নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:
আকাশ সাহের কবুতর পোষেন। খাবার নিয়ে বাক-বাকুম করে ডাকলে কবুতরগুলো ছুটে আসে। আকাশ সাহেবের দুঃখ-কষ্ট মনোভাব বুঝতে চেষ্টা করে।
প্রশ্নঃ উদ্দীপকে "অতিথির স্মৃতি" গল্পের কেন দিকটিকে ইঙ্গিত করে?
[ Bari-19 ]
ক. মানবেতর প্রাণীর প্রতি মমত্ববোধ
খ. মানুষের প্রতি মমত্ববোধ
গ. মালির প্রতি মমত্ববোধ
ঘ. মালির বউয়ের প্রতি মমত্ববোধ
উত্তরঃ মানবেতর প্রাণীর প্রতি মমত্ববোধ
একই অধ্যায়ের বহুনির্বাচনি প্রশ্ন
ক. আসামির
খ. ব্যাধের
ক. মালিনীর
খ. আসামির
গ. ব্যাধের
ক. মালির
খ. মালিনীর
গ. ব্যাধের
ঘ. আসামির
উত্তরঃ ব্যাধের
ক. একটি দরিদ্র ঘরের মেয়ে
খ. একটি শক্তি-সামর্থ্যহীন কুকুর
ক. একটি দরিদ্র ঘরের মেয়ে
খ. রাতব্যাধিগ্রস্ত বৃদ্ধ ব্যক্তি
গ. একটি শক্তি-সামর্থ্যহীন কুকুর
ক. পা ফুলো অল্পবয়সী একদল মেয়ে
খ. একটি দরিদ্র ঘরের মেয়ে
গ. রাতব্যাধিগ্রস্ত বৃদ্ধ ব্যক্তি
ঘ. একটি শক্তি-সামর্থ্যহীন কুকুর
উত্তরঃ একটি দরিদ্র ঘরের মেয়ে
ক. খাবারে ভাগ বসাবে বলে
খ. কামড়াবে বলে
ক. খাবারে ভাগ বসাবে বলে
খ. কামড়াবে বলে
গ. দেখতে কুৎসিত বলে
ক. খাবারে ভাগ বসাবে বলে
খ. কামড়াবে বলে
গ. দেখতে কুৎসিত বলে
ঘ. ঘেউ ঘেউ করত বলে
উত্তরঃ খাবারে ভাগ বসাবে বলে
ক. গৃহস্থ ঘরের পীড়িতদের
খ. দরিদ্র ঘরের মেয়েটিকে
ক. দরিদ্র ঘরের মেয়েটিকে
খ. গৃহস্থ ঘরের পীড়িতদের
গ. বেরিবেরির আসামিকে
ক. বেরিবেরির আসামিকে
খ. গৃহস্থ ঘরের পীড়িতদের
গ. দরিদ্র ঘরের মেয়েটিকে
ঘ. বাতব্যাধিগ্রস্ত ব্যক্তিদের
উত্তরঃ দরিদ্র ঘরের মেয়েটিকে
ক. শালিক
খ. দোয়েল
ক. দোয়েল
খ. শালিক
গ. বুলবুলি
ক. বুলবুলি
খ. শ্যামা
গ. শালিক
ঘ. দোয়েল
উত্তরঃ দোয়েল
ক. মধ্যবিত্ত
খ. উচ্চমধ্যবিত্ত
ক. উচ্চবিত্ত
খ. উচ্চমধ্যবিত্ত
গ. মধ্যবিত্ত
ক. নিম্নবিত্ত
খ. মধ্যবিত্ত
গ. উচ্চবিত্ত
ঘ. উচ্চমধ্যবিত্ত
উত্তরঃ মধ্যবিত্ত
ক. প্রার্থনা
খ. প্রার্থনামূলক গান
ক. প্রার্থনা
খ. মুনাজাত
গ. প্রার্থনামূলক গান
ক. প্রার্থনা
খ. প্রার্থনামূলক গান
গ. আরাধনা
ঘ. মুনাজাত
উত্তরঃ প্রার্থনামূলক গান
ক. কুকুরটির মমতায়
খ. ট্রেনের টিকিট না পাওয়ায়
ক. কুকুরটির মমতায়
খ. আরো কতদিন থাকার ইচ্ছায়
গ. অসুস্থতা লাভের আশায়
ক. অসুস্থতা লাভের আশায়
খ. কুকুরটির মমতায়
গ. ট্রেনের টিকিট না পাওয়ায়
ঘ. আরো কতদিন থাকার ইচ্ছায়
উত্তরঃ কুকুরটির মমতায়
ক. নিঃসঙ্গতা
খ. অসুস্থতা
ক. অসুস্থতা
খ. নিঃসঙ্গতা
গ. বয়স
ক. বয়স
খ. অসুস্থতা
গ. নিঃসঙ্গতা
ঘ. দুরবস্থা
উত্তরঃ অসুস্থতা
ক.
খ. none
ক.
খ.
গ. none
ক. ক্ষুধা বাড়াতে পরিশ্রম
খ. ক্ষুধা নিবারণ করা
গ. খাদ্য গ্রহণ করা
ঘ. খাদ্য জোগাতে পরিশ্রম
উত্তরঃ none
ব্যাখ্যাঃ
ক ও খ দুটো সঠিক উত্তর
প্রশ্নঃ "চাকরদের দরদ তার "পরেই বেশি।" "অতিথির স্মৃতি" গল্পে "তার" বলতে কার কথা বলা হয়েছে?
[ Chit-18 ]
ক. অতিথি
খ. মালিবৌ
ক. মালিবৌ
খ. অতিথি
গ. লেখক
ক. মালি
খ. লেখক
গ. মালিবৌ
ঘ. অতিথি
উত্তরঃ মালিবৌ
ক. জীবপ্রেম
খ. দায়িত্বশীলতা
ক. প্রকৃতিপ্রেম
খ. জীবপ্রেম
গ. ধর্মনিষ্ঠা
ক. প্রকৃতিপ্রেম
খ. ধর্মনিষ্ঠা
গ. দায়িত্বশীলতা
ঘ. জীবপ্রেম
উত্তরঃ জীবপ্রেম
ক. কুলি
খ. অতিথি
ক. অতিথি
খ. মালির বৌ
গ. মালি
ক. মালির বৌ
খ. কুলি
গ. মালি
ঘ. অতিথি
উত্তরঃ অতিথি
প্রশ্নঃ ‘অতিথির স্মৃতি" রচনায় লেখকের সাথে অতিথিরূপী কুকুরের কী ধরনের সম্পর্ক গড়ে উঠেছে?
[ Din-18 ]
ক. স্নেহ-প্রীতির
খ. মহত্ত্ব প্রদর্শনের
ক. সম্পর্ক সূত্রের
খ. মহত্ত্ব প্রদর্শনের
গ. স্নেহ-প্রীতির
ক. স্নেহ-প্রীতির
খ. দায়িত্বশীলতার
গ. সম্পর্ক সূত্রের
ঘ. মহত্ত্ব প্রদর্শনের
উত্তরঃ স্নেহ-প্রীতির
ক. প্রতিবেশীদের
খ. চাকরদের
ক. চাকরদের
খ. প্রতিবেশীদের
গ. লেখকের
ক. চাকরদের
খ. প্রতিবেশীদের
গ. লেখকের
ঘ. অতিথির
উত্তরঃ চাকরদের