আমাদের স্কুল

সেটিং

বহুনির্বাচনি প্রশ্নের দেখানোর অপশনঃ
শুধুমাত্র উত্তর 2 অপশন
3 অপশন 4 অপশন
বহুনির্বাচনি প্রশ্নের অপশন প্রদর্শনঃ
রো আকারে কলাম আকারে
বহুনির্বাচনি প্রশ্নের উত্তরঃ
লুকান বোল্ড করুন
দেখান দেখান ও বোল্ড করুন
বহুনির্বাচনি প্রশ্নের ব্যাখ্যাঃ
দেখান লুকান নিচে লুকান
থিম নির্বাচন করুনঃ
ফন্ট সাইজঃ
15

SSC পরীক্ষা - 2018
ইসলাম ও নৈতিক শিক্ষা - 111

শিক্ষা বোর্ডঃ যশোর বোর্ড

১। ইসলাম শব্দের অর্থ হচ্ছে-

অনুগত্য করা
বিশ্বাস করা
ধর্মপরায়ণ হওয়া
দাসত্ব করা

২। মানব জীবনে সৎ চরিত্রবান হওয়ার ক্ষেত্রে কীসের প্রভাব অপরিসীম?

তাওহিদের
রিসালাতের
আসমানি কিতাবের
আখিরাতের

৩। কারা বাহ্যিকভাবে ইসলাম ও ইমান স্বীকার করে মুসলমানদের মত ইবাদত বন্দেগি করে ?

পাপী মুসলমানরা
মুনাফিকরা
মুশরিকরা
ফাসিকরা

৪। কারা মানব জাতির জন্য অনুপম আদর্শ?

আলেমগণ
হাফেজগণ
শহীদগণ
নবি-রাসুলগণ

৫। "খাতামুন" শব্দের অন্যতম অর্থ কী?

শেষ
সমাপ্তি
উপসংহার
সিলমোহর

৬। নিচের কোনটি আল কুরআনের অন্যতম নাম?

আল-মুকাল্লিদ
আয-যিকর
আশ-শিরক
আল-বাকারা

৭। মুখ, অন্তর ও কর্মের মাধ্যমে শরীয়তের কার্য সম্পাদনের নামই হলো -

ইমাম
আকাইদ
আখলাক
এহসান

৮। কোন যুদ্ধে সর্বাধিক হাফিযে কুরআন শাহাদতবরণ করেন?

উহুদ
ইয়ামামা
খায়বার
তাবুক

৯। রাসুল (স.) হাতে কলমে যা শিক্ষা দিয়েছেন, তাকে বলে -

কুরআন
সুন্নাহ
ইজমা
কিয়াস

১০। শরিয়তের বিষয়বস্তুর মধ্যে রয়েছে-
(i) বিশ্বাসগত বিধি-বিধান
(ii) চরিত্র সংক্রান্ত রীতি-নীতি
(iii) বাস্তব কাজকর্ম সংক্রান্ত বিধি-বিধান

i ও ii
ii ও iii
i ও iii
i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


ইসলাম একটি গতিশীল, পূর্ণাঙ্গ ও সর্বজনীন জীবন ববস্থা। এতে কিয়ামত পর্যন্ত আগমনকারী সকল মানুষের জন্য পরিপূর্ণ দিক নির্দেশনা রয়েছে।

১১। এখানে শরিয়তের কোন উৎসের প্রতি ইঙ্গিত করা হয়েছে?

সুন্নাহ
ইজমা
কিয়াস
ইজতেহাদ

১২। বিজ্ঞানসম্মত ও যৌক্তিক উৎস কোনটি?

কুরআন
সুন্নাহ
ইজমা
কিয়াস

১৩। কোনটি অস্বীকার করলে কাফির হয় না, তবে বড় ধরনের অপরাধী হয়?

ফরযে কিফায়া
ওয়াজিব
সুন্নাত
সুন্নাতে মুয়াক্কাদাহ

১৪। কোনটি সমাজ থেকে অস্থিতিশীলতা ও বিশৃঙ্খলা দূর করে পারস্পরিক সম্প্রীতি স্থাপন করে?

সালাত
সাওম
যাকাত
দান খয়রাত

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


ছমির নিয়মিত জামাতে সালাত আদায় করে।

১৫। এজন্য সে লাভ করবে-

৫ গুণ সওয়াব
২৭ গুণ সওয়াব
৫০০ গুণ সওয়াব
হাজার গুণ সওয়াব

১৬। ছমিরের ইবাদতে অর্জিত হবে -
(i) আল্লাহর নৈকট্য
(ii) আত্মার পরিশুদ্ধি
(iii) প্রভুর সান্নিধ্য

i ও ii
ii ও iii
i ও iii
i, ii ও iii

১৭। ছাত্র-শিক্ষকের সম্পর্ক হবে-
(i) পিতা-পুত্রের ন্যায়
(ii) বন্ধু-বান্ধবের ন্যায়
(iii) গুরু-শিষ্যের ন্যায়

i
ii
iii
i ও ii

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


মাহবুব সাহেব বিত্তশালী লোক। তিনি হজ আদায়ের জন্য ১২ই জিলহজ মক্কায় গমন করেন।

১৮। মাহবুব সাহেবের হজ-

আদায় হবে না
আদায় হবে
কোনমতে আদায় হবে
নেকি কম হবে

১৯। জিলহজ মাসের কত তারিখে মাহবুব সাহেবের আরাফাতে অবস্থানের কথা ছিল?

১০
১১

২০। কোনটি আখলাকে যামিমা নয়?

ঠাট্টা-বিদ্রুপ
হিংসা-বিদ্বেষ
মানবসেবা
পরচর্চা

২১। কীসের দ্বারা সমাজে সকল অন্যায়-অত্যাচারের দরজা খুলে যায়?

হিংসা
গিবত
কর্মবিমুখতা
ফিতনা-ফাসাদ

২২। গ্রহণীয় চারিত্রিক বৈশিষ্ট্য কোনটি?

বদান্যতা
অসহনশীলতা
দলাদলি
আড়ম্বরতা

২৩। সাদিক মানুষের জন্য নিজের স্বার্থ ত্যাগ করে সাহায্য সহযোগিতা করে। সাদিকের কর্মের মাধ্যমে ফুটে উঠেছে -

দেশপ্রেম
ভ্রাতৃত্ববো"ধ
আমানত
সত্যবাদিতা

২৪। "আল জুদাইরি ওয়াল হাসবাহ" গ্রন্থখানা কোন বিষয়ক ?

বসন্ত ও হাম
জ্বর
বর্ষপঞ্জি
বিজ্ঞান

২৫। মহানবি (স.) কীভাবে প্রচুর সম্পদের মালিক হন?

অলৌকিকভাবে
ব্যবসা করে
খাদিজার আন্তরিকতা ও সৌজন্যে
উত্তরাধিকারী সূত্র

২৬। হিসাব আল জাবার ওয়াল মুকাবালাহ গ্রন্থখানি কার লেখা?

নাসির উদ্দিন তুসি
ওমর খাইয়াম
আল খাওয়ারেযমি
ইবনে হায়সাম