আমাদের স্কুল

সেটিং

বহুনির্বাচনি প্রশ্নের দেখানোর অপশনঃ
শুধুমাত্র উত্তর 2 অপশন
3 অপশন 4 অপশন
বহুনির্বাচনি প্রশ্নের অপশন প্রদর্শনঃ
রো আকারে কলাম আকারে
বহুনির্বাচনি প্রশ্নের উত্তরঃ
লুকান বোল্ড করুন
দেখান দেখান ও বোল্ড করুন
বহুনির্বাচনি প্রশ্নের ব্যাখ্যাঃ
দেখান লুকান নিচে লুকান
থিম নির্বাচন করুনঃ
ফন্ট সাইজঃ
15

JSC পরীক্ষা - 2019
বাংলা ১ম পত্র - 101

শিক্ষা বোর্ডঃ ঢাকা বোর্ড

১। পাখি চালান দেওয়া কাদের ব্যবসা?

মালির
মালিনীর
ব্যাধের
আসামির

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


রনি স্কুলে যাওয়ার পথে একটি স্বর্ণের আংটি কুড়িয়ে পেল। সে সোজা স্কুলে এসে প্রধান শিক্ষকের কাছে জমা দিল।

২। উদ্দীপকের বিষয়বস্তু তোমার পঠিত কোন রচনার ভাবকে ইঙ্গিত করে?

অতিথির স্মৃতি
সুখী মানুষ
পড়ে পাওয়া
মংডুর পথে

৩। উপর্যুক্ত রচনায় প্রকাশ পেয়েছে— 1. নৈতিক মূল্যবোধ
(ii) মানবিকতাবোধ
(iii) স্বদেশপ্রেম

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

৪। "পরেশ তোমার মামার উপযুক্ত ছেলেই বটে"- উক্তিটিতে কী প্রকাশ পেয়েছে?

দ্বিধা
যোগ্যতা
প্রশংসা
তিরস্কার

৫। আমাদের লোকশিল্পের কোন উপকরণটি দেশের ঐতিহ্য ও জীবনের প্রতিনিধিত্ব করে?

কাপড়ের পুতুল
শীতল পাটি
মাদুর
হাসিয়া

৬। সুখী লোকটি নিজেকে "সুখের রাজা, মস্ত বড় বাদশা" বলেছিল। কারণ তার উপার্জন ছিল-

সৎ পথে পরিশ্রমের মাধ্যমে
নীতিহীন পথে
অনৈতিকভাবে
বেশি সম্পদ

৭। রমনার পাকুড়মূলে ছায়ানট কত সালে নববর্ষের অনুষ্ঠান শুরু করে?

১৯৬৫
১৯৬৬
১৯৬৭
১৯৬৮

৮। ভাষার উৎপত্তি ও ক্রমবিকাশ সম্পর্কে যারা গবেষণা করেন তাদের বলে-

বৈদিক
ভাষাতাত্ত্বিক
প্রাবন্ধিক
সংস্কৃতবিদ

৯। "রেখো মা দাসেরে মনে" এ পঙ্ক্তিতে প্রকাশ পেয়েছে মাইকেল মধুসূদন দত্তের-

স্বদেশপ্রেম
বদান্যতা
প্রকৃতিপ্রীতি
স্মৃতিকাতারতা

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


পালিয়ে যাবে কেবল তখন হার মেনে সব মানা
তুমি যখন সাহস করে হবে হার না মানা।

১০। উদ্দীপকের সাথে বৈসাদৃশ্যপূর্ণ "পাছে লোকে কিছু বলে" কবিতার যে চরণ-
(i) পাছে লোকে কিছু বলে
(ii) শক্তি মরে ভীতির কবলে
(iii) বিধাতা দিছেন প্রাণ, থাকি সদা ম্রিয়মাণ

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

১১। কবিতাংশের কোন ভাবটি "পাছে লোকে কিছু বলে" কবিতায় ব্যক্তিদের ক্ষেত্রে থাকা আবশ্যক?

সাহসিকতা
হতাশা
দুর্বলতা
ভীরুতা

১২। "দেহ হৃদে বল" দ্বারা বোঝানো হয়েছে-

দেহ ও মনে বল
দেহ, হৃদয় ও বল
মনে শক্তি দাও
দেহ হৃদয়ের কথা বলে

১৩। বাবুরের বিজয়ে কে গর্জে উঠল?

দৌলত খাঁ
সংগ্রাম সিংহ
রণবীর চৌহান
ইব্রাহিম লোদি

১৪। আগের যুগের নারীরা কীরূপ ছিল?

রানি
প্ৰজা
দাসী
ক্ষমতাধর

১৫। "একুশের গান" কবিতাটি প্রথম ছাপা হয় কত সালে?

১৯৫২
১৯৫৩
১৯৫৪
১৯৫৫