আমাদের স্কুল

সেটিং

বহুনির্বাচনি প্রশ্নের দেখানোর অপশনঃ
শুধুমাত্র উত্তর 2 অপশন
3 অপশন 4 অপশন
বহুনির্বাচনি প্রশ্নের অপশন প্রদর্শনঃ
রো আকারে কলাম আকারে
বহুনির্বাচনি প্রশ্নের উত্তরঃ
লুকান বোল্ড করুন
দেখান দেখান ও বোল্ড করুন
বহুনির্বাচনি প্রশ্নের ব্যাখ্যাঃ
দেখান লুকান নিচে লুকান
থিম নির্বাচন করুনঃ
ফন্ট সাইজঃ
15

১৫ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা ২০১৯ (স্কুল পর্যায়)

পরীক্ষারঃ শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন পরীক্ষা

মোট বহুনির্বাচনি প্রশ্নঃ 100

মোট মার্কঃ 60

পরীক্ষার সময়ঃ 01:00:00

প্রকাশের তারিখঃ 19.04.2019

১. A speech full of too many words is-

[ বিসিএস ৪৩তম | ১৫তম শিক্ষক নিবন্ধন -১৯ (স্কুল পর্যায়) ]

ক. a big speech
খ. maiden speech
গ. a verbose speech
ঘ. an unimportant speech
উত্তরঃ a verbose speech
ব্যাখ্যাঃ

সঠিক উত্তর হল গঃ a verbose speech

"Verbose" শব্দের অর্থ হল "অতিরিক্ত শব্দবহুল" বা "বাগাড়ম্বরপূর্ণ"। সুতরাং, "a verbose speech" মানে হল একটি বক্তৃতা যা অতিরিক্ত শব্দে পূর্ণ।

অন্যান্য বিকল্পগুলো সঠিক নয়:

  • কঃ a big speech: একটি দীর্ঘ বক্তৃতা বোঝাতে পারে, তবে অত্যাবশ্যকীয়ভাবে অতিরিক্ত শব্দবহুল নয়।
  • খঃ maiden speech: কোনো ব্যক্তি কর্তৃক প্রথমবারের মতো দেওয়া বক্তৃতা বোঝায়।
  • ঘঃ an unimportant speech: একটি গুরুত্বহীন বক্তৃতা বোঝায়।

২. While living in poverty, the poet had to ____ a great deal of sufferings.

[ বিসিএস ৩১তম | ১৫তম শিক্ষক নিবন্ধন -১৯ (স্কুল পর্যায়) ]

ক. see through
খ. put up with
গ. pass by
ঘ. fall back
উত্তরঃ put up with
ব্যাখ্যাঃ

See-through- চালাকি ধরে ফেলা; put up with সহ্য করা; pass by- উপেক্ষা করা; Fall back- পশ্চাদপসরণ করা; পিছু হটা। দারিদ্র্যের মধ্যে বসবাস করলে অনেক ভোগান্তি (sufferings) সহ্য করতে (put up with) হয়।

৩. I opened the door as soon as I ___ the bell.

[ বিসিএস ২৪তম | ১৫তম শিক্ষক নিবন্ধন -১৯ (স্কুল পর্যায়) ]

ক. have heard
খ. was hearing
গ. am heard
ঘ. heard
উত্তরঃ heard
ব্যাখ্যাঃ

অতীতে কোনো ঘটনা সমসাময়িক সময়ে ঘটলে উভয়ই একই tense-এ হয়। সুতরাং as soon as এর পূর্বে past indefinite থাকায় এর পরেও past indefinite (heard) হবে।

৪. He parted ____ his friends in tears.

[ বিসিএস ২৪তম | ১৫তম শিক্ষক নিবন্ধন -১৯ (স্কুল পর্যায়) ]

ক. with
খ. from
গ. against
ঘ. beside
উত্তরঃ from
ব্যাখ্যাঃ

part with- ভিন্ন পথে গমন, কোনো কিছু ত্যাগ করা। part from- বিচ্ছিন্ন হওয়া, ছেড়ে যাওয়া। part against- এ ধরনের ব্যবহার দেখা যায় না। part beside- এ ধরনের ব্যবহার দেখা যায় না।

৫. নিচের কোন শব্দটি প্রাতিপদিক?

[ ১৫তম শিক্ষক নিবন্ধন -১৯ (স্কুল পর্যায়) ]

ক. লাঙল
খ. লেখা
গ. দম্পতি
ঘ. সাধিত
উত্তরঃ লাঙল

৬. কোনটির আগে স্ত্রীবাচক শব্দযোগে লিঙ্গান্তর করতে হয়?

[ ১৫তম শিক্ষক নিবন্ধন -১৯ (স্কুল পর্যায়) ]

ক. নেতা
খ. দাতা
গ. কবি
ঘ. বাদশা
উত্তরঃ কবি

৭. ‘আমন্ত্রণ’ শব্দের সমার্থক শব্দ নিম্নের কোনটি নয়?

[ ১৫তম শিক্ষক নিবন্ধন -১৯ (স্কুল পর্যায়) ]

ক. আহ্বান
খ. প্রত্যাবন
গ. নিমন্ত্রণ
ঘ. আবাহন
উত্তরঃ প্রত্যাবন

৮. ‘মন না মতি’ বাগধারার অর্থ কী?

[ ১৫তম শিক্ষক নিবন্ধন -১৯ (স্কুল পর্যায়) ]

ক. চালবাজি
খ. অরাজক পরিস্থিতি
গ. অস্থির মানব মন
ঘ. অমূল্য সম্পদ
উত্তরঃ অস্থির মানব মন

৯. ‘বীর সন্তান প্রসব করে যে নারী" এক কথায় তাকে কী বলে?

[ ১৫তম শিক্ষক নিবন্ধন -১৯ (স্কুল পর্যায়) ]

ক. বীরপুত্র
খ. স্বর্ণমাতা
গ. রত্নগর্ভা
ঘ. বীরপ্রসূ
উত্তরঃ বীরপ্রসূ

১০. ‘অম্বু’ শব্দের সমার্থক শব্দ কোনটি?

[ ১৫তম শিক্ষক নিবন্ধন -১৯ (স্কুল পর্যায়) ]

ক. জলধি
খ. পানি
গ. গগন
ঘ. অবনী
উত্তরঃ পানি

১১. ‘দীপ্যমান’ শব্দের সঠিক প্রকৃতি ও প্রত্যয় কোনটি?

[ ১৫তম শিক্ষক নিবন্ধন -১৯ (স্কুল পর্যায়) ]

ক. √দীপ্য+মান
খ. √দিপ্য + মানচ
গ. √দীপ + শানচ
ঘ. √দীপ্+শানচ্
উত্তরঃ √দীপ্+শানচ্

১২. নিচের কোনটি ঘোষ অল্পপ্রাণ বর্ণ?

[ ১৫তম শিক্ষক নিবন্ধন -১৯ (স্কুল পর্যায়) ]

ক. ট
খ. থ
গ. ড
ঘ. ধ
উত্তরঃ ড

১৩. শুদ্ধ বানান কোনটি?

[ ১৫তম শিক্ষক নিবন্ধন -১৯ (স্কুল পর্যায়) ]

ক. ষ্টেশন
খ. রুগ্ন
গ. বিপ্রকর্ষ
ঘ. সাধারন
উত্তরঃ রুগ্ন

১৪. ‘মহকুমা’ শব্দটি কোন ভাষা থেকে এসেছে?

[ ১৫তম শিক্ষক নিবন্ধন -১৯ (স্কুল পর্যায়) ]

ক. তুর্কি
খ. আরবি
গ. ফারসি
ঘ. ফরাসি
উত্তরঃ আরবি
ক. কর্তৃকারকে ৭মী
খ. কর্মকারকে শূন্য
গ. কর্তৃকারকে শূন্য
ঘ. করণ কারকে শূন্য
উত্তরঃ কর্মকারকে শূন্য

১৬. কোনটি ‘নিপাতনে সিদ্ধ’ প্রত্যয়যুক্ত শব্দ?

[ ১৫তম শিক্ষক নিবন্ধন -১৯ (স্কুল পর্যায়) ]

ক. শৈব
খ. সৌর
গ. দৈব
ঘ. চৈত্র
উত্তরঃ সৌর

১৭. অর্থ অনুসারে ‘হরিণ’ কোন ধরণের শব্দ?

[ ১৫তম শিক্ষক নিবন্ধন -১৯ (স্কুল পর্যায়) ]

ক. যৌগিক
খ. মৌলিক
গ. যোগরূঢ়
ঘ. রুঢ়ি
উত্তরঃ রুঢ়ি
ক. ৩০,৮,১২
খ. ৩২,৭,৯
গ. ৩২,৮,১০
ঘ. ৩২,৭,১১
উত্তরঃ ৩২,৮,১০

১৯. নিচের কোন শব্দটি সাধু ভাষায় ব্যবহারের উপযোগী?

[ ১৫তম শিক্ষক নিবন্ধন -১৯ (স্কুল পর্যায়) ]

ক. শুকনো
খ. সাথে
গ. জুতা
ঘ. বুনো
উত্তরঃ জুতা

২০. উদ্ধরণ চিহ্নের পূর্বে (খণ্ডবাক্যের শেষে) বসাতে হবে -

[ ১৫তম শিক্ষক নিবন্ধন -১৯ (স্কুল পর্যায়) ]

ক. কমা
খ. কোলন
গ. কোলন ড্যাস
ঘ. হাইফেন
উত্তরঃ কমা

২১. ‘খাতক’এর বিপরীত শব্দ -

[ ১৫তম শিক্ষক নিবন্ধন -১৯ (স্কুল পর্যায়) ]

ক. অনিষ্ট
খ. লায়েক
গ. লোকসান
ঘ. মহাজন
উত্তরঃ মহাজন

২২. Phoneme শব্দের অর্থ -

[ ১৫তম শিক্ষক নিবন্ধন -১৯ (স্কুল পর্যায়) ]

ক. শব্দমূল
খ. নাম প্রকৃতি
গ. রূপ
ঘ. ধ্বনিমূল
উত্তরঃ ধ্বনিমূল

২৩. ‘অরুণরাঙা’ কোন সমাস নিষ্পন্ন সমস্ত পদ?

[ ১৫তম শিক্ষক নিবন্ধন -১৯ (স্কুল পর্যায়) ]

ক. উপমিত কর্মধারয়
খ. রুপক কর্মধারয়
গ. অলুক তৎপুরুষ
ঘ. উপমান কর্মধারয় সমাস
উত্তরঃ উপমান কর্মধারয় সমাস

২৪. ‘হ্ম’ এর সঠিক বিশ্লেষণ কোনটি?

[ ১৫তম শিক্ষক নিবন্ধন -১৯ (স্কুল পর্যায়) ]

ক. ক+ষ
খ. হ+ম
গ. হ+ন
ঘ. ষ+ণ
উত্তরঃ হ+ম

২৫. Apenthesis - এর অর্থ-

[ ১৫তম শিক্ষক নিবন্ধন -১৯ (স্কুল পর্যায়) ]

ক. স্বরাগম
খ. স্বরসঙ্গতি
গ. অভিশ্রুতি
ঘ. অপিনিহিতি
উত্তরঃ অপিনিহিতি

২৬. ‘ভাস্বর’-এর সন্ধি বিচ্ছেদ কী?

[ ১৫তম শিক্ষক নিবন্ধন -১৯ (স্কুল পর্যায়) ]

ক. ভাস্+সর
খ. ভাস+কর
গ. ভাঃ + কর
ঘ. ভা + স্বর
উত্তরঃ ভাঃ + কর

২৭. আদেশ অর্থে অনুজ্ঞার উদাহরণ কোনটি?

[ ১৫তম শিক্ষক নিবন্ধন -১৯ (স্কুল পর্যায়) ]

ক. আমটা খাও
খ. সবাই এখানে আসুন
গ. সুখী হও
ঘ. নিজের দিকে খেয়াল রাখ
উত্তরঃ আমটা খাও

২৮. ‘চক্ষুদান’- বাগধারাটির অর্থ কী?

[ ১৫তম শিক্ষক নিবন্ধন -১৯ (স্কুল পর্যায়) ]

ক. পক্ষপাতিত্ব করা
খ. সৌভাগ্য লাভ
গ. চুরি করা
ঘ. নষ্ট করা
উত্তরঃ চুরি করা

২৯. গুণ ও বৃদ্ধি বলা হয়-

[ ১৫তম শিক্ষক নিবন্ধন -১৯ (স্কুল পর্যায়) ]

ক. কৃৎ-প্রকৃতির আদিস্বরের পরিবর্তনকে
খ. নাম-প্রকৃতির পরিবর্তনকে
গ. কৃৎ-প্রকৃতির অন্তস্বরের পরিবর্তনকে
ঘ. প্রাতিপদিকের পরিবর্তনকে
উত্তরঃ কৃৎ-প্রকৃতির আদিস্বরের পরিবর্তনকে

৩০. His behavior surprised me. (Passive)

[ ১৫তম শিক্ষক নিবন্ধন -১৯ (স্কুল পর্যায়) ]

ক. I surprised at his behavior
খ. I had been surprised at his behaviour
গ. I was surprised with his behavior
ঘ. I was surprised at his behaviour
উত্তরঃ I was surprised at his behaviour

৩১. The word ‘Camouflage’ means:

[ ১৫তম শিক্ষক নিবন্ধন -১৯ (স্কুল পর্যায়) ]

ক. disguise
খ. difficult
গ. heavy
ঘ. dangerous
উত্তরঃ disguise

৩২. It burns the prettiest of any wood. (passive)

[ ১৫তম শিক্ষক নিবন্ধন -১৯ (স্কুল পর্যায়) ]

ক. No other wood is as pretty is burns
খ. No other wood burns as pretty as it.
গ. No other wood burns is as pretty as it.
ঘ. No other wood burn as pretty as it.
উত্তরঃ No other wood burns as pretty as it.

৩৩. Anybody can apply for the post. Here ‘anybody’ is -

[ ১৫তম শিক্ষক নিবন্ধন -১৯ (স্কুল পর্যায়) ]

ক. Indefinite pronoun
খ. Possessive pronoun
গ. Distributive pronoun
ঘ. Relative Pronoun
উত্তরঃ Indefinite pronoun

৩৪. ‘Once in a blue moon’ means:

[ ১৫তম শিক্ষক নিবন্ধন -১৯ (স্কুল পর্যায়) ]

ক. full moon night
খ. very rarely
গ. very often
ঘ. moonlit night
উত্তরঃ very rarely

৩৫. He talks as if ____.

[ ১৫তম শিক্ষক নিবন্ধন -১৯ (স্কুল পর্যায়) ]

ক. he was mad
খ. he is mad
গ. he were mad
ঘ. he will be mad
উত্তরঃ he were mad

৩৬. Choose the correct sentence -

[ ১৫তম শিক্ষক নিবন্ধন -১৯ (স্কুল পর্যায়) ]

ক. It rained last night
খ. It rains last night
গ. It will rain last night
ঘ. It rain last night
উত্তরঃ It rained last night

৩৭. ‘Get rid of’ means -

[ ১৫তম শিক্ষক নিবন্ধন -১৯ (স্কুল পর্যায়) ]

ক. listen
খ. express
গ. pretend
ঘ. to be free form
উত্তরঃ to be free form

৩৮. The teacher made the children ____ the book.

[ ১৫তম শিক্ষক নিবন্ধন -১৯ (স্কুল পর্যায়) ]

ক. reading
খ. to read
গ. read
ঘ. reads
উত্তরঃ read

৩৯. The word ‘homogeneous’ means:

[ ১৫তম শিক্ষক নিবন্ধন -১৯ (স্কুল পর্যায়) ]

ক. dissimilar
খ. of the same place
গ. of the same density
ঘ. of the same kind
উত্তরঃ of the same kind

৪০. আমরা বিষয়টি আলোচনা করব। (Translation)

[ ১৫তম শিক্ষক নিবন্ধন -১৯ (স্কুল পর্যায়) ]

ক. We shall discuss about the matter
খ. We shall discuss to the matter
গ. We should discuss on the matter
ঘ. We shall discuss the matter
উত্তরঃ We shall discuss the matter

৪১. এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি। (Translation)

[ ১৫তম শিক্ষক নিবন্ধন -১৯ (স্কুল পর্যায়) ]

ক. You will find such a country nowhere
খ. Nowhere you will find such a country
গ. Nowhere will you find such a country
ঘ. You will find a country like this nowhere
উত্তরঃ Nowhere will you find such a country

৪২. Who is calling me? (Passive)

[ ১৫তম শিক্ষক নিবন্ধন -১৯ (স্কুল পর্যায়) ]

ক. By whom am I called?
খ. By whom am I being called?
গ. By whom I am called?
ঘ. By whom I was called?
উত্তরঃ By whom am I being called?

৪৩. The roads of Rajshahi are wider ____.

[ ১৫তম শিক্ষক নিবন্ধন -১৯ (স্কুল পর্যায়) ]

ক. than those of Dhaka
খ. than Dhaka
গ. than that of Dhaka
ঘ. than Dhaka's roads
উত্তরঃ than those of Dhaka

৪৪. Credit tk. 5000____ my account.

[ ১৫তম শিক্ষক নিবন্ধন -১৯ (স্কুল পর্যায়) ]

ক. with
খ. to
গ. in
ঘ. for
উত্তরঃ to

৪৫. All love flowers. (Interrogative)

[ ১৫তম শিক্ষক নিবন্ধন -১৯ (স্কুল পর্যায়) ]

ক. Who do not love flower?
খ. Who did not love flower?
গ. Who does not love flower?
ঘ. Do all love flower?
উত্তরঃ Who does not love flower?

৪৬. ৩৯ সংখ্যাটি নিচের কোন সংখ্যাটির ৬৫%?

[ ১৫তম শিক্ষক নিবন্ধন -১৯ (স্কুল পর্যায়) ]

ক. ৬০
খ. ৪৬৫
গ. ৭৮
ঘ. ৯৫
উত্তরঃ ৬০

৪৭. ৬% বার্ষিক মুনাফায় কত টাকার বার্ষিক মুনাফা ১২০ টাকা?

[ ১৫তম শিক্ষক নিবন্ধন -১৯ (স্কুল পর্যায়) ]

ক. ১২০০ টাকা
খ. ১০০০ টাকা
গ. ১৫০০ টাকা
ঘ. ২০০০ টাকা
উত্তরঃ ২০০০ টাকা
ক. ৯
খ. ৪১৫
গ. ১০
ঘ. ৬
উত্তরঃ ৬
ক. ৩১০০ টাকা
খ. ৩২০০ টাকা
গ. ৩২৫০ টাকা
ঘ. ৩৩০০ টাকা
উত্তরঃ ৩৩০০ টাকা
ক. ৫০%
খ. ৫৫%
গ. ৬০%
ঘ. ৮০%
উত্তরঃ ৫০%
ক. ৮
খ. ৯
গ. ১৭
ঘ. ১৮
উত্তরঃ ১৭
ক. ২০০ মিটার
খ. ২৫০ মিটার
গ. ৩৫০ মিটার
ঘ. ৪৫০ মিটার
উত্তরঃ ৪৫০ মিটার
ক. 6 একক
খ. 12 একক
গ. 20 একক
ঘ. 24 একক
উত্তরঃ 12 একক

৫৪. $x^{2}-y^{2}, x^{2}+xy+y^{2}, x^{3}-y^{3}$ রাশিত্রয়ের ল.সা.গু-

[ ১৫তম শিক্ষক নিবন্ধন -১৯ (স্কুল পর্যায়) ]

ক. $x^{3}-y^{3}$
খ. $x+y$
গ. $(x^{2}-y^{2})$
ঘ. $(x^{2}xy+y^{2})$
উত্তরঃ $(x^{2}-y^{2})$

৫৫. $x^{2} + y^{2} + z^{2} = 4, x+y-z = 4$ এবং $yz - zx - xy$ এর মান -

[ ১৫তম শিক্ষক নিবন্ধন -১৯ (স্কুল পর্যায়) ]

ক. -60
খ. -30
গ. 30
ঘ. 60
উত্তরঃ -30

৫৬. $\frac{1}{5}\log_{x}(2187\sqrt{3})$ হলে x এর মান -

[ ১৫তম শিক্ষক নিবন্ধন -১৯ (স্কুল পর্যায়) ]

ক. $3\sqrt{3}$
খ. 3
গ. $\sqrt{3}$
ঘ. $\frac{1}{\sqrt{3}}$
উত্তরঃ $3\sqrt{3}$
ক. $\sqrt{3}$
খ. $2\sqrt{3}$
গ. $3\sqrt{3}$
ঘ. $4\sqrt{3}$
উত্তরঃ $4\sqrt{3}$

৫৮. 4 একক ধারবিশিষ্ট একটি ঘনকের দুইটি কর্ণের সমষ্টি কত একক?

[ ১৫তম শিক্ষক নিবন্ধন -১৯ (স্কুল পর্যায়) ]

ক. $\sqrt{3}$
খ. $4\sqrt{3}$
গ. $8\sqrt{3}$
ঘ. $16\sqrt{3}$
উত্তরঃ $8\sqrt{3}$

৫৯. $x-2=\sqrt{3}$ হলে $x^{4}+\frac{1}{x^{4}}$ এর মান কত?

[ ১৫তম শিক্ষক নিবন্ধন -১৯ (স্কুল পর্যায়) ]

ক. 196
খ. 194
গ. 192
ঘ. 198
উত্তরঃ 194

৬০. $6-x-\frac{9}{x}=0$ হলে $x^{2}÷(x^{2}-x-3)$ এর মান -

[ ১৫তম শিক্ষক নিবন্ধন -১৯ (স্কুল পর্যায়) ]

ক. 0
খ. 81
গ. 3
ঘ. 1
উত্তরঃ 3
ক. 0
খ. 60
গ. 122
ঘ. 120
উত্তরঃ 0

৬২. $\tan\vartheta=-\frac{5}{12}$ এবং $\frac{\pi}{2}<\vartheta<\pi,$ হলে $\csc\vartheta$ এর মান কত?

[ ১৫তম শিক্ষক নিবন্ধন -১৯ (স্কুল পর্যায়) ]

ক. $-\frac{5}{13}$
খ. $-\frac{13}{5}$
গ. $\frac{5}{13}$
ঘ. $\frac{13}{5}$
উত্তরঃ $\frac{13}{5}$
ক. $90^{\circ}$
খ. $42^{\circ}$
গ. $45^{\circ}$
ঘ. $60^{\circ}$
উত্তরঃ $90^{\circ}$

৬৪. স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি কত?

[ ১৫তম শিক্ষক নিবন্ধন -১৯ (স্কুল পর্যায়) ]

ক. $n^{2}$
খ. $\frac{n(n+1)}{2}$
গ. $\{\frac{n(n+1)}{2}\}^{2}$
ঘ. $\frac{n(n+1)(2n+1)}{6}$
উত্তরঃ $\frac{n(n+1)(2n+1)}{6}$

৬৫. $\frac{1}{|2x-5|}<\frac{1}{3}$ এর সমাধান-

[ ১৫তম শিক্ষক নিবন্ধন -১৯ (স্কুল পর্যায়) ]

ক. $x<1$, $x>4$
খ. $x>1$, $x>4$
গ. $x<1, x<4$
ঘ. 1
উত্তরঃ $x<1$, $x>4$
ক. 10%
খ. 20%
গ. 30%
ঘ. 40%
উত্তরঃ 40%
ক. $36^{\circ}$
খ. $18^{\circ}$
গ. $54^{\circ}$
ঘ. $45^{\circ}$
উত্তরঃ $54^{\circ}$

৬৮. ১৫ থেকে ৩০ এর মধ্যে মৌলিক সংখ্যাগুলোর যোগফল কত?

[ ১৫তম শিক্ষক নিবন্ধন -১৯ (স্কুল পর্যায়) ]

ক. ৮৮
খ. ৭৮
গ. ৮৭
ঘ. ৬৫
উত্তরঃ ৮৮

৬৯. দুইটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর ২৩ হলে সংখ্যাদ্বয় কত?

[ ১৫তম শিক্ষক নিবন্ধন -১৯ (স্কুল পর্যায়) ]

ক. ১১,১২
খ. ১০,১১
গ. ৯,১০
ঘ. ১২,১৩
উত্তরঃ ১১,১২
ক. প্রধান বিচারপতি
খ. প্রধানমন্ত্রী
গ. স্পিকার
ঘ. চিফ হুইপ
উত্তরঃ স্পিকার

৭১. বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট কোন দেশের সহায়তার নির্মিত হয়েছে?

[ ১৫তম শিক্ষক নিবন্ধন -১৯ (স্কুল পর্যায়) ]

ক. যুক্তরাষ্ট্র
খ. যুক্তরাজ্য
গ. ফ্রান্স
ঘ. রাশিয়া
উত্তরঃ ফ্রান্স
ক. পটুয়াখালী
খ. সুনামগঞ্জ
গ. কক্সবাজার
ঘ. চট্টগ্রাম
উত্তরঃ কক্সবাজার

৭৩. শেখ হাসিনা সেনানিবাস কোথায় অবস্থিত?

[ ১৫তম শিক্ষক নিবন্ধন -১৯ (স্কুল পর্যায়) ]

ক. বটেশ্বর, সিলেট
খ. ঘাটাইল, টাঙ্গাইল
গ. লেবুখালী, পটুয়াখালী
ঘ. ভাটিয়ারি, চট্টগ্রাম
উত্তরঃ লেবুখালী, পটুয়াখালী

৭৪. ‘ই-৮’ পৃথিবীর কোন ধরনের ৮ টি দেশকে নির্দেশ করে?

[ ১৫তম শিক্ষক নিবন্ধন -১৯ (স্কুল পর্যায়) ]

ক. সবচেয়ে দরিদ্র ৮ টি দেশ
খ. সবচেয়ে শিল্পোন্নত ৮ টি দেশ
গ. সবচেয়ে উন্নত ৮ টি দেশ
ঘ. সবচেয়ে পরিবেশ দূষণকারী ৮ টি দেশ
উত্তরঃ সবচেয়ে পরিবেশ দূষণকারী ৮ টি দেশ

৭৫. কম্পিউটারের স্থায়ী স্মৃতিশক্তি কোনটি?

[ ১৫তম শিক্ষক নিবন্ধন -১৯ (স্কুল পর্যায়) ]

ক. RAM
খ. ROM
গ. হার্ডডিস্ক
ঘ. অপারেটিং সিস্টেম
উত্তরঃ ROM
ক. সুদান
খ. ইয়েমেন
গ. মোজাম্বিক
ঘ. সিয়েরালিওন
উত্তরঃ মোজাম্বিক
ক. ২০১০-২০২৫
খ. ২০২০-২০৩০
গ. ২০১৬-২০৩০
ঘ. ২০১৬-২০৩৫
উত্তরঃ ২০১৬-২০৩০

৭৮. দেশের সর্বশেষ সিটি কর্পোরেশন কোনটি?

[ ১৫তম শিক্ষক নিবন্ধন -১৯ (স্কুল পর্যায়) ]

ক. সিলেট
খ. ময়মনসিংহ
গ. কুমিল্লা
ঘ. নোয়াখালি
উত্তরঃ ময়মনসিংহ

৭৯. বিশ্ব অটিজম দিবস পালন করা হয়?

[ ১৫তম শিক্ষক নিবন্ধন -১৯ (স্কুল পর্যায়) ]

ক. ৫ অক্টোবর
খ. ২৯ জানুয়ারি
গ. ২ এপ্রিল
ঘ. ০৯ জুলাই
উত্তরঃ ২ এপ্রিল

৮০. বিশ্বের পঞ্চম বৃহত্তম সীমান্ত কোনটি?

[ ১৫তম শিক্ষক নিবন্ধন -১৯ (স্কুল পর্যায়) ]

ক. ভারত-বাংলাদেশ সীমান্ত
খ. মায়ানমার-থাইল্যান্ড সীমান্ত
গ. ভারত-পাকিস্তান সীমান্ত
ঘ. পাকিস্তান-চীন সীমান্ত
উত্তরঃ ভারত-বাংলাদেশ সীমান্ত
ক. যুক্তরাষ্ট্র
খ. যুক্তরাজ্য
গ. ভারত
ঘ. কানাডা
উত্তরঃ যুক্তরাষ্ট্র
ক. নেদারল্যান্ডস ও যুক্তরাজ্য
খ. সুইডেন ও বেলজিয়াম
গ. নিউজিল্যান্ড ও ডেনমার্ক
ঘ. ডেনমার্ক ও যুক্তরাজ্য
উত্তরঃ ডেনমার্ক ও যুক্তরাজ্য

৮৩. বঙ্গবন্ধু সেতুতে যান চলাচল শুরু হয় কোন সালে?

[ ১৫তম শিক্ষক নিবন্ধন -১৯ (স্কুল পর্যায়) ]

ক. ১৯৯৮
খ. ১৯৯৭
গ. ২০০১
ঘ. ১৯৯৯
উত্তরঃ ১৯৯৮
ক. ফ্রান্স
খ. জার্মানি
গ. ব্রাজিল
ঘ. ক্রোয়েশিয়া
উত্তরঃ ক্রোয়েশিয়া

৮৫. বাংলাদেশের সবচেয়ে প্রাচীন জনপদের নাম কী?

[ ১৫তম শিক্ষক নিবন্ধন -১৯ (স্কুল পর্যায়) ]

ক. বঙ্গ
খ. পুণ্ড্রবর্ধন
গ. গৌড়
ঘ. সমতট
উত্তরঃ পুণ্ড্রবর্ধন

৮৬. আকাশ নীল দেখায় কারণ নীল রঙের -

[ ১৫তম শিক্ষক নিবন্ধন -১৯ (স্কুল পর্যায়) ]

ক. তরঙ্গদৈর্ঘ্য বেশি
খ. বিক্ষেপণ বেশি
গ. প্রতিফলন বেশি
ঘ. শোষণ বেশি
উত্তরঃ বিক্ষেপণ বেশি

৮৭. ২০১৮ সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন কে?

[ ১৫তম শিক্ষক নিবন্ধন -১৯ (স্কুল পর্যায়) ]

ক. অলিভার হার্ট
খ. জ্যাঁ তিরোল
গ. রবার্ট জে শিলার
ঘ. উইলিয়াম ডি নর্ডহাউস ও পল মাইকেল রোমার
উত্তরঃ উইলিয়াম ডি নর্ডহাউস ও পল মাইকেল রোমার

৮৮. কোন সময়কালকে ‘মুজিব বর্ষ’ হিসেবে ঘোষণা দেয়া হয়েছে?

[ ১৫তম শিক্ষক নিবন্ধন -১৯ (স্কুল পর্যায়) ]

ক. ২০১৯-২০ সালকে
খ. ২০২০-২১ সালকে
গ. ২০২১-২২ সালকে
ঘ. ২০২২-২৩ সালকে
উত্তরঃ ২০২০-২১ সালকে

৮৯. জাপান ‘পার্ল হারবার’ আক্রমণ করে কবে?

[ ১৫তম শিক্ষক নিবন্ধন -১৯ (স্কুল পর্যায়) ]

ক. ৬ই এপ্রিল, ১৯৪২
খ. ১৭ জুন, ১৯৪৩
গ. ৭ ডিসেম্বর, ১৯৪১
ঘ. ১৫ জানুয়ারি, ১৯৪০
উত্তরঃ ৭ ডিসেম্বর, ১৯৪১

৯০. বায়ুমণ্ডলে কোন গ্যাস সর্বাধিক পরিমাণে পাওয়া যায়?

[ ১৫তম শিক্ষক নিবন্ধন -১৯ (স্কুল পর্যায়) ]

ক. অক্সিজেন
খ. কার্বন-ডাইঅক্সাইড
গ. নাইট্রোজেন
ঘ. হাইড্রোজেন
উত্তরঃ নাইট্রোজেন

৯১. ‘ইউয়ান’ কোন দেশের মুদ্রা?

[ ১৫তম শিক্ষক নিবন্ধন -১৯ (স্কুল পর্যায়) ]

ক. মায়ানমার
খ. ভিয়েতনাম
গ. থাইল্যান্ড
ঘ. চীন
উত্তরঃ চীন

৯২. ‘ভিসুভিয়াস’ আগ্নেয়গিরি কোথায় অবস্থিত?

[ ১৫তম শিক্ষক নিবন্ধন -১৯ (স্কুল পর্যায়) ]

ক. মেক্সিকো
খ. জাপান
গ. ইতালি
ঘ. রাশিয়া
উত্তরঃ ইতালি

৯৩. কচু খেলে গলা চুলকায় কারণ কচুতে আছে-

[ ১৫তম শিক্ষক নিবন্ধন -১৯ (স্কুল পর্যায়) ]

ক. ক্যালসিয়াম অক্সালেট
খ. ক্যালসিয়াম কার্বনেট
গ. ক্যালসিয়াম ফসফেট
ঘ. ক্যালসিয়াম সালফেট
উত্তরঃ ক্যালসিয়াম অক্সালেট

৯৪. জনসংখ্যার দিক থেকে পৃথিবীর সবচেয়ে বড় কোন দেশ?

[ ১৫তম শিক্ষক নিবন্ধন -১৯ (স্কুল পর্যায়) ]

ক. ভারত
খ. চীন
গ. বাংলাদেশ
ঘ. রাশিয়া
উত্তরঃ ভারত

৯৫. The adjective form of the word ‘study’ is -

[ ১৫তম শিক্ষক নিবন্ধন -১৯ (স্কুল পর্যায়) ]

ক. Study
খ. Stusily
গ. Studious
ঘ. Stupidity
উত্তরঃ Studious

৯৬. The verb of the word' economy' is -

[ ১৫তম শিক্ষক নিবন্ধন -১৯ (স্কুল পর্যায়) ]

ক. economic
খ. economical
গ. economically
ঘ. economize
উত্তরঃ economize

৯৭. A person whose head is in the clouds is -

[ ১৫তম শিক্ষক নিবন্ধন -১৯ (স্কুল পর্যায়) ]

ক. A proud
খ. a day dreamer
গ. an aviator
ঘ. useless
উত্তরঃ a day dreamer

৯৮. শব্দটি কেটে দাও-

[ ১৫তম শিক্ষক নিবন্ধন -১৯ (স্কুল পর্যায়) ]

ক. Pen through the word
খ. Cut the word
গ. Cut through the word
ঘ. Cut out the word
উত্তরঃ Pen through the word

৯৯. $(secθ + tanθ ) = \frac{7}{5} , ( secθ − tanθ ) $ এর মান কত ?

[ ১৫তম শিক্ষক নিবন্ধন -১৯ (স্কুল পর্যায়) ]

ক. $\frac{5}{7} $
খ. $\frac{3}{7} $
গ. $\frac{3}{5} $
ঘ. $\frac{1}{5} $
উত্তরঃ $\frac{5}{7} $

১০০. He said, 'I went to Tangail ' (Indirect )

[ ১৫তম শিক্ষক নিবন্ধন -১৯ (স্কুল পর্যায়) ]

ক. He said that had he gone to Tangail.
খ. He said that I had gone to Tangail.
গ. He said that he had gone to Tangail.
ঘ. He said that he went to Tangail.
উত্তরঃ He said that he had gone to Tangail.