SSC পরীক্ষা - 2018
বাংলা ২য় পত্র - 102
শিক্ষা বোর্ডঃ যশোর বোর্ড
২. নিচের কোন সমাসে পরপদের অর্থ প্রধান রূপে প্রতীয়ম হয়?
[ সকল বোর্ড-18 ]
দ্বন্দ্ব
বহুব্রীহি
অব্যয়ীভাব
কর্মধারয়
৩. আধুনিক বাংলায় ম-এর পর কণ্ঠ্য-বর্গীয় ধ্বনি থাকলে মধ্যস্থানে ঙ না হয়ে কোনটি হয়?
[ সকল বোর্ড-18 ]
ৎ
ঃ
ং
ঁ
৪. ‘নামিল নভে বাদল ছল ছল বেদনায়।"- বাক্যটিতে দ্বিরুক্ত শব্দ কোন পদ রূপে ব্যবহৃত হয়েছে?
[ সকল বোর্ড-18 ]
ক্রিয়া
বিশেষ্য
বিশেষণ
ক্রিয়া বিশেষণ
৫. সংখ্যাবাচক শব্দ কয় প্রকার?
[ সকল বোর্ড-18 | Dha-20,22 | Comi-15 | Jess-22 | Din-15 ]
দুই
তিন
চার
পাঁচ
ব্যাখ্যাঃ
২০২০ সালের পুরাতন বই অনুসারে সংখ্যাবাচক শব্দ ছিল চার প্রকার। যথা: (১) অঙ্কবাচক (২) পরিমাণ বা গণনাবাচক (৩) ক্রম বা পূরণবাচক (৪) তারিখ বাচক। তবে বর্তমান ব্যাকরণ অনুসারে সংখ্যাবাচক শব্দ দুই প্রকার। যথা: ক্রমবাচক ও পূরণবাচক।
৮. "বৃষ্টি আসে আসুক"-বাক্যের ক্রিয়া পদটি কোন ভাব প্রকাশ করে?
[ সকল বোর্ড-18 | Chit-16 ]
সাপেক্ষ
অনুজ্ঞা
আকাঙ্ক্ষা
নির্দেশক
৯. "বিনে স্বদেশী ভাষা, মিটে কি আশা।"- এখানে "বিনে" কী অর্থ প্রকাশ করেছে?
[ সকল বোর্ড-18 | Dha-15 | Chit-15,22 ]
সঙ্গে
প্রয়োজনে
ব্যতিরেকে
আবশ্যিকতা
১১. "পরীক্ষায় সফল হও"- এটি কোন ধরনের বাক্য?
[ সকল বোর্ড-18 | Raj-20 | Din-19 ]
বিবৃতিমূলক
আদেশ সূচক
বিস্ময় সূচক
ইচ্ছাসূচক
মিশ্র বাক্য
সরল বাক্য
আশ্রিত খণ্ডবাক্য
যৌগিক বাক্য
১৩. "জগতে কীর্তিমান হয় সাধনায়। -এখানে "সাধনায়" কোন কারকের উদাহরণ?
[ সকল বোর্ড-18 | Raj-20 ]
কর্তৃ
কর্ম
করণ
অধিকরণ
কর্তৃবাচ্য
কর্মবাচ্য
ভাববাচ্য
কর্মকর্তৃবাচ্য
১৫. ওষুধে "গুণ" করেছে। এই বাক্যে "গুণ" শব্দটি প্রয়োগ করা হয়েছে-
[ সকল বোর্ড-18 | Din-15,20 ]
বৈশিষ্ট্য অর্থে
ক্রিয়া অর্থে
উৎকর্ষ অর্থে
ধর্ম অর্থে