ক. মুশরিক
খ. কাফির
গ. মুনাফিক
ঘ. ফাসিক
উত্তরঃ মুনাফিক
ক. ইমাম
খ. আকাইদ
গ. রিসালাত
ঘ. তাওহিদ
উত্তরঃ রিসালাত
নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:
সিফাত তার বন্ধু শিতল থেকে বেশ কিছু টাকা ঋণ নেয়। দিবো-দিচ্ছি বলে মাসের পর মাস চলে যায়। কিন্তু তা ফেরত দেয় না। শিতল মানসিক শান্তি ও আধ্যাত্মিক জ্ঞান লাভের জন্য একজন আলেমের নিকট যায়। এক পর্যায়ে সে তাঁর কাছে পরীক্ষার ফলাফল ভালো করে দেওয়ার জন্য প্রার্থনা করে।
ক. কুফর
খ. ফিতনা
গ. নিফাক
ঘ. হাসাদ
উত্তরঃ নিফাক
প্রশ্নঃ শিতল তার কর্মকাণ্ডের ফলে সে
(i) অকল্যাণময় জীবন কাটাবে
(ii) ইহকালে ক্ষতির শিকার হবে
(iii) জাহান্নামের শাস্তি ভোগ করবে
[ Dha-20 | Mym-20 ]
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তরঃ i, ii ও iii
ক. আল কুরআনের
খ. আল হাদিসের
গ. ইলম শিক্ষার
ঘ. তাওহিদের
উত্তরঃ তাওহিদের
ক. কবরে
খ. মিযানে
গ. হাশরের মাঠে
ঘ. পুলসিরাতে
উত্তরঃ হাশরের মাঠে
ক. ইলম
খ. ক্ষমতা
গ. সুনাম
ঘ. নেক আমল
উত্তরঃ নেক আমল
নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:
জনাব 'ক' মুসলিম হয়েও সালাত আদায় করেন না। আবার ধনী হয়েও যাকাত দিবেন না বলে জানিয়ে দিয়েছেন। মুসলিম নারীদের পর্দা প্রথাকে তিনি কটাক্ষ করেন।
ক. শিরক
খ. কুফর
গ. নিফাক
ঘ. গুনাহের কবিরা
উত্তরঃ কুফর
ক. i ও ii
খ. ii ও iii
গ. i ও iii
ঘ. i, ii ও iii
উত্তরঃ i ও iii
নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:
আবরার সাহেব নামায, রোযা সবই করেন। তবে তিনি কুরআনকে মহানবি (স.) কর্তৃক রচিত বলে মনে করেন। অপরদিকে জামশেদ সাহেব বলেন, “পরিবারের খাদ্যের যোগান দেই আমি, তাহলে আমিই তো রিজিকদাতা।”
ক. শিরক
খ. কুফর
গ. নিফাক
ঘ. ফিতনা
উত্তরঃ কুফর
ক. i ও ii
খ. ii ও iii
গ. i ও iii
ঘ. i, ii ও iii
উত্তরঃ i ও iii
ক. আখিরাত
খ. রিসালাত
গ. তকদির
ঘ. তাওহিদ
উত্তরঃ তাওহিদ
ক. মুসলিম
খ. মুমিন
গ. মুসলিহ
ঘ. মুত্তাকী
উত্তরঃ মুসলিম
ক. রিসালাতের
খ. আখিরাতের
গ. আকাইদের
ঘ. ইমানের
উত্তরঃ ইমানের
ক. অমার্জনীয়
খ. ক্ষমার যোগ্য
গ. ক্ষমার অযোগ্য
ঘ. বড় ধরনের অপরাধ
উত্তরঃ ক্ষমার অযোগ্য
নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:
জনাব শিহাব উদ্দিন সিদ্ধান্ত নিয়েছেন কখনও কোনো, অন্যায়, অনৈতিক ও অশ্লীল কাজ করবেন না। সর্বাবস্থায় তিনি নীতি নৈতিকতার আদর্শ অনুসরণ করবেন এবং সকল
সৎগুণের অধিকারী হবেন।
ক. বিজ্ঞ আলেমদের
খ. পন্ডিত ও জ্ঞানীদের
গ. পীর আউলিয়াগণের
ঘ. নবী-রাসূলগণের
উত্তরঃ নবী-রাসূলগণের
ক. ii
খ. iii
গ. i ও iii
ঘ. ii ও iii
উত্তরঃ i ও iii
ক. সহিহ মুসলিম
খ. সহিহ বুখারি
গ. নাসাঈ শরীফ
ঘ. ইবনে মাজাহ
উত্তরঃ সহিহ মুসলিম
ক. দানশীলতায়
খ. আতিথেয়তায়
গ. সিরাতে
ঘ. উদারতায়
উত্তরঃ সিরাতে
ক. শিরক
খ. ফিসক
গ. কুফর
ঘ. নিফাক
উত্তরঃ কুফর
ক. আল্লাহকে মনেপ্রাণে বিশ্বাস করেন
খ. আল্লাহকে মুখে স্বীকার করেন
গ. ইসলামি জ্ঞান অর্জন করেন
ঘ. ইসলামের বিধি-বিধান মেনে চলেন
উত্তরঃ ইসলামের বিধি-বিধান মেনে চলেন
ক. আল-বারাকা
খ. আলে ইমরান
গ. আল-আম্বিয়া
ঘ. আল-নহল
উত্তরঃ আলে ইমরান
নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:
জায়েদ শুক্রবারে ইমাম সাহেবের বক্তব্যে পরকালের শান্তি ও শাস্তির কথা শুনে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে সৎ কাজে
আত্মনিয়োগ করল।
ক. মুমিন ও মুত্তাকি
খ. মুসলিম ও মুজাছিল
গ. মুত্তাকি ও মুজাহিদ
ঘ. মুমিন ও মুহাদ্দিস
উত্তরঃ মুমিন ও মুত্তাকি
প্রশ্নঃ জায়েদের সিদ্ধান্ত গ্রহণের ফলে সে লাভ করবে-
(i) আল্লাহর নৈকট্য
(ii) পরকালীন মুক্তি
(iii) ইহকালীন শান্তি
[ Bari-20 ]
ক. i
খ. ii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তরঃ i, ii ও iii
ক. i
খ. ii
গ. iii
ঘ. i ও iii
উত্তরঃ i
ক. আল্লাহ তায়ালা
খ. মহানবি (স.)
গ. আবু বকর (রা.)
ঘ. লুকমান (আ.)
উত্তরঃ আল্লাহ তায়ালা
ক. প্রজ্ঞা
খ. পথনির্দেশ
গ. উপদেশ
ঘ. সত্য
উত্তরঃ পথনির্দেশ
ক. দুটি
খ. তিনটি
গ. পাঁচটি
ঘ. সাতটি
উত্তরঃ দুটি
ক. i ও ii
খ. ii ও iii
গ. i ও iii
ঘ. i, ii ও iii
উত্তরঃ i ও iii
ক. ইসলামের ভিত্তি
খ. অমূল্য সম্পদ
গ. সকল জ্ঞানের উৎস
ঘ. ইমানের মূল বিষয়
উত্তরঃ ইমানের মূল বিষয়
নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:
"ক" এর ধারণা আল্লাহ পাক এখনও নবি-রাসুল পাঠাচ্ছেন এবং কিয়ামত পর্যন্ত এ ধারা অব্যাহত থাকবে। তার বন্ধু "খ" তাকে সংশোধনের চেষ্টা করে।
ক. তকদির
খ. খতমে নবুয়ত
গ. তাওহিদ
ঘ. আখিরাত
উত্তরঃ খতমে নবুয়ত
প্রশ্নঃ সংশোধন না হলে "ক" এর চরিত্রে বৃদ্ধি পেতে থাকবে-
(i) হতাশা
(ii) অনৈতিকতা
(iii) অলসতা
[ Comi-20 ]
ক. i ও ii
খ. ii ও iii
গ. i ও iii
ঘ. i, ii ও iii
উত্তরঃ i ও ii
ক. কাফির
খ. মুনাফিক
গ. পাপী
ঘ. ফাসিক
উত্তরঃ কাফির
ক. হযরত মুসা (আঃ)
খ. হযরত ঈসা (আঃ)
গ. হযরত দাউদ (আঃ)
ঘ. হযরত ইব্রাহিম (আঃ)
উত্তরঃ হযরত মুসা (আঃ)
ক. i ও ii
খ. ii ও iii
গ. i ও iii
ঘ. i, ii ও iii
উত্তরঃ i ও iii
ক. হজ-যাকাত
খ. নবি-রাসুল
গ. ফেরেশতা
ঘ. জান্নাত-জাহান্নাম
উত্তরঃ হজ-যাকাত
ক. মিথ্যাবাদী
খ. আমানতের খিয়ানতকারী
গ. গায়ে পড়ে ঝগড়াকারী
ঘ. তাওহিদে অবিশ্বাসী
উত্তরঃ আমানতের খিয়ানতকারী
নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:
এক মধ্যবয়সি মহিলা শিশু সন্তানকে নিয়ে বাসে করে যাচ্ছিলেন। হঠাৎ একটি দুর্ঘটনায় পতিত হয়ে উক্ত মহিলা মৃত্যুবরণ করেন। কিন্তু কোলের শিশুটি অলৌকিকভাবে বেঁচে যায়, তা দেখে লোকে বলে রাখে আল্লাহ মারে কে।
ক. তাওহিদ
খ. মুজেজা
গ. কেরামত
ঘ. শাফায়াত
উত্তরঃ তাওহিদ
ক. রিসালাত
খ. আমানত
গ. ইমান
ঘ. নবুওয়্যাত
উত্তরঃ ইমান
প্রশ্নঃ লোকে বলে- খাজা বাবার দরবারে, কেউ ফিরে না খালি হাতে এখানে কোন বিষয়টি প্রকাশ পেয়েছে?
[ Din-20 ]
ক. কুফর
খ. নিফাক
গ. তাওহিদ
ঘ. শিরক
উত্তরঃ শিরক
ক. মানবতার দাবি
খ. ইমানের দাবি
গ. মুসলমানদের দাবি
ঘ. মানুষের দাবি
উত্তরঃ ইমানের দাবি
ক. শাফায়াত
খ. সিরাত
গ. মিযান
ঘ. হাশর
উত্তরঃ মিযান
ক. আকাইদ
খ. নবুওয়াত
গ. তাওহিদ
ঘ. রিসালাত
উত্তরঃ তাওহিদ
ক. আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করা
খ. নানা রকম অশ্লীল কাজ করা
গ. অন্তরে কুফর লালন করে বাহ্যিকভাবে ইমান প্রকাশ করা
ঘ. সর্বদা দুনিয়ার ভোগ বিলাসে মত্ত থাকা
উত্তরঃ অন্তরে কুফর লালন করে বাহ্যিকভাবে ইমান প্রকাশ করা
নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:
জনাব সাফি পুত্র সন্তান লাভ করায় দরগায় যেয়ে পীরের নামে গরু যবেহ করে সবাইকে খাওয়ায়। অন্য ধর্মের রীতি অনুসারে তার স্ত্রী পুত্রের কপালে তিলক দেয়।
ক. শান্তি-শৃঙ্খলা নষ্ট হবে
খ. অশ্লীলতা বৃদ্ধি পাবে
গ. নৈতিকতাহীনতার প্রসার ঘটবে
ঘ. হতাশার সৃষ্টি হবে
উত্তরঃ শান্তি-শৃঙ্খলা নষ্ট হবে
প্রশ্নঃ সাফির স্ত্রীর কাজটিতে -
(i) কুফর প্রকাশ পায়
(ii) অকৃতজ্ঞতার জন্ম দেয়
(iii) অনৈতিকতার প্রসার ঘটায়
[ সকল বোর্ড-19 ]
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তরঃ i, ii ও iii
ক. আত্মমর্যাদাবান
খ. মানবিক
গ. জ্ঞানী ও বুদ্ধিমান
ঘ. আত্মবিশ্বাসী
উত্তরঃ আত্মমর্যাদাবান
ক. দীন পরিপূর্ণতা পেয়েছে
খ. নবুয়তের দায়িত্বের পরিসমাপ্তি হয়েছে
গ. আর কোনো নবির প্রয়োজন নেই
ঘ. মুহাম্মাদ (স.) সর্বশ্রেষ্ঠ রাসুল
উত্তরঃ নবুয়তের দায়িত্বের পরিসমাপ্তি হয়েছে