প্রশ্নঃ "সবার উপরে মানুষ সত্য, তাহার উপর নাই"- পঙক্তিটিতে "মানবধর্ম" কবিতার কোন দিকটি প্রতিফলিত হয়েছে?
[ Syl-17 ]
ক. দয়া প্রদর্শন
খ. পরোপকার
গ. মনুষ্যত্ব
ঘ. অধ্যাত্ম ভাব
উত্তরঃ মনুষ্যত্ব
একই অধ্যায়ের বহুনির্বাচনি প্রশ্ন
ক. রুপাই
খ. মানবধর্ম
ক. প্রার্থনা
খ. মানবধর্ম
গ. রুপাই
ক. প্রার্থনা
খ. বঙ্গভূমির প্রতি
গ. রুপাই
ঘ. মানবধর্ম
উত্তরঃ মানবধর্ম
প্রশ্নঃ "শুনহ মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই।"- এর সঙ্গে কোন পঙক্তির মিল রয়েছে?
[ Chit-19 ]
ক. ভিন্ন জানায় পাত্র অনুসারে
খ. মূলে এক জল, সে যে ভিন্ন নয়
ক. মূলে এক জল, সে যে ভিন্ন নয়
খ. জেতের চিহ্ন রয় কার রে
গ. জগৎ বেড়ে জেতের কথা
ক. জেতের চিহ্ন রয় কার রে
খ. ভিন্ন জানায় পাত্র অনুসারে
গ. জগৎ বেড়ে জেতের কথা
ঘ. মূলে এক জল, সে যে ভিন্ন নয়
উত্তরঃ মূলে এক জল, সে যে ভিন্ন নয়
ক. মানুষের বৈষম্য
খ. জাতের ভিন্নতা
ক. বর্ণের বৈষম্য
খ. কর্মের ভিন্নতা
গ. জাতের ভিন্নতা
ক. জাতের ভিন্নতা
খ. বর্ণের বৈষম্য
গ. মানুষের বৈষম্য
ঘ. কর্মের ভিন্নতা
উত্তরঃ জাতের ভিন্নতা
ক. পাত্র
খ. অবস্থা
ক. অবস্থা
খ. জাত
গ. পাত্র
ক. অবস্থা
খ. পাত্র
গ. কাল
ঘ. জাত
উত্তরঃ পাত্র
ক. জাত
খ. পাত্র
ক. পাত্র
খ. জাত
গ. অবস্থা
ক. অবস্থা
খ. পাত্র
গ. কাল
ঘ. জাত
উত্তরঃ পাত্র
নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:
শুন হে মানুষ ভাই-
সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই।
সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই।
ক. মানবধর্ম
খ. প্রার্থনা
ক. মানবধর্ম
খ. রুপাই
গ. প্রার্থনা
ক. নারী
খ. রুপাই
গ. প্রার্থনা
ঘ. মানবধর্ম
উত্তরঃ মানবধর্ম
প্রশ্নঃ "সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই"- এই মনোভাবের ধারক কবিতা কোনটি?
[ সকল বোর্ড-12 | Jess-14 | Chit-14 ]
ক. মানবধর্ম
খ. নারী
ক. রুপাই
খ. প্রার্থনা
গ. মানবধর্ম
ক. নারী
খ. রুপাই
গ. প্রার্থনা
ঘ. মানবধর্ম
উত্তরঃ মানবধর্ম
ক. অভিন্নতা
খ. সবাই মানুষ
ক. অভিন্নতা
খ. সবাই মানুষ
গ. বৈষম্যহীনতা
ক. একই রকম জল
খ. বৈষম্যহীনতা
গ. সবাই মানুষ
ঘ. অভিন্নতা
উত্তরঃ অভিন্নতা
ক. ১৭৭০
খ. ১৭৭২
ক. ১৭৭২
খ. ১৭৭৩
গ. ১৭৭১
ক. ১৭৭০
খ. ১৭৭১
গ. ১৭৭২
ঘ. ১৭৭৩
উত্তরঃ ১৭৭২
ক. ভৌগলিক দিক
খ. অবস্থানগত দিক
ক. অবস্থানগত দিক
খ. ভৌগলিক দিক
গ. পরিছন্নতার দিক
ক. ভৌগলিক দিক
খ. পবিত্রতার দিক
গ. পরিছন্নতার দিক
ঘ. অবস্থানগত দিক
উত্তরঃ অবস্থানগত দিক
ক. উদারতা
খ. অসাম্প্রদায়িকতা
ক. অহিংসা
খ. উদারতা
গ. অসাম্প্রদায়িকতা
ক. দুর্ভেদ্যতা
খ. অহিংসা
গ. অসাম্প্রদায়িকতা
ঘ. উদারতা
উত্তরঃ অসাম্প্রদায়িকতা
নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:
"চারি পাশে তার জমিল লোকের ভিড় বলিয়া উঠিল একজন আরে এ যে মেথরের ছেলে, ইহার জন্য বে-আকুফ তুমি তাজা প্রাণ দিতে গেলে?"
ক. নদীর স্বপ্ন
খ. মানব ধর্ম
ক. নদীর স্বপ্ন
খ. পাছে লোকে কিছু বলে
গ. মানব ধর্ম
ক. নদীর স্বপ্ন
খ. মানব ধর্ম
গ. দুই বিঘা জমি
ঘ. পাছে লোকে কিছু বলে
উত্তরঃ মানব ধর্ম
ক. হিন্দু-মুসলমান
খ. আপাত দৃষ্টিতে ধর্মভেদ
ক. আপাত দৃষ্টিতে ধর্মভেদ
খ. হিন্দু-মুসলমান
গ. জাত-ধর্ম বড় নয়
ক. আপাত দৃষ্টিতে ধর্মভেদ
খ. জাত-ধর্ম বড় নয়
গ. হিন্দু-মুসলমান
ঘ. জাতি-ধৰ্ম
উত্তরঃ হিন্দু-মুসলমান
নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:
"নানান বরণ গাভী রে ভাই একই বরণ দুধ জগৎ-ভ্ৰমিয়া দেখি একই মায়ের পুত"
ক. জাতের অখন্ডতা
খ. জন্মের সীমাবদ্ধতা
ক. ধর্মের অসমতা
খ. জাতের অখন্ডতা
গ. মানুষের ভিন্নতা
ক. ধর্মের অসমতা
খ. জন্মের সীমাবদ্ধতা
গ. জাতের অখন্ডতা
ঘ. মানুষের ভিন্নতা
উত্তরঃ জাতের অখন্ডতা
ক. জেতের ফাতা
খ. যাওয়া আসা
ক. জেতের ফাতা
খ. কূপজল
গ. যাওয়া আসা
ক. বাজার
খ. জেতের ফাতা
গ. কূপজল
ঘ. যাওয়া আসা
উত্তরঃ যাওয়া আসা