৫১. প্রতি ১০০ গ্রাম শুকনা মাশরুমে কত গ্রাম শর্করা ও আঁশ আছে?
[ বরিশাল জিলা স্কুল ]
৩০ - ৪০
৪০ - ৫০
৫০ - ৬০
৬০ - ৭০
৫২. বিভিন্ন শাকসবজি ও ফুল-ফল দেশীয় পদ্ধতিতে সংগ্রহ, বাছাই ও বাজারজাত করায় এসবের শতকরা কত ভাগ পর্যন্ত নষ্ট হয়ে যায়?
[ বরিশাল জিলা স্কুল ]
8০
৫০
৬০
৭০
৫৩. একটি আদর্শ পুকুরের আয়তন কত শতক হওয়া সুবিধাজনক?
[ বরিশাল জিলা স্কুল ]
২০ - ৪০
২৫ - ৪৫
৩০ - ৫০
৩৫ - ৫৫
৫৪. মাছ সংরক্ষণের জন্য প্রতি ১ ভাগ মাছের জন্য কতভাগ বরফ দিতে হয়?
[ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ, রংপুর ]
১ ভাগ
২ ভাগ
৩ ভাগ
8 ভাগ
৫৫. সেচ ছাড়া গম চাষ করতে হলে কত কেজি টিএসপি দিতে হয়?
[ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ, রংপুর ]
১২০
১৬০
২০০
২৪০
৫৬. রাক্ষুসে মাছ হলো
(i) সোল, গজার
(ii) শিং, টেংরা
(iii) চিতল, বোয়াল
[ মাইলস্টোন কলেজ, ঢাকা ]
i ও ii
ii ও iii
i, ii ও iii
i ও iii
৫৭. মাশরুমের চাষঘরে পানি স্প্রে করার মাধ্যমে নিয়ন্ত্রণ করা যায়— i. আর্দ্রতা ii. তাপমাত্রা ii. কার্বন ডাইঅক্সাইড
[ সেন্ট যোসেফ হাই স্কুল, ঢাকা ]
i
ii
i ও ii
ii ও iii
৫৮. চুনের কাজ হচ্ছে-
(i) পানি জীবাণুযুক্ত করা
(ii) বিষাক্ত গ্যাস দূর করা
(iii) মাছের জন্য খাদ্য সৃষ্টি করা
[ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ, রংপুর ]
i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:
চারদিকে কনকনে শীত ও কুয়াশা। খড়ের অভাবে গোয়ালঘরে জহুরুল খড় বিছিয়ে দিতে পারেনি এতে একটি বাছুর অসুস্থ হয়ে মারা গেল।
৫৯. জহুরুলের বাছুরটি কোন রোগে মারা গেছে?
[ সরকারি মুসলিম উচ্চ বিদ্যালয়, চট্টগ্রাম ]
বাদলা
জলাতঙ্ক
নিউমোনিয়া
ক্ষুরারোগ
৬০. জহুরুলের বাছুরগুলোর জন্য যে পদক্ষেপ গ্রহণ করবে তা হলো-
(i) মৃত পশুকে মাটি চাপা দিবে
(ii) অসুস্থ পশুর চিকিৎসার ব্যবস্থা করবে
(iii) মৃত পশুকে নদীতে ভাসিয়ে দিবে
[ সরকারি মুসলিম উচ্চ বিদ্যালয়, চট্টগ্রাম ]
i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii