[ ১৫তম শিক্ষক নিবন্ধন -১৯ (স্কুল সমপর্যায়-২) ]

ক. ভারত ও পাকিস্তান
খ. চীন ও ভারত
গ. পাকিস্তান ও আফগানিস্তান
ঘ. চীন ও রাশিয়া
উত্তরঃ চীন ও ভারত

৫৮. 'কার্টাগোনা প্রটোকল' হচ্ছে-

[ ১৫তম শিক্ষক নিবন্ধন -১৯ (স্কুল সমপর্যায়-২) ]

ক. জাতিসংঘের জৈবনিরাপত্তা বিষয়ক চুক্তি
খ. ইরান পুনর্গঠন চুক্তি
গ. যুক্তরাষ্ট্র-মেক্সিকো বৈধ চুক্তি
ঘ. শিশু অধিকার চুক্তি
উত্তরঃ জাতিসংঘের জৈবনিরাপত্তা বিষয়ক চুক্তি
ক. ফ্রিডম পদক
খ. ম্যাগসেসে পদক
গ. জওহরলাল নেহেরু পদক
ঘ. জুলিও কুরি পদক
উত্তরঃ জুলিও কুরি পদক

৬০. বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক-

[ ১৫তম শিক্ষক নিবন্ধন -১৯ (স্কুল সমপর্যায়-২) ]

ক. সেনাবাহিনী প্রধান
খ. প্রতিরক্ষামন্ত্রী
গ. প্রধানমন্ত্রী
ঘ. রাষ্ট্রপতি
উত্তরঃ রাষ্ট্রপতি

৬১. ২৬ তম কমনওয়েলথ শীর্ষ সম্মেলন (CHOGM) কবে অনুষ্ঠিত হবে?

[ ১৫তম শিক্ষক নিবন্ধন -১৯ (স্কুল সমপর্যায়-২) ]

ক. ২০১৯
খ. ২০২০ সালে
গ. ২০২১ সালে
ঘ. ২০২২ সালে
উত্তরঃ ২০২২ সালে

৬২. WIMAX-এর পূর্ণ কী?

[ ১৫তম শিক্ষক নিবন্ধন -১৯ (স্কুল সমপর্যায়-২) ]

ক. Worldwide Interoperability for Microwave Access
খ. Worldwide interconnection for Microwave Access
গ. Worldwide Internet for Microwave Access
ঘ. কোনোটিই নয়
উত্তরঃ Worldwide Interoperability for Microwave Access

৬৩. প্রাচীন 'চন্দ্রদ্বীপ'- এর বর্তমান নাম কি?

[ ১৫তম শিক্ষক নিবন্ধন -১৯ (স্কুল সমপর্যায়-২) ]

ক. মালদ্বীপ
খ. হাতিয়া
গ. বরিশাল
ঘ. সন্দ্বীপ
উত্তরঃ বরিশাল

৬৪. সংবিধানের ২৮(২) অনুচ্ছেদের বিষয়বস্তু কী?

[ ১৫তম শিক্ষক নিবন্ধন -১৯ (স্কুল সমপর্যায়-২) ]

ক. সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান
খ. সকল নাগরিকের চাকুরী লাভের সুযোগ
গ. সর্বস্তরে নারী-পুরুষের সমান অধিকার
ঘ. জীবন ও ব্যক্তি - স্বাধীনতার অধিকার
উত্তরঃ সর্বস্তরে নারী-পুরুষের সমান অধিকার

৬৫. বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ উৎক্ষেপণ করা হয় কবে?

[ ১৫তম শিক্ষক নিবন্ধন -১৯ (স্কুল সমপর্যায়-২) ]

ক. ৮ মে ২০২৮
খ. ১০ মে ২০১৮
গ. ১১ মে ২০১৮
ঘ. ১২ মে ২০১৮
উত্তরঃ ১১ মে ২০১৮

৬৬. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মনোগ্রাম -এ কয়টি তারকা চিহ্ন রয়েছে?

[ ১৫তম শিক্ষক নিবন্ধন -১৯ (স্কুল সমপর্যায়-২) ]

ক. ৪টি
খ. ৫টি
গ. ৬টি
ঘ. ২টি
উত্তরঃ ৪টি

৬৭. ২০১৯ সালে অনুষ্ঠেয় বিশ্বকাপ ক্রিকেট কোন দেশে অনুষ্ঠিত হবে?

[ ১৫তম শিক্ষক নিবন্ধন -১৯ (স্কুল সমপর্যায়-২) ]

ক. ভারত
খ. অস্ট্রেলিয়া
গ. ইংল্যান্ড
ঘ. পাকিস্তান
উত্তরঃ ইংল্যান্ড

৬৮. বাংলাদেশে কোনটি প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র?

[ ১৫তম শিক্ষক নিবন্ধন -১৯ (স্কুল সমপর্যায়-২) ]

ক. কর্ণফুলী
খ. তিতাস
গ. গোমতি
ঘ. হালদা
উত্তরঃ হালদা

৬৯. বিখ্যাত যুদ্ধক্ষেত্র ওয়াটারলু কোন দেশে অবস্থিত?

[ ১৫তম শিক্ষক নিবন্ধন -১৯ (স্কুল সমপর্যায়-২) ]

ক. আফগানিস্তান
খ. বেলজিয়াম
গ. মরক্কো
ঘ. তুরস্ক
উত্তরঃ বেলজিয়াম

৭০. রোহিঙ্গা মুসলিম নিধনে নেতৃত্ব প্রদানকারী অন্যতম জেনারেল কে?

[ ১৫তম শিক্ষক নিবন্ধন -১৯ (স্কুল সমপর্যায়-২) ]

ক. মুং মই
খ. উত্থান
গ. সুচি
ঘ. মাউং মাউং
উত্তরঃ মাউং মাউং

৭১. আন্তর্জাতিক অর্থ তহবিলের সদর দপ্তর কোথায়?

[ ১৫তম শিক্ষক নিবন্ধন -১৯ (স্কুল সমপর্যায়-২) ]

ক. নিউইয়র্ক
খ. টোকিও
গ. রোম
ঘ. ওয়াশিংটন
উত্তরঃ ওয়াশিংটন

৭২. ২০১৮ সালে ১৮৯ টি দেশের মধ্যে বাংলাদেশের মানব উন্নয়ন সূচক কত?

[ ১৫তম শিক্ষক নিবন্ধন -১৯ (স্কুল সমপর্যায়-২) ]

ক. ১২৬
খ. ১৩৬
গ. ১৩৯
ঘ. ১৪৫
উত্তরঃ ১৩৬

৭৩. বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে প্রথম জাতিসংঘে যোগদান করে কত সালে?

[ ১৫তম শিক্ষক নিবন্ধন -১৯ (স্কুল সমপর্যায়-২) ]

ক. ১৯৭২
খ. ১৯৭৩
গ. ১৯৭৪
ঘ. ১৯৭৫
উত্তরঃ ১৯৭৪

৭৪. স্বাধীন বাংলাদেশের নির্বাচিত প্রথম প্রধানমন্ত্রী ছিলেন কে?

[ ১৫তম শিক্ষক নিবন্ধন -১৯ (স্কুল সমপর্যায়-২) ]

ক. শেখ মুজিবুর রহমান
খ. তাজউদ্দীন আহমদ
গ. সৈয়দ নজরুল ইসলাম
ঘ. আতাইর রহমান
উত্তরঃ তাজউদ্দীন আহমদ

৭৫. ২০১৮ সালে বাংলাদেশেল মানুষের গড় আয়ু কত?

[ ১৫তম শিক্ষক নিবন্ধন -১৯ (স্কুল সমপর্যায়-২) ]

ক. ৬৮ বছর
খ. ৭২ বছর
গ. ৭৮ বছর
ঘ. ৮২ বছর
উত্তরঃ ৭২ বছর

৭৬. শীতকালে বাংলাদেশের কোনটি সবচেয়ে শীতলতম জেলা?

[ ১৫তম শিক্ষক নিবন্ধন -১৯ (স্কুল সমপর্যায়-২) ]

ক. দিনাজপুর
খ. বগুড়া
গ. শেরপুর
ঘ. গাজীপুর
উত্তরঃ দিনাজপুর

৭৭. বাংলাদেশের সরকারি আয়ের প্রধান উৎস কোনটি?

[ ১৫তম শিক্ষক নিবন্ধন -১৯ (স্কুল সমপর্যায়-২) ]

ক. আয়কর
খ. মূসক (মূল্য সংযোজন কর)
গ. আমদানি শুল্ক
ঘ. বিক্রয় কর
উত্তরঃ মূসক (মূল্য সংযোজন কর)
ক. 11 বর্গ সে.মি
খ. 15 বর্গ সে.মি
গ. 30 বর্গ সে.মি
ঘ. 25 বর্গ সে.মি
উত্তরঃ 15 বর্গ সে.মি

৭৯. অর্ধবৃত্তস্থ কোণ সমান কত?

[ ১৫তম শিক্ষক নিবন্ধন -১৯ (স্কুল সমপর্যায়-২) ]

ক. ৩০ ডিগ্রি
খ. ৪৫ ডিগ্রি
গ. ৬০ ডিগ্রি
ঘ. ৯০ ডিগ্রি
উত্তরঃ ৯০ ডিগ্রি
ক. ১০৪, ২০৪
খ. ১০৪, ১৪৪
গ. ১০৪, ২৪৪
ঘ. ১৪৪, ২০৪
উত্তরঃ ১৪৪, ২০৪

৮১. $x+\frac{1}{x}=3$ হলে $x^{3}+\frac{1}{x^{3}}$ এর মান কোনটি?

[ ১৫তম শিক্ষক নিবন্ধন -১৯ (স্কুল সমপর্যায়-২) ]

ক. $-3\sqrt{3}$
খ. $6\sqrt{3}$
গ. $9\sqrt{3}$
ঘ. 18
উত্তরঃ 18

৮২. $4x^{2}+9y^{2}$ এর সাথে কত যোগ করলে যোগফল পূর্ণবর্গ রাশি।

[ ১৫তম শিক্ষক নিবন্ধন -১৯ (স্কুল সমপর্যায়-২) ]

ক. 2xy
খ. 6xy
গ. 12xy
ঘ. 24xy
উত্তরঃ 12xy

৮৩. ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কোনটি?

[ ১৫তম শিক্ষক নিবন্ধন -১৯ (স্কুল সমপর্যায়-২) ]

ক. $\frac{1}{2}(a+b)h$
খ. $\frac{\sqrt{3}}{4}a^{2}$
গ. $6a^{2}$
ঘ. $\pi r^{2}h$
উত্তরঃ $\frac{1}{2}(a+b)h$

৮৪. ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি কত?

[ ১৫তম শিক্ষক নিবন্ধন -১৯ (স্কুল সমপর্যায়-২) ]

ক. $90^{\circ}$
খ. $180^{\circ}$
গ. $270^{\circ}$
ঘ. $360^{\circ}$
উত্তরঃ $180^{\circ}$
ক. ২৫০ টাকা
খ. ৩০০ টাকা
গ. ৩৫০ টাকা
ঘ. ৪০০ টাকা
উত্তরঃ ৩০০ টাকা

৮৬. ৭, ১২, ১৭, ৩, ১১, ৬, ১, ৩ সংখ্যাগুলোর গড় কত?

[ ১৫তম শিক্ষক নিবন্ধন -১৯ (স্কুল সমপর্যায়-২) ]

ক. ৬
খ. ৭.৫
গ. ৮
ঘ. ৯
উত্তরঃ ৭.৫
ক. ৫ দিনে
খ. ৪ দিনে
গ. ৬ দিনে
ঘ. ৩ দিনে
উত্তরঃ ৪ দিনে

৮৮. $27^{x+1}=81$ হলে x এর মান নিচের কোনটি?

[ ১৫তম শিক্ষক নিবন্ধন -১৯ (স্কুল সমপর্যায়-২) ]

ক. $\frac{1}{3}$
খ. $\frac{7}{3}$
গ. 2
ঘ. 3
উত্তরঃ $\frac{1}{3}$

৮৯. $x^{2}-y^{2}+2y-1$ একটি উৎপাদক নিচের কোনটি?

[ ১৫তম শিক্ষক নিবন্ধন -১৯ (স্কুল সমপর্যায়-২) ]

ক. x+y+1
খ. x+y -1
গ. x-y-1
ঘ. x-y
উত্তরঃ x-y-1

৯০. $x^{2}+2x, x^{3}+8, x^{2}-4$ রাশি তিনটির গ.সা.গু নিচের কোনটি?

[ ১৫তম শিক্ষক নিবন্ধন -১৯ (স্কুল সমপর্যায়-২) ]

ক. x+2
খ. x-2
গ. $x(x+2)(x-2)$
ঘ. $x^{2}+4x+4$
উত্তরঃ x+2

৯১. রম্বসের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কোনটি?

[ ১৫তম শিক্ষক নিবন্ধন -১৯ (স্কুল সমপর্যায়-২) ]

ক. $\frac{১}{২}$ ভূমি × উচ্চতা
খ. $\frac{১}{২} ×$ কর্ণদ্বয়ের গুণফল
গ. কর্ণদ্বয়ের গুণফল
ঘ. দৈর্ঘ্য × প্রস্থ
উত্তরঃ $\frac{১}{২} ×$ কর্ণদ্বয়ের গুণফল

৯২. ৫৫ ডিগ্রি কোণের পূরক কোণ কত?

[ ১৫তম শিক্ষক নিবন্ধন -১৯ (স্কুল সমপর্যায়-২) ]

ক. ৩৫ ডিগ্রি
খ. ৪৫ ডিগ্রি
গ. ১২৫ ডিগ্রি
ঘ. ১৮০ ডিগ্রি
উত্তরঃ ৩৫ ডিগ্রি

৯৩. কোনো বৃত্তের ব্যাস 10 cm হলে ক্ষেত্রফল কত?

[ ১৫তম শিক্ষক নিবন্ধন -১৯ (স্কুল সমপর্যায়-২) ]

ক. 5π
খ. 10π
গ. 25π
ঘ. 100π
উত্তরঃ 25π
ক. ৪৫ ডিগ্রি
খ. ৭৫ ডিগ্রি
গ. ৯০ ডিগ্রি
ঘ. ১৮০ ডিগ্রি
উত্তরঃ ৪৫ ডিগ্রি
ক. ১৯.৫ টাকা
খ. ২৮.৫ টাকা
গ. ৫১.৫ টাকা
ঘ. ৫৭.০০ টাকা
উত্তরঃ ২৮.৫ টাকা

৯৬. চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে নিচের কোন সূত্রটি সঠিক?

[ ১৫তম শিক্ষক নিবন্ধন -১৯ (স্কুল সমপর্যায়-২) ]

ক. C=P(1+n)ʳ
খ. $C=P(1+r^{n})$
গ. $P=C(1+r)^{n}$
ঘ. $C=P(1+r)^{n}$
উত্তরঃ $C=P(1+r)^{n}$
ক. ১০০ টাকা
খ. ১২৫ টাকা
গ. ৫২৫ টাকা
ঘ. ৬২৫ টাকা
উত্তরঃ ১২৫ টাকা

৯৮. $x+\frac{1}{x}=\sqrt{3}$ হলে $x^{2}+\frac{1}{x^{2}}$ এর মান কত?

[ ১৫তম শিক্ষক নিবন্ধন -১৯ (স্কুল সমপর্যায়-২) ]

ক. $\sqrt{3}-2$
খ. 1
গ. 7
ঘ. -
উত্তরঃ 1

৯৯. $(5x)^{0}$ এর মান নিচের কোনটি?

[ ১৫তম শিক্ষক নিবন্ধন -১৯ (স্কুল সমপর্যায়-২) ]

ক. 5x
খ. 0
গ. 5
ঘ. 1
উত্তরঃ 1
ক. 41°
খ. 82°
গ. 164°
ঘ. 20.5°
উত্তরঃ 82°

১০১. নিচের চিত্রে $∠ B = 75$ এবং $∠ ACE = 150°$ হলে $∠ A$ কোণের মান কত?

[ ১৫তম শিক্ষক নিবন্ধন -১৯ (স্কুল সমপর্যায়-২) ]

ক. 30°
খ. 45°
গ. 75°
ঘ. 105°
উত্তরঃ 75°