আমাদের স্কুল

সেটিং

বহুনির্বাচনি প্রশ্নের দেখানোর অপশনঃ
শুধুমাত্র উত্তর 2 অপশন
3 অপশন 4 অপশন
বহুনির্বাচনি প্রশ্নের অপশন প্রদর্শনঃ
রো আকারে কলাম আকারে
বহুনির্বাচনি প্রশ্নের উত্তরঃ
লুকান বোল্ড করুন
দেখান দেখান ও বোল্ড করুন
বহুনির্বাচনি প্রশ্নের ব্যাখ্যাঃ
দেখান লুকান নিচে লুকান
থিম নির্বাচন করুনঃ
ফন্ট সাইজঃ
15

১৩ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল পর্যায়)

পরীক্ষারঃ শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন পরীক্ষা

মোট বহুনির্বাচনি প্রশ্নঃ 100

মোট মার্কঃ 60

পরীক্ষার সময়ঃ 01:00:00

প্রকাশের তারিখঃ 12.06.2016

১. বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক জোট কোনটি?

[ বিসিএস ৩১তম | ১৩ তম শিক্ষক নিবন্ধন (স্কুল পর্যায়) ]

ক. EU
খ. WTO
গ. NATO
ঘ. FIFA
উত্তরঃ EU
ব্যাখ্যাঃ

বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক জোট হলো ইউরোপীয় ইউনিয়ন (EU)। এটি একটি রাজনৈতিক ও অর্থনৈতিক জোট, যা মূলত ইউরোপের ২৮টি সদস্য দেশকে নিয়ে গঠিত।

ইউরোপীয় ইউনিয়ন সম্পর্কে কিছু তথ্য:

  • গঠন: ১৯৫৭ সালে ইউরোপীয় অর্থনৈতিক সম্প্রদায় (EEC) নামে প্রতিষ্ঠিত হলেও, ১৯৯৩ সালে মাস্ট্রিখট চুক্তির মাধ্যমে এটি ইউরোপীয় ইউনিয়নে রূপান্তরিত হয়।
  • সদস্য রাষ্ট্র: এর সদস্য দেশগুলোর মধ্যে জার্মানি, ফ্রান্স, ইতালি, স্পেন, নেদারল্যান্ডস, পোল্যান্ড, সুইডেন, ডেনমার্ক এবং অস্ট্রিয়া অন্যতম।
  • মূল লক্ষ্য: EU-এর প্রধান লক্ষ্য হলো সদস্য দেশগুলোর মধ্যে অবাধ বাণিজ্য, পুঁজি, সেবা এবং মানুষের চলাচল নিশ্চিত করা। এর ফলে একটি একক বাজার তৈরি হয়েছে, যা এই জোটকে বিশ্বের অন্যতম শক্তিশালী অর্থনৈতিক ব্লকে পরিণত করেছে।
  • মুদ্রা: EU-এর বেশিরভাগ দেশ ইউরো নামক একটি একক মুদ্রা ব্যবহার করে, যা তাদের অর্থনৈতিক সংহতি আরও জোরদার করেছে।
  • অর্থনৈতিক প্রভাব: সম্মিলিতভাবে, EU বিশ্বের মোট দেশজ উৎপাদন (GDP) এর একটি বড় অংশ নিয়ন্ত্রণ করে, যা এটিকে বিশ্ব অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

২. স্বকীয় শব্দটির বিপরীত শব্দ কোনটি?

[ ১৩ তম শিক্ষক নিবন্ধন (স্কুল পর্যায়) ]

ক. অপর
খ. নিজস্ব
গ. স্বকীয়তা
ঘ. পরকীয়
উত্তরঃ পরকীয়

৩. শত্রুকে দমন করে যে - এক কথায় প্রকাশ-

[ ১৩ তম শিক্ষক নিবন্ধন (স্কুল পর্যায়) ]

ক. শত্রুঘ্ন
খ. অরিন্দম
গ. শত্রু হত্যা
ঘ. কৃতঘ্ন
উত্তরঃ অরিন্দম

৪. তেজি শব্দের বিপরীত শব্দ কোনটি?

[ ১৩ তম শিক্ষক নিবন্ধন (স্কুল পর্যায়) ]

ক. দুর্বল
খ. নিস্তেজ
গ. সতেজ
ঘ. রুগ্ন
উত্তরঃ নিস্তেজ

৫. ভাষার মূল উপাদান কী?

[ ১৩ তম শিক্ষক নিবন্ধন (স্কুল পর্যায়) ]

ক. বাক্য
খ. শব্দ
গ. বর্ণ
ঘ. ধ্বনি
উত্তরঃ ধ্বনি

৬. নাটিকা শব্দটি কোন অর্থে স্ত্রীবাচক?

[ ১৩ তম শিক্ষক নিবন্ধন (স্কুল পর্যায়) ]

ক. সমার্থে
খ. বিপরীতার্থে
গ. ক্ষুদ্রার্থে
ঘ. বৃহদার্থে
উত্তরঃ ক্ষুদ্রার্থে

৭. আনারস কোন ভাষার শব্দ?

[ ১৩ তম শিক্ষক নিবন্ধন (স্কুল পর্যায়) ]

ক. ওলন্দাজ
খ. গুজরাটি
গ. পর্তুগিজ
ঘ. জাপানি
উত্তরঃ পর্তুগিজ

৮. নাটকের সংলাপে উপযোগী ভাষার কোন রীতি?

[ ১৩ তম শিক্ষক নিবন্ধন (স্কুল পর্যায়) ]

ক. সাধু
খ. চলিত
গ. আঞ্চলিক
ঘ. মিশ্র
উত্তরঃ চলিত

৯. বিস্ময় চিহ্নের বিরতিকাল কতটুকু?

[ ১৩ তম শিক্ষক নিবন্ধন (স্কুল পর্যায়) ]

ক. একবলার দ্বিগুণ সময়
খ. এক সেকেন্ড
গ. থামার প্রয়োজন নাই
ঘ. এক বলতে যে সময় প্রয়োজন
উত্তরঃ এক সেকেন্ড

১০. 'চাদের হাট' বাগধারাটির সঠিক অর্থ কোনটি?

[ ১৩ তম শিক্ষক নিবন্ধন (স্কুল পর্যায়) ]

ক. বিরাট আয়োজন
খ. সৌভাগ্য লাভ
গ. সৌভাগ্যের বিষয়
ঘ. আনন্দের প্রাচুর্য
উত্তরঃ আনন্দের প্রাচুর্য

১১. 'ছকড়া নকড়া'-বাগধারাটির অর্থ কী?

[ ১৩ তম শিক্ষক নিবন্ধন (স্কুল পর্যায়) ]

ক. নষ্ট করা
খ. দুর্লভ বস্তু
গ. আশায় নৈরাশ্য
ঘ. সস্তা দর
উত্তরঃ সস্তা দর

১২. কোন বানানটি সঠিক?

[ ১৩ তম শিক্ষক নিবন্ধন (স্কুল পর্যায়) ]

ক. মুমুর্ষু
খ. মুমূর্ষু
গ. মুমূর্ষু
ঘ. মুমুর্ষ
উত্তরঃ মুমূর্ষু

১৩. কোনটি শুদ্ধ বানান?

[ ১৩ তম শিক্ষক নিবন্ধন (স্কুল পর্যায়) ]

ক. তিতিক্ষা
খ. তীতীক্ষা
গ. তীতিক্ষা
ঘ. তিতীক্ষা
উত্তরঃ তিতিক্ষা

১৪. অনুবাদের পারদর্শিতা কিসের উপর নির্ভরশীল?

[ ১৩ তম শিক্ষক নিবন্ধন (স্কুল পর্যায়) ]

ক. পড়াশোনার উপর
খ. ভাষান্তরের উপর
গ. নির্ধারনের উপর
ঘ. অভ্যাসের উপর
উত্তরঃ ভাষান্তরের উপর

১৫. Patience has its reward- এ বাক্যের যথার্থ অনুবাদ-

[ ১৩ তম শিক্ষক নিবন্ধন (স্কুল পর্যায়) ]

ক. সবুরে মেওয়া ফলে
খ. রোগী পুরস্কার পেয়েছে
গ. রোগীর জন্য পুরস্কার আছে
ঘ. ধৈর্যের মূল্যায়ন হয়েছে
উত্তরঃ সবুরে মেওয়া ফলে
ক. ড্যাস
খ. কোলন
গ. হাইফেন
ঘ. সেমিকোলন
উত্তরঃ হাইফেন

১৭. দুর্যোগ এর সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?

[ ১৩ তম শিক্ষক নিবন্ধন (স্কুল পর্যায়) ]

ক. দুর+যোগ
খ. দুঃ+যোগ
গ. দু+যোগ
ঘ. দুরোঃ+যোগ
উত্তরঃ দুঃ+যোগ
ক. কর্মে ৭মী
খ. করণে ৭মী
গ. অপাদানে ৭মী
ঘ. অধিকরনে ৭মী
উত্তরঃ করণে ৭মী
ক. অপাদানে ৭মী
খ. কর্তৃকারকে ৭মী
গ. অধিকরনে ৭মী
ঘ. কর্মে ৭মী
উত্তরঃ অপাদানে ৭মী

২০. 'সকলের জন্য প্রযোজ্য'- এক কথায় কী হবে?

[ ১৩ তম শিক্ষক নিবন্ধন (স্কুল পর্যায়) | ১২ তম শিক্ষক নিবন্ধন (স্কুল পর্যায়) ]

ক. সর্বজনীন
খ. সার্বজনীন
গ. সর্বজনস্বীকৃত
ঘ. সর্বজনগ্রাহ্য
উত্তরঃ সার্বজনীন

২১. কোনটি নিত্য সমাসের সমস্তপদ?

[ ১৩ তম শিক্ষক নিবন্ধন (স্কুল পর্যায়) ]

ক. সেতার
খ. প্রত্যহ
গ. গ্রামান্তর
ঘ. সহোদর
উত্তরঃ গ্রামান্তর

২২. 'সচেষ্ট' - এ সঠিক বিপরীত শব্দ কোনটি?

[ ১৩ তম শিক্ষক নিবন্ধন (স্কুল পর্যায়) ]

ক. অশিষ্ট
খ. অনিষ্ট
গ. লঘিষ্ঠ
ঘ. নিশ্চেষ্ট
উত্তরঃ নিশ্চেষ্ট

২৩. গায়ক শব্দটির সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি?

[ ১৩ তম শিক্ষক নিবন্ধন (স্কুল পর্যায়) ]

ক. গিঃ+অক
খ. গৈঃ+ণক
গ. গায়+নক
ঘ. গৈ+ণক
উত্তরঃ গৈ+ণক

২৪. 'মুক্তি' শব্দটির সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি?

[ ১৩ তম শিক্ষক নিবন্ধন (স্কুল পর্যায়) ]

ক. মুচ্+ তি
খ. মুক্ + ক্তি
গ. মুক+ তি
ঘ. মুচ্ + ক্তি
উত্তরঃ মুচ্ + ক্তি

২৫. 'প্রসূন' এর প্রতিশব্দ?

[ ১৩ তম শিক্ষক নিবন্ধন (স্কুল পর্যায়) ]

ক. পক্ষী
খ. পুষ্প
গ. ভ্রমর
ঘ. ফল
উত্তরঃ পুষ্প
ক. কর্মধারয়
খ. দ্বিগু
গ. দ্বন্দ্ব
ঘ. বহুব্রীহি
উত্তরঃ দ্বিগু

২৭. It is health ___ is wealth.

[ ১৩ তম শিক্ষক নিবন্ধন (স্কুল পর্যায়) ]

ক. which
খ. what
গ. whatever
ঘ. whats ever
উত্তরঃ which

২৮. The boy is ____ answer the question.

[ ১৩ তম শিক্ষক নিবন্ধন (স্কুল পর্যায়) ]

ক. to dull too
খ. too dull to
গ. to dull to
ঘ. to very dull
উত্তরঃ too dull to

২৯. I carried an umbrella in case ___.

[ ১৩ তম শিক্ষক নিবন্ধন (স্কুল পর্যায়) ]

ক. it was raining
খ. it rained
গ. it rains
ঘ. its raining
উত্তরঃ it rained

৩০. If I had seen him _____.

[ ১৩ তম শিক্ষক নিবন্ধন (স্কুল পর্যায়) ]

ক. I would tell him the matter
খ. I might tell him the matter
গ. I will have told him the matter
ঘ. I might have told him the matter
উত্তরঃ I might have told him the matter

৩১. হায়! তার মা আজ জীবিত নেই।

[ ১৩ তম শিক্ষক নিবন্ধন (স্কুল পর্যায়) ]

ক. Alas! His mother is no more today
খ. Alas! His mother has lost her life
গ. Ah! His mother is dead
ঘ. Alas! His mother has died
উত্তরঃ Alas! His mother is no more today

৩২. মেয়েটি চা অপেক্ষা দুধ বেশি পছন্দ করে।

[ ১৩ তম শিক্ষক নিবন্ধন (স্কুল পর্যায়) ]

ক. The girl likes milk more than tea
খ. The girl prefers milk to tea
গ. The girl prefers tea to milk
ঘ. The girl prefers milk than tea
উত্তরঃ The girl prefers milk to tea

৩৩. সকাল থেকে মুষলধারে বৃষ্টি হচ্ছে।

[ ১৩ তম শিক্ষক নিবন্ধন (স্কুল পর্যায়) ]

ক. It has been raining cats and dogs from morning
খ. It is raining cats and dogs since morning
গ. It has been raining cats and dogs since morning
ঘ. Rain has started cats and dogs from morning
উত্তরঃ It has been raining cats and dogs since morning

৩৪. আমার মানিকগঞ্জ যাবার কথা ছিল।

[ ১৩ তম শিক্ষক নিবন্ধন (স্কুল পর্যায়) ]

ক. I was to go to Manikganj
খ. I am to go to Manikganj
গ. I have to go to Manikganj
ঘ. I need to go to Manikgonj
উত্তরঃ I was to go to Manikganj

৩৫. আমি তাকে পড়তে শুনলাম।

[ ১৩ তম শিক্ষক নিবন্ধন (স্কুল পর্যায়) ]

ক. I heard him to read
খ. I heard him reading
গ. I have heard him reading
ঘ. I saw him reading
উত্তরঃ I heard him reading

৩৬. Would that I ___ to college

[ ১৩ তম শিক্ষক নিবন্ধন (স্কুল পর্যায়) ]

ক. Can go
খ. Shall go
গ. Could go
ঘ. Might have gone
উত্তরঃ Could go

৩৭. I wish I ____ a sweet song.

[ ১৩ তম শিক্ষক নিবন্ধন (স্কুল পর্যায়) ]

ক. Sang
খ. Shall sing
গ. Can sing
ঘ. Will sing
উত্তরঃ Sang

৩৮. He spoke as though he ___ everything.

[ ১৩ তম শিক্ষক নিবন্ধন (স্কুল পর্যায়) ]

ক. Knew
খ. has known
গ. had known
ঘ. Knows
উত্তরঃ had known

৩৯. The colour of her eyes ____ blue.

[ ১৩ তম শিক্ষক নিবন্ধন (স্কুল পর্যায়) ]

ক. are
খ. is
গ. were
ঘ. none of the above
উত্তরঃ is

৪০. Ten to one means-

[ ১৩ তম শিক্ষক নিবন্ধন (স্কুল পর্যায়) ]

ক. very uncertain
খ. very likely
গ. almost impossible
ঘ. not possible at all
উত্তরঃ very likely

৪১. He insisted ____ there.

[ ১৩ তম শিক্ষক নিবন্ধন (স্কুল পর্যায়) ]

ক. over going
খ. on my going
গ. to go
ঘ. is to go
উত্তরঃ on my going

৪২. Jim and Della were as wise as the Magi (negative).

[ ১৩ তম শিক্ষক নিবন্ধন (স্কুল পর্যায়) ]

ক. Jim and Della were not as wise as the Magi
খ. Jim and Della were not less wise than the Magi
গ. Jim and Della were not unwise than the Magi
ঘ. Jim and Della were not to wise as the Magi
উত্তরঃ Jim and Della were not less wise than the Magi

৪৩. Every man must die ? (Interrogative)

[ ১৩ তম শিক্ষক নিবন্ধন (স্কুল পর্যায়) ]

ক. Is there any who must die ?
খ. Doesn't any man die ?
গ. Is there any man who will not die?
ঘ. Is there any man who does not die ?
উত্তরঃ Doesn't any man die ?

৪৪. He worked very hard so that he could succeed in life. (Compound)

[ ১৩ তম শিক্ষক নিবন্ধন (স্কুল পর্যায়) ]

ক. He worked very hard but he could not succeed in life
খ. He worked very hard and he succeeded in life
গ. He worked very hard in order to succeed in life
ঘ. He wanted to succeed in life and so he worked very hard
উত্তরঃ He wanted to succeed in life and so he worked very hard

৪৫. Find out the correct synonym of 'occupy'.

[ ১৩ তম শিক্ষক নিবন্ধন (স্কুল পর্যায়) ]

ক. Agrab
খ. gain
গ. reserve
ঘ. raid
উত্তরঃ Agrab

৪৬. Find out the correct synonym of 'defence'.

[ ১৩ তম শিক্ষক নিবন্ধন (স্কুল পর্যায়) ]

ক. assault
খ. resistance
গ. support
ঘ. co-operate
উত্তরঃ resistance

৪৭. Find out the antonym of 'assist'.

[ ১৩ তম শিক্ষক নিবন্ধন (স্কুল পর্যায়) ]

ক. hinder
খ. aid
গ. recieve
ঘ. attack
উত্তরঃ hinder

৪৮. Bad habits should be "nipped in the bud". Here "nipped in the bud" phrase means -

[ ১৩ তম শিক্ষক নিবন্ধন (স্কুল পর্যায়) ]

ক. crop up
খ. to be cultivated
গ. to be stopped in the beginning
ঘ. to shun
উত্তরঃ to be stopped in the beginning

৪৯. What is the noun form of the word 'successful'?

[ ১৩ তম শিক্ষক নিবন্ধন (স্কুল পর্যায়) ]

ক. Successfully
খ. Succeed
গ. Success
ঘ. Successive
উত্তরঃ Success

৫০. Verb of the word 'apology' is ____.

[ ১৩ তম শিক্ষক নিবন্ধন (স্কুল পর্যায়) ]

ক. apologise
খ. apologify
গ. apological
ঘ. enapology
উত্তরঃ apologise

৫১. He is proud of his_____.

[ ১৩ তম শিক্ষক নিবন্ধন (স্কুল পর্যায়) ]

ক. bad blood
খ. blue blood
গ. block head
ঘ. broken reed
উত্তরঃ blue blood

৫২. বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ কোনটি?

[ ১৩ তম শিক্ষক নিবন্ধন (স্কুল পর্যায়) ]

ক. ভোলা
খ. হাতিয়া
গ. কুতুবদিয়া
ঘ. সেন্টমার্টিন
উত্তরঃ সেন্টমার্টিন
ক. আগস্ট-সেপ্টেম্বর
খ. মে-জুন
গ. নভেম্বর-ডিসেম্বর
ঘ. মার্চ-মে
উত্তরঃ মার্চ-মে
ক. ইলিয়াছ শাহ্
খ. ধর্মপাল
গ. লক্ষ্মণ সেন
ঘ. শশাঙ্ক
উত্তরঃ শশাঙ্ক

৫৫. 'জীবন থেকে নেয়া' চলচ্চিত্রের পরিচালক কে?

[ ১৩ তম শিক্ষক নিবন্ধন (স্কুল পর্যায়) ]

ক. চাষী নজরুল ইসলাম
খ. আলমগীর কবির
গ. জহির রায়হান
ঘ. সুভাষ দত্ত
উত্তরঃ জহির রায়হান

৫৬. বাংলাদেশের ক্রীড়া সংগীতের গীতিকার কে?

[ ১৩ তম শিক্ষক নিবন্ধন (স্কুল পর্যায়) ]

ক. সেলিমা রহমান
খ. খন্দকার নুরুল আলম
গ. হেলাল হাফিজ
ঘ. রফিক আজাদ
উত্তরঃ সেলিমা রহমান

৫৭. ভারতের প্রজাতান্ত্রিক দিবস কোনটি?

[ ১৩ তম শিক্ষক নিবন্ধন (স্কুল পর্যায়) ]

ক. ২৬ জানুয়ারি
খ. ১৫ আগস্ট
গ. ১৪ আগস্ট
ঘ. ১৬ ডিসেম্বর
উত্তরঃ ২৬ জানুয়ারি

৫৮. পরপর তিনবার ফিফা বর্ষসেরা ফুটবলার হন কে?

[ ১৩ তম শিক্ষক নিবন্ধন (স্কুল পর্যায়) ]

ক. ক্রিশ্চিয়ানো রোনাল্ডো
খ. ম্যারাডোনা
গ. লিওনেল মেসি
ঘ. ডেভিড ব্যাকহাম
উত্তরঃ লিওনেল মেসি

৫৯. সবচেয়ে বড় দিন কোনটি?

[ ১৩ তম শিক্ষক নিবন্ধন (স্কুল পর্যায়) ]

ক. ২২ ডিসেম্বর
খ. ২১ মার্চ
গ. ২৩ সেপ্টেম্বর
ঘ. ২১ জুন
উত্তরঃ ২১ জুন
ক. ই-মেইল
খ. ইন্টারকম
গ. ইন্টারনেট
ঘ. টেলিগ্রাম
উত্তরঃ ইন্টারনেট

৬১. প্রাচীন বাংলার কোন অঞ্চলটি পূর্বাংশে অবস্থিত ছিল?

[ ১৩ তম শিক্ষক নিবন্ধন (স্কুল পর্যায়) ]

ক. হরিকেল
খ. সমতট
গ. বরন্দ্রে
ঘ. রাঢ়
উত্তরঃ হরিকেল

৬২. দেশের বাহিরে প্রথম শহীদ মিনার নির্মিত হয় কোথায়?

[ ১৩ তম শিক্ষক নিবন্ধন (স্কুল পর্যায়) ]

ক. কানাডা
খ. ইতালি
গ. জাপান
ঘ. দক্ষিণ আফ্রিকা
উত্তরঃ জাপান

৬৩. ষাট গম্বুজ মসজিদে প্রকৃত গম্বুজ কতটি?

[ ১৩ তম শিক্ষক নিবন্ধন (স্কুল পর্যায়) ]

ক. ৬০ টি
খ. ৬৬ টি
গ. ৭৭ টি
ঘ. ৮১ টি
উত্তরঃ ৮১ টি

৬৪. কুমিল্লার পূর্বনাম কী?

[ ১৩ তম শিক্ষক নিবন্ধন (স্কুল পর্যায়) ]

ক. নাসিরাবাদ
খ. ত্রিপুরা
গ. সুধারাম
ঘ. সুবর্ণগ্রাম
উত্তরঃ ত্রিপুরা

৬৫. ভাওয়াইয়া কোন অঞ্চলের গান?

[ ১৩ তম শিক্ষক নিবন্ধন (স্কুল পর্যায়) ]

ক. রংপুর
খ. রাজশাহী
গ. ময়মনসিংহ
ঘ. সিলেট
উত্তরঃ রংপুর

৬৬. বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি ঔষধ রপ্তানি হয় কোথায়?

[ ১৩ তম শিক্ষক নিবন্ধন (স্কুল পর্যায়) ]

ক. নেপাল
খ. মিয়ানমার
গ. ব্রাজিল
ঘ. শ্রীলংকা
উত্তরঃ মিয়ানমার

৬৭. এগার-দফা আন্দোলন কখন হয়েছিল?

[ ১৩ তম শিক্ষক নিবন্ধন (স্কুল পর্যায়) ]

ক. ১৯৫৪ সালে
খ. ১৯৬৬ সালে
গ. ১৯৬৮ সালে
ঘ. ১৯৬৯ সালে
উত্তরঃ ১৯৬৯ সালে

৬৮. সার্কের প্রথম মহাসচিব কে ছিলেন?

[ ১৩ তম শিক্ষক নিবন্ধন (স্কুল পর্যায়) ]

ক. শীল কান্ত শর্মা
খ. ইব্রাহীম হুসাইন জাকী
গ. আব্দুল আহসান
ঘ. নিহাল রডরিগো
উত্তরঃ আব্দুল আহসান

৬৯. কোন খাদ্যে পচন ধরে না?

[ ১৩ তম শিক্ষক নিবন্ধন (স্কুল পর্যায়) ]

ক. ফল
খ. মধু
গ. দুধ
ঘ. চাল
উত্তরঃ মধু

৭০. ভিটামিন সি-এর অভাবে কোন রোগ হয়?

[ ১৩ তম শিক্ষক নিবন্ধন (স্কুল পর্যায়) ]

ক. রাতকানা
খ. বেরিবেরি
গ. স্কার্ভি
ঘ. রিকেটস
উত্তরঃ স্কার্ভি

৭১. নিউমোনিয়া রোগে আক্রান্ত হয় মানবদেহের কোথায়?

[ ১৩ তম শিক্ষক নিবন্ধন (স্কুল পর্যায়) ]

ক. ফুসফুস
খ. যকৃত
গ. কিডনী
ঘ. প্লীহা
উত্তরঃ ফুসফুস

৭২. বাংলাদেশের একটি জীবন্ত জীবাশ্ম হলো

[ ১৩ তম শিক্ষক নিবন্ধন (স্কুল পর্যায়) ]

ক. রাজ কাঁকড়া
খ. পিপীলিকা
গ. কেঁচো
ঘ. সাপ
উত্তরঃ রাজ কাঁকড়া

৭৩. বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় কোন দিন?

[ ১৩ তম শিক্ষক নিবন্ধন (স্কুল পর্যায়) ]

ক. ৫ মে
খ. ১৫ মে
গ. ৫ জুন
ঘ. ১৫ জুন
উত্তরঃ ৫ জুন

৭৪. 'লাইন অব কন্ট্রোল' কোন দুটি দেশের মধ্যে?

[ ১৩ তম শিক্ষক নিবন্ধন (স্কুল পর্যায়) ]

ক. ভারত-পাকিস্তান
খ. ভারত-চীন
গ. ভারত-বাংলাদেশ
ঘ. পাকিস্তান-আফগাস্তিান
উত্তরঃ ভারত-পাকিস্তান

৭৫. আইসিডিডিআরবি হাসপাতার কোন রোগের চিকিৎসা হয়?

[ ১৩ তম শিক্ষক নিবন্ধন (স্কুল পর্যায়) ]

ক. ম্যালেরিয়া
খ. যক্ষমা
গ. নিউমোনিয়া
ঘ. কলেরা
উত্তরঃ কলেরা

৭৬. 8% লাভে বিক্রয়মূল্য ৪৬৮ টাকা হলে ক্রয়মূল্য কত?

[ ১৩ তম শিক্ষক নিবন্ধন (স্কুল পর্যায়) ]

ক. ৪০০ টাকা
খ. ৪২০ টাকা
গ. ৪৪০ টাকা
ঘ. ৪৫০ টাকা
উত্তরঃ ৪৫০ টাকা
ক. 33 এবং 21
খ. 20 এবং 13
গ. 27 এবং 20
ঘ. 27 এবং 34
উত্তরঃ 27 এবং 20
ক. 2 সেমি
খ. 6 সেমি
গ. 12 সেমি
ঘ. 14 সেমি
উত্তরঃ 14 সেমি
ক. 26 বর্গ সে.মি.
খ. 52 বর্গ সে.মি.
গ. 104 বর্গ সে.মি.
ঘ. 108 বর্গ সে.মি.
উত্তরঃ 104 বর্গ সে.মি.
ক. 90 ডিগ্রী
খ. 120 ডিগ্রী
গ. 180 ডিগ্রী
ঘ. 360 ডিগ্রী
উত্তরঃ 180 ডিগ্রী

৮১. একটি সুষম ষড়ভূজের একটি বহিঃস্থ কোণের পরিমাণ কত?

[ ১৩ তম শিক্ষক নিবন্ধন (স্কুল পর্যায়) ]

ক. 120 ডিগ্রী
খ. 60 ডিগ্রী
গ. 90 ডিগ্রী
ঘ. 30 ডিগ্রী
উত্তরঃ 60 ডিগ্রী

৮২. কোন সংখ্যার ১৫% ৫৪ হবে?

[ ১৩ তম শিক্ষক নিবন্ধন (স্কুল পর্যায়) ]

ক. ৩০০
খ. ৩৫০
গ. ৩৬০
ঘ. ৩৭৫
উত্তরঃ ৩৬০
ক. ৩১:১৬
খ. ২৬:১১
গ. ১৭:১২
ঘ. ২ঃ১
উত্তরঃ ২৬:১১

৮৪. ১ থেকে ১০০ এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি?

[ ১৩ তম শিক্ষক নিবন্ধন (স্কুল পর্যায়) ]

ক. ২৫
খ. ২৬
গ. ২৭
ঘ. ২৯
উত্তরঃ ২৫
ক. 8.625 টাকা
খ. 8.652 টাকা
গ. 7.500 টাকা
ঘ. 1.125 টাকা
উত্তরঃ 8.625 টাকা
ক. ১১
খ. ১২
গ. ১৪
ঘ. ২১
উত্তরঃ ১৪

৮৭. 5,11,13,7,8 এবং 10 সংখ্যার গড় কত?

[ ১৩ তম শিক্ষক নিবন্ধন (স্কুল পর্যায়) ]

ক. 6
খ. 7
গ. 8
ঘ. 9
উত্তরঃ 9
ক. ৩০ দিনে
খ. ৪৫ দিনে
গ. ৫০ দিনে
ঘ. ৬০ দিনে
উত্তরঃ ৫০ দিনে

৮৯. $log_{5}(\sqrt[3]{5})(\sqrt{5})$ এর মান কোনটি?

[ ১৩ তম শিক্ষক নিবন্ধন (স্কুল পর্যায়) ]

ক. $\frac{6}{5}$
খ. $\sqrt{\frac{5}{6}}$
গ. $\frac{5}{6}$
ঘ. $\frac{1}{2}$
উত্তরঃ $\frac{5}{6}$

৯০. $x+y=2,x^{2}+y^{2}=4$ হলে $x^{3}+y^{3}$ এর মান কত?

[ ১৩ তম শিক্ষক নিবন্ধন (স্কুল পর্যায়) ]

ক. 8
খ. 12
গ. 16
ঘ. 26
উত্তরঃ 8

৯১. $f(x)=x^3+9x^2-3x-6$ হয়, তবে f(-2)= কত?

[ ১৩ তম শিক্ষক নিবন্ধন (স্কুল পর্যায়) ]

ক. 28
খ. -44
গ. -32
ঘ. -26
উত্তরঃ 28

৯২. একটি বৃত্তের ব্যাস r হলে বৃত্তটির ক্ষেত্রফল কত?

[ ১৩ তম শিক্ষক নিবন্ধন (স্কুল পর্যায়) ]

ক. $\pi r^2$
খ. $\pi^2/2$
গ. $4\pi r^2$
ঘ. কোনোটিই নয়
উত্তরঃ কোনোটিই নয়

৯৩. $x^2-6x+9=0$ সমীকরণের মূল কয়টি?

[ ১৩ তম শিক্ষক নিবন্ধন (স্কুল পর্যায়) ]

ক. 1
খ. 2
গ. 3
ঘ. 4
উত্তরঃ 2
ক. 2
খ. 3
গ. $\sqrt{3}$
ঘ. 4
উত্তরঃ 2

৯৫. $(\frac{3}{2})^x=1$ হলে এর মান নিচের কোনটি?

[ ১৩ তম শিক্ষক নিবন্ধন (স্কুল পর্যায়) ]

ক. 0
খ. $\frac{2}{3}$
গ. 1
ঘ. $\frac{3}{2}$
উত্তরঃ 0

৯৬. $x-2,x^2-4$ এবং $x+2$ এর গ.সা.গু নিচের কোনটি?

[ ১৩ তম শিক্ষক নিবন্ধন (স্কুল পর্যায়) ]

ক. 1
খ. x-2
গ. x+2
ঘ. কোনোটিই নয়
উত্তরঃ 1

৯৭. $\frac{9^x-4}{3^x-2}-2$ এর মান কত?

[ ১৩ তম শিক্ষক নিবন্ধন (স্কুল পর্যায়) ]

ক. $3^x$
খ. $3^x+2$
গ. $3^x-2$
ঘ. $2^x$
উত্তরঃ $3^x$
ক. $\frac{100x}{100+p}$
খ. $\frac{100P}{100+Px}$
গ. $\frac{100}{100x+P}$
ঘ. $\frac{100P}{100+x}$
উত্তরঃ $\frac{100P}{100+x}$

৯৯. $x^3-5x^2+4=0$ সমীকরণের x এর সহগ কত?

[ ১৩ তম শিক্ষক নিবন্ধন (স্কুল পর্যায়) ]

ক. -5
খ. 0
গ. 2
ঘ. 4
উত্তরঃ 0

১০০. নিচের y এর মান কোনটি?

[ ১৩ তম শিক্ষক নিবন্ধন (স্কুল পর্যায়) ]

ক. 60°
খ. 180°
গ. 30°
ঘ. 120°
উত্তরঃ 120°