আমাদের স্কুল

সেটিং

বহুনির্বাচনি প্রশ্নের দেখানোর অপশনঃ
শুধুমাত্র উত্তর 2 অপশন
3 অপশন 4 অপশন
বহুনির্বাচনি প্রশ্নের অপশন প্রদর্শনঃ
রো আকারে কলাম আকারে
বহুনির্বাচনি প্রশ্নের উত্তরঃ
লুকান বোল্ড করুন
দেখান দেখান ও বোল্ড করুন
বহুনির্বাচনি প্রশ্নের ব্যাখ্যাঃ
দেখান লুকান নিচে লুকান
থিম নির্বাচন করুনঃ
ফন্ট সাইজঃ
15

SSC পরীক্ষা - 2017
বাংলা ১ম পত্র - 101

শিক্ষা বোর্ডঃ যশোর বোর্ড

১। "বই পড়া" প্রবন্ধটি কোন গ্রন্থ থেকে সংকলিত হয়েছে?

গল্প-সংগ্রহ
প্রবন্ধ-সংগ্রহ
প্রবন্ধ-সংকলন
নির্বাচিত প্রবন্ধ

২। শিক্ষার অপ্রয়োজনার দিককে শ্রেষ্ঠ দিক বলা হয় কেন?

শিক্ষার্জনের মাধ্যমে জীব সত্তাকে টিকিয়ে রাখা যায়
শিক্ষালাভের মাধ্যমে মনুষ্যত্ব জাগ্রত করা যায়
জৈবিক চাহিদা পূরণে মুখ্য ভূমিকা রাখে
জীবনকে উপভোগ্য করে তুলতে অনন্য অবদান রাখে

৩। লেখকের মুখে "বামুনদি" ডাকটি শুনে মমতাদি হাসি বন্ধ করলো কেন?

সংকোচের কারণে
লজ্জাশীলতার কারণে
আত্মসম্মানবোধের কারণে
দারিদ্রতার কারণে

৪। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে ‘সালেহ আহমেদ" ছদ্মনামে কে খবর পড়তেন?

কামরুল হাসান
আলমগীর কবির
হাসান ইমাম
আলী যাকের

৫। বিশ্ব সাহিত্যে কোনটি সর্বাপেক্ষা প্রাচীন?

উপন্যাস
কবিতা
নাটক
ছোটগল্প

৬। "কপোতাক্ষ নদ" কবিতার ষষ্ঠকের ছন্দমিল কোনটি?

গঘঙ গঘঙ
গখগ গঘগ
গঘগ ঘগঘ
গঘঘ গঘগ

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


“বৈরাগ্য সাধনে মুক্তি, সে আমার নয়,
অসংখ্য বন্ধন-মাঝে মহানন্দময়
লভিব মুক্তির স্বাদ।”

৭। কবিতাংশের ভাব তোমার পাঠ্য কোন রচনার মধ্যে খুঁজে পাওয়া যায়?

শিক্ষা ও মনুষ্যত্ব
বইপড়া
প্রাণ
জীবন-সংগীত

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


“গাহি সাম্যের গান -
যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান,
যেখানে মিশেছে হিন্দু-বৌদ্ধ-মুসলিম-খ্রিষ্টান।
গাহি সাম্যের গান।"

৮। কবিতাংশের "মানুষ" কবিতার যে ভাব ফুটে উঠেছে তা হলো-
(i) সাম্যবাদিতা
(ii) অসাম্প্রদায়িকতা
(iii) আধ্যাত্মিকতা

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

৯। ‘পল্লিজননী’ কবিতায় ‘সম্মুখে তার ঘোর কুজ্ঝটিকা মহাকাল রাত পাতা’ – চরণটিতে প্রকাশ পেয়েছে-
(i) সন্তানের মৃত্যু আশঙ্কা
(ii) নিরাশার নিস্তব্ধতা
(iii) রাত্রির নীরবতা

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


“ছিঁড়ি, গোলামির দলিলকে ছিঁড়ি,
বেপরোয়াদের দলে গিয়ে ভিড়ি
খুঁজি কোনখানে স্বর্গের সিঁড়ি
কোথায় প্রাণ!”

১০। উদ্দীপকের চেতনা ‘তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা’ কবিতায় কার মধ্যে ফুটে উঠেছে?

সাকিনা বিবি
হরিদাসী
মোল্লাবাড়ির বিধবা
মতলব মিয়া

১১। ফুটে ওঠা চেতনা হলো-
(i) প্রতিবাদী সত্তার জাগরণ
(ii) স্বাধীনতার জন্য আত্মত্যাগ
(iii) পরাধীনতার গ্লানিমুক্তি

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

১২। ‘আমার পরিচয়’ কবিতায় ‘কমলার দীঘি’ ও ‘মহুয়ার পালা" প্রসঙ্গ এনে কবি কী বুঝিয়েছেন?

সাহিত্যিক ঐতিহ্য
সাংস্কৃতিক ঐতিহ্য
সংগ্রামী চেতনা
অসাম্প্রদায়িক চেতনা

১৩। বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণের মঞ্চ রেসকোর্স ময়দানের কোন প্রান্তে নির্মিত হয়েছিল?

পূর্ব প্রান্ত
পশ্চিম প্রান্ত
দক্ষিণ প্রান্ত
উত্তর প্রান্ত

১৪। এখন থেকে তোকে আমি ‘জয়বাংলা’ বলে ডাকব – এখানে কার কথা বলা হয়েছে?

ফুলকলি
কুন্তি
বুধা
মিঠু

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


সার্থক জীবন আর বাহু বল তার হে,
বাহু-বল তার।
আত্মনাশে যেই করে দেশের উদ্ধার হে
দেশের উদ্ধার।

১৫। কবিতাংশের বক্তব্য ‘কাকতাড়ুয়া’ উপন্যাসের কোন চরিত্রে যথাযথভাবে প্রতিফলিত হয়েছে?

বুধা
মিঠু
মধু
আলি

১৬। প্রতিফলিত দিকটি হলো -
(i) স্বদেশপ্রেম
(ii) মানব প্রেম
(iii) স্বাধীনতার আকাঙ্ক্ষা

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

১৭। “আমরা কী করিয়া তাহাদের ঠেকাই। আজ না হয় কাল, যাইবেই।” – বাক্যটিতে বহিপীরের কোন বৈশিষ্ট্য প্রকাশ পেয়েছে?

সহমর্মিতা
বাস্তব জ্ঞান
উদারতা
মানবিকতা

১৮। ‘আমার মাথার ওপর হঠাৎ যেন আকাশ ভেঙ্গে পড়েছে?’ ‘বহিপীর’ নাটকে উক্তিটি কার?

তাহেরা
খোদেজা
হাশেম আলি
হাতেম আলি

১৯। ‘নদীতে বেগুনি রঙের শাপলা থাকে না, পদ্ম-পলাশ থাকে না। খালি কচুরিপানা ভেসে যায়’ – তাহেরার এ উক্তিতে কী ফুটে উঠেছে?

অসহায়ত্ব
উদাসীনতা
তুচ্ছতাবোধ
নির্মোহভাব