ক. বৈষম্যরোধ দ্বারা
খ. গতিশীলতার সৃষ্টির দ্বারা
গ. স্বচ্ছতা সৃষ্টির দ্বারা
ঘ. সচেতনতা সৃষ্টির দ্বারা
উত্তরঃ সচেতনতা সৃষ্টির দ্বারা
নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:
রহমান সাহেবকে সঠিক সময়ে অফিসে পৌঁছানোর জন্য তার ড্রাইভার বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে যায়। যদিও
তখন সিগন্যালে লালবাতি জ্বলছিল। রাস্তার পাশে হকারদের বিক্রিত দ্রব্য নষ্ট হলে তারা ব্যাপক ভাংচুর করে।
ক. সামাজিক নৈরাজ্য
খ. সামাজিক বিশৃঙ্খলা
গ. মূল্যবোধের অবক্ষয়
ঘ. সড়ক দুর্ঘটনা
উত্তরঃ সামাজিক বিশৃঙ্খলা
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তরঃ i, ii ও iii
ক. মূল্যবোধের অধঃপতন
খ. আচার ব্যবহারের নেতিবাচক পরিবর্তন
গ. আইন-শৃঙ্খলার অবনতি
ঘ. রীতিনীতির নিয়ন্ত্রণহীনতা
উত্তরঃ মূল্যবোধের অধঃপতন
ক. সকাল ৮ টায়
খ. সন্ধ্যা ৭ টায়
গ. রাত ৯ টায়
ঘ. রাত ১০ টায়
উত্তরঃ রাত ৯ টায়
ক. ২০০০
খ. ২০০২
গ. ২০০৬
ঘ. ২০১১
উত্তরঃ ২০১১
নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:
সুমন গরিব পরিবারের ছেলে। তার বয়স ১২ বছর। তার বাবা-মা তাকে অর্থের জন্য শহরে পাঠায়। সে একটা কাজ পায় এবং সামান্য টাকা আয় করে। অপরদিকে দুর্ঘটনার কারণে রুনার শরীর থেকে প্রচুর রক্তক্ষরণ হয়। ঐ সময় তার শরীরে রক্ত দেয়া হয়। এরপর থেকে তার ওজন দ্রুত হ্রাস পায়। সে মাঝে মাঝে জ্বর ও ব্যথা অনুভব করলে তাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়। ডাক্তার পরীক্ষা-নিরীক্ষা করে বলেন যে, সে একটি মারাত্মক রোগে আক্রান্ত।
ক. শিশু শ্রম
খ. কিশোর অপরাধ
গ. সামাজিক নৈরাজ্য
ঘ. মূল্যবোধের অবক্ষয়
উত্তরঃ শিশু শ্রম
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তরঃ i ও ii
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তরঃ i, ii ও iii
ক. ২০১০
খ. ২০১১
গ. ২০১২
ঘ. ২০১৩
উত্তরঃ ২০১০
ক. ৭ বছরের কম বয়সীরা
খ. ৭-১৪ বছরের বয়সীরা
গ. ১৬ বছরে কম বয়সীরা
ঘ. ১৮ বছরের কম বয়সীরা
উত্তরঃ ১৮ বছরের কম বয়সীরা
ক. সহানুভূতি প্রকাশ করা
খ. ঘৃণা করার
গ. ত্যাগ করা
ঘ. অবহেলা প্রকাশ কর
উত্তরঃ সহানুভূতি প্রকাশ করা
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তরঃ i ও ii
প্রশ্নঃ ১০ বছর বয়সী অরূপকে দিয়ে ঝালাইয়ের কাজ করাচ্ছেন দোকান মালিক রকিব উদ্দিন। তিনি কোনটির পরিপন্থি কাজ করছেন?
[ সকল বোর্ড-18 ]
ক. বাংলাদেশের শিশু আইন ১৯৭৪
খ. বাংলাদেশের শ্রম আইন ২০০৬
গ. জাতিসংঘের শিশু অধিকার সনদ ১৯৮৯
ঘ. জাতীয় শিশু নীতি ২০১১
উত্তরঃ বাংলাদেশের শ্রম আইন ২০০৬
ক. মূল্যবোধের অবক্ষয়
খ. আইনশৃঙ্খলার অবনতি
গ. রাজনৈতিক বিশৃঙ্খলা
ঘ. স্বজনপ্রীতি
উত্তরঃ মূল্যবোধের অবক্ষয়
ক. প্রচার মাধ্যমে সক্রিয় হলে
খ. জনগণ সচেতন হলে
গ. দুর্নীতিবাজদের শাস্তি দিলে
ঘ. জবাবদিহিতা নিশ্চিত তাহলে
উত্তরঃ জবাবদিহিতা নিশ্চিত তাহলে
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তরঃ i ও ii
ক. যৌতুক
খ. বাল্য বিবাহ
গ. বহুবিবাহ
ঘ. দারিদ্র
উত্তরঃ দারিদ্র
ক. ১৫
খ. ১৬
গ. ১৭
ঘ. ১৮
উত্তরঃ ১৬
ক. ৯ জানুয়ারি ২০১১
খ. ১১ জানুয়ারি ২০১১
গ. ৯ জানুয়ারি ২০১২
ঘ. ১১ই জানুয়ারি ২০১২
উত্তরঃ ৯ জানুয়ারি ২০১১
নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:
স্কুলে যাওয়ার পথে নেহা একটি প্রাইভেট কারের ধাক্কায় মাটিতে পড়ে যায়। তার শরীর থেকে প্রচুর রক্তক্ষরণ হয়। ঐ সময় তার শরীরে রক্ত দেওয়া হয়। এরপর থেকে নেহার ওজন দ্রুত হ্রাস পায়। সে মাঝে মাঝে জ্বর ও ব্যাথা অনুভব করে।
ক. জন্ডিস
খ. ক্যান্সার
গ. এইডস
ঘ. বসন্ত
উত্তরঃ এইডস
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তরঃ ii ও iii
ক. নারী স্বাধীনতার অভাব
খ. শিক্ষার হার কমে যাওয়া
গ. শ্রমিক হিসেবে সস্তা ও সহজলভ্য হওয়ায়
ঘ. সামাজিক সচেতনতার অভাব
উত্তরঃ শিক্ষার হার কমে যাওয়া
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তরঃ i ও iii
নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:
আর্থিক কারণে কলি বেশি পড়াশোনা করতে পারেনি। তাই সে ঢাকায় গার্মেন্টসে কাজ নেয়। একদিন সে যৌন হয়রানির শিকার হয়।
ক. শিক্ষার অভাব
খ. দারিদ্র
গ. বেকারত্ব
ঘ. জনসংখ্যা বৃদ্ধি
উত্তরঃ দারিদ্র
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তরঃ i, ii ও iii
ক. শিক্ষা
খ. যৌথ পরিবার ভাঙ্গন
গ. শিল্পায়ন
ঘ. প্রযুক্তি
উত্তরঃ শিল্পায়ন
নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:
মিসেস জারা রহমান একটি সরকারি অফিসের কর্মকর্তা। তিনি বাংলাদেশ সরকারের ১১ জানুয়ারি, ২০১১ সালের প্রকাশিত গেজেটের ভিত্তিতে ৬ মাসের ছুটি ভোগ করছেন।
ক. মাতৃত্বকালীন ছুটি
খ. নৈমিত্তিক ছুটি
গ. অর্জিত ছুটি
ঘ. বিনোদন ছুটি
উত্তরঃ মাতৃত্বকালীন ছুটি
নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:
মিসেস জারা রহমান একটি সরকারি অফিসের কর্মকর্তা। তিনি বাংলাদেশ সরকারের ১১ জানুয়ারি, ২০১১ সালের
প্রকাশিত গেজেটের ভিত্তিতে ৬ মাসের ছুটি ভোগ করছেন।
ক. i ও ii
খ. ii ও iii
গ. i ও iii
ঘ. i, ii ও iii
উত্তরঃ i, ii ও iii
ক. ৭ বছরের কম বয়সীরা
খ. ৭-১৬ বছর বয়সীরা
গ. অনূর্ধ্ব ১৬ বছর
ঘ. অনূর্ধ্ব ১৮ বছর
উত্তরঃ অনূর্ধ্ব ১৮ বছর
ক. সংক্রমিত রোগীর চোখের পানির সংস্পর্শে
খ. "এইচআইভি" ভাইরাস আক্রমণ করলে
গ. সংক্রমিত রোগীর থালা-বাসন ব্যবহার করলে
ঘ. আক্রান্ত রোগীর সাথে আলিঙ্গন করলে
উত্তরঃ "এইচআইভি" ভাইরাস আক্রমণ করলে
ক. অদক্ষ ও প্রশিক্ষণবিহীন চালক
খ. ছোট রাস্তা
গ. অধিক জনসংখ্যা
ঘ. অধিক যানবাহন
উত্তরঃ অদক্ষ ও প্রশিক্ষণবিহীন চালক
ক. ল্যাটিন ভাষা থেকে
খ. বাংলা ভাষা থেকে
গ. ইংলিশ ভাষা থেকে
ঘ. হিন্দি ভাষা থেকে
উত্তরঃ ল্যাটিন ভাষা থেকে
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তরঃ i, ii ও iii
ক. ১৮ বছরের কম
খ. ১৭ বছরের কম
গ. ১৬ বছরের কম
ঘ. ১৫ বছরের কম
উত্তরঃ ১৮ বছরের কম
ক. কাপড়
খ. গ্লাস
গ. কাপড়
ঘ. এইডস ভাইরাসযুক্ত সিরিঞ্জ
উত্তরঃ এইডস ভাইরাসযুক্ত সিরিঞ্জ
ক. i ও ii
খ. ii ও iii
গ. i ও iii
ঘ. i, ii ও iii
উত্তরঃ i ও ii
নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:
দিশার স্বামীর আধিপত্য ও গোঁড়ামিপূর্ণ মনোভাবের কারণে দিশা স্বামীর সেবাদাসী হয়ে পড়ে। এতে দিশার ওপর
সহিংসতার সৃষ্টি হয়।
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তরঃ i, ii ও iii
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তরঃ i, ii ও iii
ক. সমাজকে
খ. সরকারকে
গ. বিদেশি সংস্থাকে
ঘ. স্থানীয় চেয়ারম্যান কে
উত্তরঃ সমাজকে