প্রশ্নঃ "সেই ছেলেটি’--নাটিকাটি কেবল শুধু পড়ার জন্য নয়। বরং—
(i) উপলব্ধি করার জন্য
(ii) সহায়ক ভূমিকা পালনের জন্য
(iii) জীবন সম্পর্কে অন্যকে বোঝানোর জন্য
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তরঃ ii ও iii
একই অধ্যায়ের বহুনির্বাচনি প্রশ্ন
ক. পাঁচটি
খ. তিনটি
ক. তিনটি
খ. দুইটি
গ. চারটি
ক. পাঁচটি
খ. দুইটি
গ. চারটি
ঘ. তিনটি
উত্তরঃ তিনটি
ক. স্যার তাকে বকুনি দিতে পারে
খ. রোগের কারণে সে হাঁটতে পারে না
ক. রোগের কারণে সে হাঁটতে পারে না
খ. সে স্কুলে যেতে চায় না
গ. স্যার তাকে বকুনি দিতে পারে
ক. সে স্কুলে যেতে চায় না
খ. স্যার তাকে বকুনি দিতে পারে
গ. তাঁর স্কুলে ফাঁকি দেওয়ার ইচ্ছা ছিল
ঘ. রোগের কারণে সে হাঁটতে পারে না
উত্তরঃ রোগের কারণে সে হাঁটতে পারে না
ক. ছেলের পা চিকন হয়ে যাচ্ছে
খ. ছেলের এই অবস্থায় তিনি অসহায়
ক. ছেলের এই অবস্থায় তিনি অসহায়
খ. ছেলের পা চিকন হয়ে যাচ্ছে
গ. ছেলের পায়ের কোনো চিকিৎসা হচ্ছে না
ক. ছেলের পা চিকন হয়ে যাচ্ছে
খ. ছেলের পা একদিন পঙ্গু হয়ে যেতে পারে
গ. ছেলের পায়ের কোনো চিকিৎসা হচ্ছে না
ঘ. ছেলের এই অবস্থায় তিনি অসহায়
উত্তরঃ ছেলের এই অবস্থায় তিনি অসহায়
নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:
রেবেকা কাছের জিনিস দেখতে পায় কিন্তু দূরের জিনিস ঝাপসা দেখে একদিন সে লক্ষ করল দূরের জিনিস অর্ধেক দেখা যাচ্ছে আর অর্ধেক পুরো অন্ধকার। মাকে জানালে তিনি বললেন চোখে পানি দিলে ঠিক হয়ে যাবে। কিন্তু তা হয়নি। বরং অবস্থা আরও খারাপ হচ্ছে।
ক. পুষ্টিহীন
খ. সুবিধাবঞ্চিত
ক. বুদ্ধিহীন
খ. পুষ্টিহীন
গ. সুবিধাবঞ্চিত
ক. পুষ্টিহীন
খ. বুদ্ধিহীন
গ. স্বাভাবিক
ঘ. সুবিধাবঞ্চিত
উত্তরঃ পুষ্টিহীন
ক. i ও iii
খ. i ও ii
ক. i ও iii
খ. ii ও iii
গ. i ও ii
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তরঃ i ও iii
ক. ১৯৪৮
খ. ১৯৫১
ক. ১৯৫১
খ. ১৯৫০
গ. ১৯৪৮
ক. ১৯৪৯
খ. ১৯৫১
গ. ১৯৪৮
ঘ. ১৯৫০
উত্তরঃ ১৯৪৮
ক. টাঙ্গাইল
খ. বরিশাল
ক. বরিশাল
খ. ময়মনসিংহ
গ. টাঙ্গাইল
ক. টাঙ্গাইল
খ. বরিশাল
গ. ময়মনসিংহ
ঘ. কিশোরগঞ্জ
উত্তরঃ টাঙ্গাইল
ক. রক্তকরবী
খ. ওরা কদম আলী
ক. কৃষ্ণকুমারী
খ. ওরা কদম আলী
গ. রক্তকরবী
ক. কৃষ্ণকুমারী
খ. ওরা কদম আলী
গ. রক্তকরবী
ঘ. চিত্রাঙ্গদা
উত্তরঃ ওরা কদম আলী
ক. মঞ্চনাটকে
খ. টিভি নাটকে
ক. টিভি নাটকে
খ. মঞ্চনাটকে
গ. চলচ্চিত্রে
ক. টিভি নাটকে
খ. চলচ্চিত্রে
গ. মঞ্চনাটকে
ঘ. কমেডি নাটকে
উত্তরঃ মঞ্চনাটকে
ক. মামুনুর রশীদ
খ. রণেশ দাশগুপ্ত
ক. আবুবকর সিদ্দিক
খ. রণেশ দাশগুপ্ত
গ. মামুনুর রশীদ
ক. আবুবকর সিদ্দিক
খ. রণেশ দাশগুপ্ত
গ. মামুনুর রশীদ
ঘ. এ. কে. শেরাম
উত্তরঃ মামুনুর রশীদ
ক. i ও ii
খ. i, ii ও iii
ক. i ও ii
খ. ii ও iii
গ. i, ii ও iii
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তরঃ i ও ii
ক. i, ii ও iii
খ. i ও ii
ক. i ও ii
খ. i ও iii
গ. i, ii ও iii
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তরঃ i, ii ও iii
ক. সাবু
খ. সোমেন
ক. সাবু
খ. সোমেন
গ. হাওয়াই মিঠাইওয়ালা
ক. সাবু
খ. সোমেন
গ. হাওয়াই মিঠাইওয়ালা
ঘ. আইসক্রিমওয়ালা
উত্তরঃ সাবু
ক. বসে থাকে
খ. বাড়ি চলে যায়
ক. বসে থাকে
খ. বাড়ি চলে যায়
গ. স্কুলে যায়
ক. বাড়ি চলে যায়
খ. দাঁড়িয়ে থাকে
গ. স্কুলে যায়
ঘ. বসে থাকে
উত্তরঃ বসে থাকে
ক. আরজুর বন্ধুদের বাড়ি ফেরা
খ. আরজুদের স্কুল
ক. আরজুদের স্কুল
খ. আমবাগান
গ. আইসক্রিমওয়ালার প্রস্থান
ক. আরজুদের স্কুল
খ. আরজুর বন্ধুদের বাড়ি ফেরা
গ. আমবাগান
ঘ. আইসক্রিমওয়ালার প্রস্থান
উত্তরঃ আরজুদের স্কুল