ক. UNICEF
খ. UNIFEM
গ. UNFPA
ঘ. CEDAW
উত্তরঃ CEDAW
ক. কানাডা
খ. জাপান
গ. যুক্তরাজ্য
ঘ. স্পেন
উত্তরঃ যুক্তরাজ্য
ক. ১৯১৪
খ. ১৯২২
গ. ১৯৩৯
ঘ. ১৯৪৫
উত্তরঃ ১৯৩৯
ক. ১৯৭১ সালে
খ. ১৯৭২ সালের
গ. ১৯৭৩ সালে
ঘ. ১৯৭৪ সালের
উত্তরঃ ১৯৭৪ সালের
প্রশ্নঃ ১৯৮০ সালের দ্বিতীয় বিশ্ব নারী সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?
[ Dha-16 | Chit-20 | Syl-19 | Din-19 ]
ক. মেক্সিকোতে
খ. কোপেনহেগেনে
গ. নাইরোবিতে
ঘ. টোকিওতে
উত্তরঃ কোপেনহেগেনে
ক. ৪০
খ. ৪১
গ. ৪২
ঘ. ৪৩
উত্তরঃ ৪১
ক. বেইজিং
খ. নিউওয়ার্ক
গ. হেগ
ঘ. কোপেনহেগেন
উত্তরঃ হেগ
ক. নিউইয়র্কে
খ. নাইরোবিতে
গ. কোপেনহেগেনে
ঘ. মেক্সিকোতে
উত্তরঃ নিউইয়র্কে
প্রশ্নঃ বাংলাদেশে ‘বিহারি" জনগোষ্ঠীর আবাসন সংক্রান্ত ইস্যুতে কোন সংস্থার ব্যাপক অবদান রয়েছে?
[ Comi-20 ]
ক. CEDAW
খ. UNDP
গ. UNICEF
ঘ. UNHCR
উত্তরঃ UNHCR
ক. ১৯৭২
খ. ১৯৭৩
গ. ১৯৭৪
ঘ. ১৯৭৫
উত্তরঃ ১৯৭৪
ক. আছি পরিষদ
খ. অর্থনৈতিক ও সামাজিক পরিষদ
গ. নিরাপত্তা পরিষদ
ঘ. সাধারণ পরিষদ
উত্তরঃ সাধারণ পরিষদ
ক. ইউএনডিপি
খ. ইউনিসেফ
গ. ইউনিফেম
ঘ. ইউএনএইচসিআর
উত্তরঃ ইউএনডিপি
ক. ২৪ অক্টোবর
খ. ১৭ নভেম্বর
গ. ২৫ নভেম্বর
ঘ. ১০ ডিসেম্বর
উত্তরঃ ২৫ নভেম্বর
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তরঃ i ও ii
ক. খাদ্য মজিদের জন্য
খ. খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের জন্য
গ. কৃষি ক্ষেত্রে প্রযুক্তি ব্যবহারের জন্য
ঘ. খাদ্য রপ্তানির জন্য
উত্তরঃ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের জন্য
ক. ১৯২০
খ. ১৯৩৯
গ. ১৯৪৩
ঘ. ১৯৪৫
উত্তরঃ ১৯২০
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তরঃ i ও ii
ক. নারী উন্নয়ন সনদ
খ. নারী নির্যাতন প্রতিরোধ
গ. নারী কল্যাণ সনদ
ঘ. সিডও সনদ
উত্তরঃ সিডও সনদ
ক. UNIFEM
খ. UNFPA
গ. UNHCR
ঘ. UNDP
উত্তরঃ UNIFEM
ক. ৯
খ. ১০
গ. ১১
ঘ. ১৭
উত্তরঃ ১১
নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:
জনাব আলিফ "ক" সংস্থার প্রধান। তিনি শিশুদের রোগ প্রতিরোধ করার জন্য ওষুধ সরবরাহ করেন। অন্যদিকে জনাব কমল নূরপুর গ্রামে বসবাস করেন। তার গ্রামের গ্রামবাসীদের মধ্যে সবসময় বিশৃঙ্খলা লেগেই থাকে। তাই নূরপুর গ্রামের আইন শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখার জন্য অন্য গ্রামের কয়েকজন যুবককে সেখানে পাঠানো হয়। এখন এ গ্রামের বিশৃঙ্খলা বন্ধ হয়েছে।
ক. ইউনিসেফ
খ. এফএও
গ. ইউএনডিপি
ঘ. ডব্লিউএইচও
উত্তরঃ ডব্লিউএইচও
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তরঃ i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:
একদিন সকালে সালমা এফএম (FM) রেডিও শুনছিল। ঐ দিন রেডিওতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে অনুষ্ঠান প্রচার করা হচ্ছিল।
ক. ২১ ফেব্রুয়ারি
খ. ৮ মার্চ
গ. ১ মে
ঘ. ১ ডিসেম্বর
উত্তরঃ ৮ মার্চ
নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:
মাহিন সম্প্রতি একটি আন্তর্জাতিক সংস্থায় যোগদান করেছেন। সেখানে তিনি বিভিন্ন দেশের স্বাস্থ্য সম্পর্কিত বিষয়গুলো পরিচালনা করেন ।
ক. UNICEF
খ. UNDP
গ. WHO
ঘ. FAO
উত্তরঃ WHO
প্রশ্নঃ উক্ত সংস্থাটির কাজ হলো-
(i) টিকাদান কর্মসূচি পরিচালনা করা
(ii) শিশুশ্রম বন্ধ করা
(iii) পুষ্টিহীনতা দূর করা
[ Comi-17 | Jess-17 | Bari-15 | Din-19 ]
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তরঃ i ও iii
ক. শান্তিরক্ষা মিশন
খ. নারী অধিকার রক্ষা
গ. শ্রমিক অধিকার রক্ষা
ঘ. বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা
উত্তরঃ শান্তিরক্ষা মিশন
ক. ১৯৭৪
খ. ১৯৭৫
গ. ১৯৭৬
ঘ. ১৯৭৭
উত্তরঃ ১৯৭৫
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তরঃ i ও ii
ক. ১৯৮৪
খ. ১৯৮৫
গ. ১৯৮৬
ঘ. ১৯৮৭
উত্তরঃ ১৯৮৪
নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:
নাইজার গ্রামে উপজাতীয় যুদ্ধে অনেক লোক মারা গিয়েছিল। এখানে অনেক শিশু মাতৃ-পিতৃহীন হয়ে পরেছিল।
ক. ইউ. এন. ডি. পি.
খ. ইউনেস্কো
গ. ইউনিসেফ
ঘ. বিশ্ব স্বাস্থ্য সংস্থা
উত্তরঃ ইউনিসেফ
ক. i
খ. ii
গ. i ও ii
ঘ. i, ii ও iii
উত্তরঃ i, ii ও iii
ক. নারীদের অর্থনৈতিক কর্মকাণ্ডের অন্তর্ভুক্ত
খ. বাংলাদেশের জনগোষ্ঠীর খাদ্য নিশ্চিত করা
গ. শরণার্থীদের লালনপালন ও আবাসন ব্যবস্থা
ঘ. সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার আদায়
উত্তরঃ নারীদের অর্থনৈতিক কর্মকাণ্ডের অন্তর্ভুক্ত
ক. ২৪ অক্টোবর
খ. ২৪ নভেম্বর
গ. ২৪ ডিসেম্বর
ঘ. ৩০ ডিসেম্বর
উত্তরঃ ২৪ অক্টোবর
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তরঃ ii ও iii
ক. শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতির উন্নয়নের লক্ষ্যে
খ. সুবিধা বঞ্চিত শিশু ও মেয়ে শিশুদের মৌলিক অধিকার আদায়ের লক্ষ্যে
গ. বিশাল জনগোষ্ঠীর খাদ্য নিশিত করনের জন্য
ঘ. বাংলাদেশের অর্থ-সামাজিক উন্নয়নের জন্য
উত্তরঃ সুবিধা বঞ্চিত শিশু ও মেয়ে শিশুদের মৌলিক অধিকার আদায়ের লক্ষ্যে
ক. মার্কিন যুক্তরাষ্ট্র, গ্রেট ব্রিটেন, ফ্রান্স, রাশিয়া ও চীন
খ. মার্কিন যুক্তরাষ্ট্র, ভারত, জার্মানি, ফ্রান্স ও চীন
গ. মার্কিন যুক্তরাষ্ট্র, গ্রেট ব্রিটেন, জার্মানি, ফ্রান্স ও চীন
ঘ. মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া, জার্মানি, চীন ও জাপান
উত্তরঃ মার্কিন যুক্তরাষ্ট্র, গ্রেট ব্রিটেন, ফ্রান্স, রাশিয়া ও চীন
নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:
ক একটি আন্তর্জাতিক সংস্থা যার কিছু অঙ্গ সংস্থা আছে। খ তেমনই একটি অঙ্গ সংস্থা। 'খ' এর কার্যালয় নেদারল্যান্ডের হেগ শহরে অবস্থিত
ক. নিরাপত্তা পরিষদ
খ. আন্তর্জাতিক বিচারালয়
গ. সাধারণ পরিষদ
ঘ. ওছি পরিষদ
উত্তরঃ আন্তর্জাতিক বিচারালয়
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তরঃ i ও iii
ক. ১৯৭০
খ. ১৯৭৩
গ. ১৯৭৫
ঘ. ১৯৭৯
উত্তরঃ none
ব্যাখ্যাঃ
সঠিক উত্তর হবে ১৯৭৭ সালে।
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তরঃ i ও ii
ক. সাধারণ পরিষদ
খ. সামাজিক পরিষদ
গ. নিরাপত্তা পরিষদ
ঘ. অর্থনৈতিক ও সামাজিক পরিষদ
উত্তরঃ none
ব্যাখ্যাঃ
সঠিক উত্তর: ক. সাধারণ পরিষদ ও গ. নিরাপত্তা পরিষদ
নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:
জনাব ক তার এলাকায় জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের স্বাধীনতা ও মৌলিক অধিকারের প্রতি শ্রদ্ধাবোধ গড়ে তোলার জন্য একটি শান্তি সংগঠন গড়ে তোলে।
ক. জাতিসংঘ
খ. সার্ক
গ. এফএও
ঘ. ইউনেস্কো
উত্তরঃ জাতিসংঘ
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তরঃ i, ii ও iii
ক. তিনটি
খ. চারটি
গ. পাঁচটি
ঘ. ছয়টি
উত্তরঃ পাঁচটি
ক. ১৩০ তম
খ. ১৩৪ তম
গ. ১৩৬ তম
ঘ. ১৩৮ তম
উত্তরঃ ১৩৬ তম
ক. বেইজিং
খ. মেক্সিকো
গ. জেনেভা
ঘ. নাইরোবি
উত্তরঃ নাইরোবি
ক. UNDP
খ. UNICEF
গ. UNHCR
ঘ. UNIFEM
উত্তরঃ UNIFEM
ক. ১ম
খ. ২য়
গ. ৩য়
ঘ. ৪র্থ
উত্তরঃ ৪র্থ